সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও বেড়েছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) বেড়েছে। ডিএসইর পিই রেশিও বিগত সপ্তাহ শেষে ১৩.৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। তার আগের সপ্তাহে পিই রেশিও ছিল ১৩.২০ পয়েন্টে। এক সপ্তাহের ব্যবধানে পিই রেশিও বেড়েছে ০.২৯ পয়েন্ট বা ২.২০ শতাংশ।

শনিবার (৩১ অক্টোবর) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ব্যাংক খাতের পিই রেশিও ৭.৩৮ পয়েন্টে, নন ব্যাংকিং আর্থিক খাতের ২৩.৮৩ পয়েন্টে, বিমা খাতের ২৪.৬৪ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৫৯ পয়েন্টে, তথ্যপ্রযুক্তি খাতের ১৯.৬৫ পয়েন্টে, বস্ত্র খাতের ১২.৪১ পয়েন্টে, প্রকৌশল খাতের ১১.৮১ পয়েন্টে, খাদ্য-আনুষাঙ্গিক খাতের ১৩.৩৫ পয়েন্টে, বিদ্যুৎ-জ্বালানি খাতের ১১.৮৭ শতাংশ, চামড়া খাতের ১৭.৯৯ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৯.১১ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৩২.১৪ পয়েন্টে, কাগজ খাতের ৮৮.২৬ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.৬৪ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৪.১৬ পয়েন্টে, সিরামিক খাতের ২২.৩৯ পয়েন্টে, পাট খাতের পিই ৩২.৮৪ পয়েন্টে ও বিবিধ খাতের ২২.৫৬ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে এসোসিয়েটেড অক্সিজেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৮৫ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৩৯ কোটি ৭ লাখ ২২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৭কোটি ৮১ লাখ ৪৪ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সাইনপুকুর সিরামিকসের দর বেড়েছে ৬০ দশমিক ২৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪৬ কোটি ৫ লাখ ৬৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৯ কোটি ২১ লাখ ১৩ হাজার ২০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিএপিএম আইববিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের দর বেড়েছে ৩৭ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৮ কোটি ৩৮ লাখ ৪৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৩ কোটি ৬৭ লাখ ৬৮ হাজার ৬০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– সামিট এলায়েন্স পোর্টের ২৮ দশমিক ১৭ শতাংশ, ইস্টার্ন ইন্স্যুরেন্সের ২৬ দশমিক ৮৮ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ২৩ দশমিক ১৮ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ২২দশমিক ১৩ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ২১ দশমিক ৫২ শতাংশ, বিডিকম অনলাইনের ১৮ দশমিক ৭৫ শতাংশ এবং সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ইউনিট দর ১৮ দশমিক ৩৯ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম

 

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে মূলধন বেড়েছে ৬৭৯০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে কমেছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচকও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪২২২ কোটি ৪৫ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৩৯৬২ কোটি ২৮ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৬.৫৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৮৪৪ কোটি ৪৯ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ১৪.৭৫ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৯০ কোটি ৫৭ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯৬.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৪২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৪৫.৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২১.৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১২০ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৬৪টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৭১টির, কমেছে ১২১টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৯টির শেয়ার ও ইউনিটের দর। আর ৩টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৩ লাখ ৯১ হাজার ২৫১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৯৮ হাজার ০৪১ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৬৭৯০ কোটি টাকা বা ১.৭৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড/এম