স্টকমার্কেটবিডি প্রতিবেদক:
আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০৭ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলোর ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭টি শেয়ার ৭৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার ওয়াইম্যাক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং, গ্রামীণফোন-২ মিউচ্যুয়াল ফান্ড, খুলনা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, এম.এল ডাইং, ন্যাশনাল ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পেনিনসুলা, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সিমটেক্স ও এসকে ট্রিমস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এসএস