এস. এস. স্টিলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেডের পরিচালনা বোর্ড সমাপ্ত অর্থবছরের জন্য ২ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

এই অর্থবছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৫ টাকা। একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৯৮ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ওয়াটা কেমিক্যালসের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওয়াটা কেমিক্যালস লিমিটেড কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ২.০৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ৩.২৯ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬১.০৮ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৫৬.৭৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট গঠন হলো এশিয়ায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আজ রবিবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ নিয়ে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট। ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আসিয়ান শীর্ষ সম্মেলনের সাইডলাইনে চীনের উদ্যোগে এ জোট গঠিত হয়েছে।

‘রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ (আরসিইপি)’ নামে নতুন এই জোট আগামী দিনের বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রভাব খর্ব করতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে ১২ দেশকে নিয়ে ‘ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ’ (টিপিপি) চুক্তি করেছিল যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর সেই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে আসেন। আরসিইপি চুক্তি টিপিপির জন্য বড় ধাক্কা বলে মন্তব্য করেছে রয়টার্স। এমনকি নতুন এই জোটের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিদ্বন্দ্বী চীন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে তার অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও মজবুত করার সুযোগ পেলো।

দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০ দেশের সঙ্গে এই জোটে চীন ছাড়াও থাকছে জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড। আগামী বছরগুলোতে বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্রে করের হার ধারাবাহিকভাবে কমিয়ে আনাই এই জোটের লক্ষ্য।

সম্মেলনের আয়োজক ভিয়েতনামের প্রধানমন্ত্রী এনগুইয়েন শুয়ান ফাস বলেছেন, ‘আরসিইপি শিগগিরই স্বাক্ষরকারী দেশগুলোতে অনুমোদিত হবে এবং এরপর এটি কার্যকর হবে; এটি কোভিড-১৯ মহামারি পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখবে।’

ভিয়েতনাম জানিয়েছে, আরসিইপিতে বৈশ্বিক অর্থনীতির ৩০ শতাংশ, বৈশ্বিক জনগোষ্ঠীর ৩০ শতাংশ অবদান থাকবে এবং এটি ২২০ কোটি ভোক্তার কাছে পৌঁছবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বিকন ফার্মার ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি বিকন ফার্মা লিমিটেডের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর’২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) ছিল ১৮ পয়সা।

একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২০ টাকা ২৯ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ব্লকে মার্কেটে ৩০ কোম্পানির ৩০৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ব্লক মার্কেটে মোট ৩০ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০৭ কোটি ৯৯ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলোর ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭টি শেয়ার ৭৭ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার ওয়াইম্যাক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্সের।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, এশিয়া প্যাসিফিক ইন্স্যুরেন্স, ব্রাক ব্যাংক, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফারইস্ট নিটিং, গ্রামীণফোন-২ মিউচ্যুয়াল ফান্ড, খুলনা পাওয়ার, মোজাফফর হোসেন স্পিনিং, এম.এল ডাইং, ন্যাশনাল ব্যাংক, নিটল ইন্স্যুরেন্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ইনফিউশন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পেনিনসুলা, প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ইন্স্যুরেন্স, কাশেম ইন্ডাস্ট্রিজ, রেনেটা, রূপালী ইন্স্যুরেন্স, সাইফ পাওয়ারটেক, সিমটেক্স ও এসকে ট্রিমস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

এইচ আর টেক্সটাইলের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেডের কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৩৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৪১ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৩.১৭ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৪২.৭৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

ফার ইস্ট নিটিং লোকসান থেকে মুনাফায়

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানিটির চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.০৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.১০ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯.৪২ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৯.৩৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস

সাইফ পাওয়ারটেকের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত সেবা ও আবাসন খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি আয়(ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৫৮ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.০২ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৬.৬৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসএস