স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
নতুন শীর্ষ দুই নির্বাহী কর্মকর্তা নিয়োগ দিয়েছে বাংলাদেশের ব্যবসায়ী সমিতি ও চেম্বারগুলোর শীর্ষ সংগঠন এফবিসিসিআই।
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে মোহাম্মদ মাহফুজুল হক ও উপ-প্রধান নির্বাহী কর্মকর্তা (ডেপুটি সিইও) হিসেবে এস এম ফেরদৌস যোগ দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহফুজুল হক ৩৪ বছরের বেশি সময় ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজ করেছেন।
তিনি ১৯৮৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৮৬ সালে তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন।
আর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ফেরদৌস ১৯৮৫ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিএ পাস করেন। ১৯৮৪ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে ক্যাডেট হিসেবে যোগদানের পরের বছর কমিশনপ্রাপ্ত হন। ২০১৯ সালের আগস্টে তিনি সেনাবাহিনী থেকে অবসর নেন।
তিনি ওমানে বাংলাদেশ দূতাবাস লেবার কাউন্সেলর হিসেবে এবং সিয়েরা লিয়নে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে কাজ করেছেন।
স্টকমার্কেটবিডি.কম/