- বেক্সিমকো ফার্মা
- বেক্সিমকো লিমিটেড
- রূপালী ইন্স্যুরেন্স
- আইএফআইসি ব্যাংক
- ফরচুন সুজ
- রিপাবলিক ইন্স্যুরেন্স
- নর্দার্ণ ইন্স্যুরেন্স
- সিটি ব্যাংক
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
Day: November 21, 2024
ডিএসইতে ৯৩৬ ও সিএসইতে ৩৪ কোটি টাকার লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে লেনদেন ও সূচক বেড়েছে । তবে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়
বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫০৯৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১৬৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৯৩৬ কোটি ৫৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ৮২৫ কোটি ৩১ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৫৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৩টির। আর দর অপরিবর্তিত আছে ৯০ টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স, আইএফআইসি ব্যাংক, ফরচুন সুজ, রিপাবলিক ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, সিটি ব্যাংক, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ও ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭.৭২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৬০২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ৮৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ৯৮ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৩১ কোটি ৫৪ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সামিট পাওয়ার ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/
দুই কোম্পানির বোর্ড সভা আজ
স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত কেয়া কসমেটিকস লিমিটেড ও আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল) বন্ডের পরিচালনা বোর্ডের সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কেয়া কসমেটিকসের বোর্ড সভা দুপুর আড়াইটা ও বেলা সাড়ে ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০১৯ ও ৩০জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন (এপিএসসিএল)বন্ডটির বোর্ড সভা বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে। সভায় ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/
২ কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি লেনদেন বন্ধ থাকবে আগামী রবিবার (১৩ ডিসেম্বর)। কোম্পানিগুলো হলো- আমান ফিড ও মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আগামী রবিবার এসব কোম্পানি দুটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) রেকর্ড ডেট। এই রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত রাখবে এই দুই কোম্পানি।
এর পরের দিন সোমবার থেকে এসব কোম্পানিগুলোর স্বাভাবিক লেনদেন হবে ।
স্টকমার্কেটবিডি.কম/এসএস
বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এ+’। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৩। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেডের (সিআরআইএসএল)।
২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের সেপ্টেম্বর পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।
স্টকমার্কেটবিডি.কম/এসএস
এবি ব্যাংকের ২০১৯ সালের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেডের দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে ‘এএ-’। একই সময় কোম্পানিটির স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং সার্ভিস লিমিটেডের (এসিআরএসএল)।
২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ২০২০ সালের ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।
স্টকমার্কেটবিডি.কম/এসএস
Information for Shareholders of Indo-Bangla Pharmaceutical Limited.
Invalid data…………..
রবির আইপিও লটারির ড্র আজ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক:
প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য রবি আজিয়াটার লটারির ড্র আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীতে অবস্থিত লেকশোর হোটেলে কোম্পানিটির লটারির ড্র অনুষ্ঠিত হবে।
এদিকে, রবি আজিয়াটার আইপিওতে আবেদন গ্রহণ শুরু হয় ১৭ নভেম্বর। যা চলে ২৩ নভেম্বর পর্যন্ত। এর আগে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৪১তম কমিশন সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/
অলটেক্স ইন্ডাস্ট্রিজের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি অলটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ১.১৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১.৪৪ টাকা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.৬৩ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ১৫.৭৮ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/
আল-হাজ্ব টেক্সটাইলের ১ম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আল-হাজ্ব টেক্সটাইল মিলস্ লিমিটেডের কোম্পানি চলতি বছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর, ২০) কোম্পানি শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.১৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.৬২ টাকা।
এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮.২৭ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন ছিল ৮.৪৫ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/