পদ্মা সেতুর টোল হার নির্ধারণ করা হয়নি : সেতু বিভাগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এখন পর্যন্ত পদ্মা সেতুর কোনো টোল হার নির্ধারণ করা হয়নি বলে জানিয়েছে সেতু বিভাগ। তবে টোল নির্ধারণে একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের সুপারিশের ভিত্তিতে টোল হার নির্ধারণ করা হবে। আজ মঙ্গলবার সেতু বিভাগের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে পদ্মা বহুমুখী সেতুর টোল হার নিয়ে যে অপপ্রচার চলছে, তা সেতু বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। টোলের হার নির্ধারণের বিষয়টি অপপ্রচার ও গুজব। পদ্মা বহুমুখী সেতুর টোল হার এখনো চূড়ান্ত হয়নি।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তীকালে টোল হার নির্ধারণে পদক্ষেপ নেওয়া হবে। টোলের হার নির্ধারিত হলে জনগণকে অবহিত করা হবে। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে সেতু বিভাগ। বিজ্ঞপ্তি

স্টকমার্কেটবিডি.কম/বি

ন্যাশনাল পলিমারের ৫৪ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের রাইট শেয়ার অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৩ তম কমিশন সভায় এসব রাইট প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

কোম্পানিটির ১০ টাকা মূল্যের ৩৬,৪৯১,৮৩৪ টি সাধারণ শেয়ার প্রতিটি ১৫ টাকা মূল্যে (শেয়ার প্রতি ৫ টাকা হারে প্রিমিয়ামসহ) রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ১আর:১ হারে মােট ৫৪,৭৩,৭৭,৫১০ টাকা মূলধন সংগ্রহের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড রাইটস শেয়ার ইস্যুর অর্থ জমি ক্রয় ও উন্নয়ন, মূলধনী যন্ত্রপাতি আমদানী, কার্যকরী মূলধন সংগ্রহ এবং ব্যাংক ঋন পরিশােধ করবে।

জুন ৩০, ২০১৯ইং তারিখে সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য (এনএভি) টাকা ৩৮ টাকা ৯৮ এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) টাকা ৪ টাকা ২৫ পয়সা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে নিয়ােজিত রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউসিবির ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) ৪০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭৫৩ তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ট্রাষ্টি হিসেবে কাজ করবে এমটিবি ক্যাপিটাল লিমিটেড। আর এ্যারেন্জার হিসাবে দ্বায়িত্ব পালন করবে আইডিএলসি ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের সাথে এপিআই ইউএটি চুক্তির ধারাবাহিকতায় আজ মঙ্গলবার প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে শাকিল রিজভী স্টক লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেড এর মধ্যে এপিআই ইউএটি চালুর জন্য ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়৷

ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, শাকিল রিজভী স্টক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাকিল রিজভী, এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেড এর উপদেষ্টা মোঃ নাফিজ আল তারিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন৷

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক, উপ মহাব্যবস্থাপক সৈয়দ আল আমিন রহমান ও মোঃ শফিকুর রহমান, শাকিল রিজভী স্টক লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ রিজওয়ান এবং এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার্স (বিডি) লিমিটেড এর ভাইস প্রেসিডেন্ট ও আইটি বিভাগের প্রধান সৈয়দ আনোয়ার হোসেন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, ইতোমধ্যে ২৫টি ব্রোকারেজ হাউজ নাসডাক এর ম্যাচিং ইঞ্জিনে এপিআই (অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস) সংযোগ নিয়ে নিজস্ব অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে লেনদেন করার জন্য ডিএসইতে আবেদন করে৷ এরই মধ্যে দুটি ট্রেকহোল্ডার কোম্পানি এই চুক্তি স্বাক্ষর করেছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

বাংলাদেশ থেকে ১২ হাজারের বেশি পোশাক শ্রমিক নেবে জর্ডান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জর্ডান আগামী এক বছরের মধ্যে বাংলাদেশ থেকে ১২ হাজারেরও বেশি পোশাক শ্রমিক নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার এক হোয়াটসঅ্যাপ বার্তায় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বিওইএসএল) মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। এ উদ্দেশ্যে শিগগিরই জর্ডান থেকে চাকরিদাতা ও টিম বাংলাদেশ সফরে আসবে।

স্টকমার্কেটবিডি.কম/

কর্ণফুলী টানেল হলে চট্টগ্রাম হবে সাংহাই নগরীর মতো : সেতুমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্ণফুলী টানেলের কাজ সমাপ্ত হলে কক্সবাজার-চট্টগ্রামের সংযোগ সহজ হবে। চট্টগ্রামের চিত্র আমূল পাল্টে যাবে। বড় বড় প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের পাশাপাশি চলমান উন্নয়ন কর্মকাণ্ড শেষ হলে সাংহাই নগরীর মতো চট্টগ্রাম হবে ওয়ান সিটি টু টাউন।

আজ মঙ্গলবার এবিএম মহিউদ্দিন চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির নেতিবাচক রাজনীতি তাদের জনবিচ্ছিন্ন করে তুলছে। জনগণের ওপর আস্থা থাকায় বিদেশিদের কাছে নালিশ দিতে যায় তারা।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহিউদ্দিন চৌধুরীসহ চট্টগ্রামের নেতৃবৃন্দের স্বপ্ন বাস্তবায়নের জন্য উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে সাজিয়ে তুলছেন। এই চট্টগ্রামকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে মেট্টো রেল প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নেয়া হয়েছে।

কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী। এই সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী এমপি।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক সিটি মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট সুনীল সরকার, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম দোভাষ, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়াল ৪২ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

প্রবাসী আয়ের ওপর ভর করে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। বাংলাদেশী মুদ্রায় বর্তমান রিজার্ভের পরিমাণ প্রায় ৩ লাখ ৫৭ হাজার কোটি টাকা। এই রিজার্ভ দিয়ে দেশের প্রায় ১০ মাসের আমদানি ব্যয় নির্বাহ করা সম্ভব।

আজ মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে রিজার্ভ নতুন এ উচ্চতায় পৌঁছায় বলে বাংলাদেশ ব্যাংক থেকে এ তথ্য জানা যায়।

করোনাভাইরাসের তাণ্ডবে বড় ধাক্কা খেয়েছে দেশের আমদানি খাত। ২০১৯-২০ অর্থবছরে আমদানি কমেছিল ৮ দশমিক ৫৬ শতাংশ। আর চলতি অর্থবছরের অক্টোবর পর্যন্তই আমদানি ১২ দশমিক ৯৯ শতাংশ কমেছে। অন্যদিকে ব্যবসা, ভ্রমণ, চিকিত্সাসহ বিভিন্ন কারনে বাংলাদেশীদের বিদেশযাত্রাও প্রায় বন্ধ।

এ পরিস্থিতির মধ্যেই দেশের প্রবাসী আয় বা রেমিট্যান্স ধারাবাহিকভাবে বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ৯ মাস বা জুলাই-নভেম্বর সময়ে দেশে প্রবাসী আয় এসেছে ১ হাজার ৮৯ কোটি ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ দশমিক ১৮ শতাংশ বেশি। চলতি ডিসেম্বর মাসেও আগের চেয়ে বেশি রেমিট্যান্স আসছে। ১-১০ ডিসেম্বর পর্যন্ত দশ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮১ কোটি ৪০ লাখ ডলার। রেমিট্যান্সের উচ্চ প্রবৃদ্ধিই দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে ৪২ বিলিয়ন ডলারে উন্নীত করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

পাট আবার সোনালি গৌরবে ফিরে এসেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলার পাট আবার সোনালি গৌরবে ফিরে এসেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

তিনি বলেন, পাটের হারানো গৌরব ও ঐতিহ্য আবার ফিরে এসেছে।
নিত্য নতুন পাটের বহুমুখী পণ্য আবিষ্কার হচ্ছে। আগের সেই পুরানো গতানুগতিক পাটের পণ্য এখন আর নেই। পাটের তৈরি নানা নতুন পণ্য নিয়ে পাটপণ্য এখন নতুন অঙ্গনে চলে গেছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাজধানীর জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) বহুমুখী পাটপণ্যের মেলা ও প্রদর্শনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

জেডিপিসির অতিরিক্ত সচিব ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল কালাম ও সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেন মিয়া।

গোলাম দস্তগীর বলেন, প্রাথমিক উদ্যোক্তা তৈরি করতে সরকার কাজ করছে। এজন্য বেশি বেশি স্থানীয় মেলা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় মেলা দিয়েই উদ্যোক্তাদের দৃষ্টি আকর্ষণ করতে হবে। দেশের বিভিন্ন স্থানে সরকারি মিলের পড়ে থাকা খালি জায়গায় মেলার ব্যবস্থা করা হচ্ছে।

এদিকে আজ মেলায় ২৮২টি বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও বিক্রি হচ্ছে। জেডিপিসির তালিকাভুক্ত প্রায় ৭০০ উদ্যোক্তার বহুমুখী পাটপণ্য প্রদর্শনী হচ্ছে।

শ্রমঘন পাটখাত দেশের আর্থ সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পাটখাতের উন্নয়নে বস্ত্র ও পাট মস্ত্রণালয় নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে। পাট শিল্পের পুনরুজ্জীবন ও আধুনিকায়নের ধারা বেগমান করতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ ও পাট আইন ২০১৭, জাতীয় পাটনীতি, ২০১৮ প্রণয়ন করেছে। এসব আইন ও নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে পাট ও পাটজাত পণ্যের চাহিদা ব্যাপক বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো ফার্মা
  2. বেক্সিমকো লিমিটেড
  3. বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
  4. রূপালী ইন্স্যুরেন্স
  5. বাংলাদেশ সাবমেরিন ক্যাবল
  6. আইএফআইসি ব্যাংক
  7. ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ
  8. এস.এস. স্টিল
  9. ম্যারিকো বাংলাদেশ
  10. ফরচুন সুজ লিমিটেড।