আগামী মাসেই বিমানে যুক্ত হচ্ছে নতুন ২ উড়োজাহাজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তির ড্যাশ ৮-৪০০ মডেলের সম্পূর্ণ নতুন দুই উড়োজাহাজ।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত ৭৪ আসন বিশিষ্ট উড়োজাহাজ দুটি আগামী ফেব্রুয়ারি মাসেই দেশে এসে পৌঁছাবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ফেব্রুয়ারির শেষ দিকে সম্পূর্ণ নতুন ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজ দুটি দেশে এসে পৌঁছবে বলে জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ ও কানাডার সরকারের মধ্যে জি-টু-জি ভিত্তিতে তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ কেনা হয়েছে। এর মধ্যে প্রথমটি গত ডিসেম্বরে বিমানের বহরে যুক্ত হয়েছে। গত ২৭ ডিসেম্বর ধ্রুবতারা নামের নতুন এই উড়োজাহাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাকি দুই উড়োজাহাজ দেশে এসে পৌঁছবে ফেব্রুয়ারির শেষ দিকে। দেশের ভেতর ও বাইরে স্বল্প দূরত্বে ফ্লাইট পরিচালনার কথা মাথায় রেখে আমদানি করা হচ্ছে নতুন এই মডেলের প্লেন। নতুন এই প্লেন যুক্ত হলে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনার পাশাপাশি স্বল্প দূরত্বে দেশের বাইরেও গন্তব্য বাড়ানো হবে।

কানাডার প্রখ্যাত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ড নির্মিত, ৭৪ আসন বিশিষ্ট ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজটি পরিবেশবান্ধব ও অত্যাধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ।

বিমান বহরে বর্তমানে মোট উড়োজাহাজের সংখ্যা ১৯টি। এরমধ্যে চারটি বোয়িং ৭৭৭-৩০০ইআর, চারটি বোয়িং ৭৮৭-৮, দুটি বোয়িং ৭৮৭-৯, ছয়টি বোয়িং ৭৩৭ এবং তিনটি ড্যাশ ৮-৪০০ উড়োজাহাজ। নতুন দুটি যোগ হলে প্লেনের সংখ্যা দাঁড়াবে ২১-এ।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসই-সিএসইর সঙ্গে ই-জেনারেশনের চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সঙ্গে ইলেকট্রনিক সাবসক্রিপশনস সিস্টেম (ইএসএস) সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে ই-জেনারেশন।

বুধবার (১৩ জানুয়ারি) এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সিনিয়র ম্যানেজার মো. রবিউল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ম্যানেজার মোহাম্মদ মোরশেদ আলম ও ই-জেনারেশনের প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মো. মাজহারুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ই-জেনারেশনের ব্যবস্থাপনা পরিচালক শামীম আহসান এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এম সাইফুর রহমান মজুমদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

৬ মাসে ব্যাংক থেকে সরকারের ঋণ সাড়ে ৩৩ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ আবার বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে সরকার সাড়ে ৩৩ হাজার কোটি টাকার বেশি ঋণ নিয়েছে।

গত নভেম্বর পর্যন্ত বাণিজ্যিক ব্যাংক থেকে নেওয়া ঋণের পরিমাণ ছিল প্রায় সাড়ে ২৬ হাজার কোটি টাকা। সেই হিসাবে গত এক মাসে বেসরকারি ব্যাংক থেকে সরকারের ঋণ নেওয়ার পরিমাণ বেড়েছে প্রায় সাত হাজার কোটি টাকা। যদিও এই সময়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে কোনো ঋণ করেনি সরকার। উল্টো আগের নেওয়া ঋণের প্রায় ৩১ হাজার ৩৯১ কোটি টাকা শোধ করেছে। এতে সরকারের নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে দুই হাজার ২০৪ কোটি টাকা।

চলতি অর্থবছরের বাজেটে ব্যাংকিং খাত থেকে ৮৪ হাজার ৯৮০ কোটি টাকা ঋণ সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ হিসাবে প্রতি মাসে সাত হাজার কোটি টাকার কিছু বেশি ঋণ নেওয়ার কথা রয়েছে সরকারের।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, এবারও অর্থবছরের শুরুতে ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নেয় সরকার। জুলাই মাসেই ঋণ নেয় ৯ হাজার ৪০৬ কোটি টাকা। এর পর থেকে সরকারের ঋণ নেওয়ার গতি লক্ষ্যের মধ্যেই রয়েছে। চলতি অর্থবছরের ৩০ ডিসেম্বর বাণিজ্যিক ব্যাংকে নিট ব্যাংকঋণ দাঁড়িয়েছে ৩৩ হাজার ৫৯৪ কোটি ৮৮ লাখ টাকা। তবে এই সময়ে বাংলাদেশ ব্যাংক থেকে আগের নেওয়া ঋণের প্রায় ৩১ হাজার ৩৯১ কোটি টাকা শোধ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

প্রথম ঘন্টায় সূচক বৃদ্ধি ১৪৯ পয়েন্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। এদিন বেলা ১১ টায় পর্যন্ত এক ঘণ্টায় ডিএসইতে ৬৭০ কোটি টাকার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টি কোম্পানির। আর দর কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২টির।

ডিএসইর প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৯১৯ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২৫.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮১.৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪১ পয়েন্টে।

লেনদেনের প্রথম ঘন্টায় ডিএসইতে ৬৭০ কোটি ৯৮ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে।

একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ৪২০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭,২১৭ পয়েন্টে। আর এসময় ২৯ কোটি ২৪ লাখ টাকা লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এলপি গ্যাসের মূল্য পুন:নির্ধারণের জন্য গণশুনানি আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবশেষে তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য পুনর্নির্ধারণ করতে যাচ্ছে বাংলাদেশ অ্যানার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান মেমোরিয়াল হলে আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় এবিষয়ে গণশুনানির আয়োজন করা হবে বলে বিইআরসি সূত্রে জানা গেছে।

বিইআরসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই শুনানি চলবে। শুনানিতে বেসরকারি কম্পানিগুলোর পক্ষে এলপিজি অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (লোয়াব) এবং ভোক্তাদের পক্ষে কনজুম্যার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও তাদের প্রতিনিধিরা অংশ নেবেন।

একদিনে শুনানি সম্পন্ন করা না গেলে পরের কার্যদিবস ১৭ এবং ১৮ জানুয়ারি শুনানি করা হবে বলে বিইআরসি সূত্রে জানা গেছে। শুনানির পর আগামী ২৪ জানুয়ারি লাইসেন্সধারী ও স্বার্থ সংশ্লিষ্টদের সঙ্গে শুনানি পরবর্তীতে লিখিত মতামত দেওয়া যাবে।

গত বছরের ২৯ নভেম্বর গণশুনানির মাধ্যমে এলপিজির দাম নির্ধারণ করে প্রতিবেদন দাখিল না করায় বিইআরসির চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন হাইকোর্ট। এরপর ১৫ ডিসেম্বর ওই মামলার পরবর্তী শুনানির দিন ঠিক করা হয়েছিল। সেই শুনানিতে কমিশনকে চলতি বছরের ১১ জানুয়ারি পর্যন্ত সময় দেয় আদালত। এরপর আদালত অবমাননার রুল থেকে মুক্তি পেতে এলপিজির দাম নির্ধারণে গণশুনানির আয়োজন করছে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/

সিএপিএম আইবিবিএল ফান্ডের ২য় প্রান্তিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ড খাতের কোম্পানি সিএপিএম আইবিবিএল মিউচুয়াল ফান্ড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টো-ডিসে’ ২০) ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ০.৯৭ টাকা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি লোকসান ছিল ০.৪৬ টাকা।

আর (জুলাই-ডিসে, ২০) এ ৬ মাসে ফান্ডটির ইউনিট প্রতি আয় (ইপিইউ) হয়েছে ১.০২ টাকা। গত বছরের এ সময়ের ফান্ডটির ইউনিট প্রতি লোকসান ছিল ০.৪০ টাকা।

এ সময়ে ফান্ডটির ইউনিট প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১.২৬ টাকা। যা ২০১৯ সালের ৩০ জুন ছিল ১০.৮৫ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ