মার্চ ও এপ্রিল মাস ইলিশ ধরা নিষিদ্ধ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাটকা সংরক্ষণে আগামীকাল ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা দুই মাস দেশের ছয়টি জেলার পাঁচটি ইলিশ অভয়াশ্রমে ইলিশসহ সবধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। আজ রবিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এতে আরও বলা হয়, ৬টি জেলার ৫টি অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এ নিষেধাজ্ঞার আওতায় বরিশাল, চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, শরীয়তপুর ও পটুয়াখালী জেলার ইলিশ অভয়াশ্রম সংশ্লিষ্ট নদ-নদীতে ইলিশসহ সব ধরণের মাছ ধরা বন্ধ থাকবে।

প্রতিবছর মার্চ ও এপ্রিল দুই মাস উল্লিখিত অভয়াশ্রমে ইলিশসহ সব ধরণের মাছ আহরণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। এসময় ইলিশের অভয়াশ্রমসমূহে ইলিশসহ সকল প্রকার মাছ ধরা আইনত দণ্ডনীয় অপরাধ। আইন অমান্যকারী কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা পাঁচ হাজার টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন।

উল্লেখ্য, নিষিদ্ধ সময়ে অভয়াশ্রম সংশ্লিষ্ট ৬টি জেলার জাটকা আহরণে বিরত থাকা ২ লক্ষ ৪৩ হাজার ৭৭৮জন জেলেদের জন্য মাসে ৪০ কেজি করে দুই মাসে ৮০ কেজি হারে মোট ১৯ হাজার ৫০২ মেট্টিক টন ভিজিএফ চাল ইতোমধ্যে বরাদ্দ করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

স্টকমার্কেটবিডি.কম/

পিপলস লিজিং নিয়ে বিএসইসি চেয়ারম্যানকে আদালতে তলব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পিপলস লিজিং ইস্যুতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, দুদক চেয়ারম্যান এবং শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকে তলব করেছেন হাইকোর্ট।

আগামী ৯ মার্চ তাদের বক্তব্য শুনবেন আদালত। সেসময় কাউকে আদালতে না থাকার অনুরোধ করেছেন হাইকোর্ট।

আজ রোববার (২৮ ফেব্রুয়ারি) বিচারপতি খুরশিদ আলম সরকারের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়।

আদেশে একই সাথে প্রতিষ্ঠানটির ঋণখেলাপি যারা এখনো আদালতের তলবে হাজির হননি তাদের আসতে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে দুই কার্যদিবসে পিপলস লিজিংয়ের শতাধিক ঋণখেলাপি হাইকোর্টে হাজির হয়ে তারা ঋণখেলাপি হওয়ার ব্যাখ্যা দেন। পিপলস লিজিংয়ে আমাতন রাখা ব্যক্তিদের কিভাবে টাকা ফেরত দেওয়া যায়, সে বিষয়ে মতামতের জন্য সরকারি এ তিন প্রতিষ্ঠানের বক্তব্য শুনবেন হাইকোর্ট।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার ব্লক মার্কেটে মোট ১৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ১৬ লাখ ৯৫ হাজার ৯৪০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বিকন ফার্মা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৩ কোটি টাকার শেয়ার লেনদেন করেছে।

রেনেটা ২ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

ইস্টার্ন ইন্স্যুরেন্স ২ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আজিজ পাইপস, বিএটিবিসি, বিডি ফিন্যান্স, বেক্সিমকো, কনফিডেন্স সিমেন্ট, সিভিও পেট্রো কেমিক্যাল, এনার্জিপ্যাক পাওয়ার, জিবিবি পাওয়ার, জেনারেশন নেক্সট, লিগ্যাসি ফুটওয়্যার, রহিমা ফুড, এসইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সামিট পাওয়ার ও ট্রাস্ট ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড ওয়ান।

স্টকমার্কেটবিডি.কম/

বিদেশে টাকা পাচারকারীদের তালিকা চেয়েছেন হাইকোর্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে গোপনে সুইস ব্যাংকসহ বিভিন্ন বিদেশি ব্যাংকে কার কার টাকা আছে তার তালিকা চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে পাচার হওয়া টাকা ফেরত আনতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে। এছাড়া পানামা ও প্যারাডাইস পেপারে যাদের নাম এসেছে তাদের বিষয়ে তদন্ত করতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। পাশাপাশি বিদেশে পাচার হওয়া টাকা ফেরত আনতে সংশ্লিষ্টদের নিষ্ক্রীয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের হাইকোর্ট বেঞ্চ রবিবার এ আদেশ দেন।

সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাসের করা রিট আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনের পক্ষে আব্দুল কাইয়ুম খান নিজেই শুনানি করেন। দুর্নীতি দমন কমিশনের(দুদক) পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশীদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। আদালত আগামী ৩০ মার্চ পরবর্তী শুনানি ও আদেশের জন্য দিন ধার্য করেছেন।

রিট আবেদনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, অ্যাটর্নি জেনারেল, অর্থ সচিব, বাণিজ্য সচিব, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, দুর্নীতি দমন কমিশন(দুদক), বাংলাদেশ ব্যাংকের গভর্ণর ও পুলিশের মহাপরিদর্শকসহ ১৫ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে। সুইচ ব্যাংকে থাকা টাকার বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে ওই রিট আবেদন করা হয়।

রুলে অর্থ পাচারের ঘটনাগুলো তদন্তের জন্য কেন একটি আলাদা তদন্ত টিম গঠনের নির্দেশ দেওয়া হবে না এবং বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না কিংবা অর্থ ফেরত আনতে প্রয়োজনে নতুন কোনো আইন করা বলা হবে না তা জানতে চাওয়া হয়েছে।

শুনানিকালে দুদকের পক্ষ থেকে বলা হয়, আলোচিত পানামা ও প্যারাডাইস পেপারে যাদের নাম এসেছে তাদের বিষয়ে অনুসন্ধান চলছে। এ পর্যন্ত যাদের নাম এসেছে তাদের মধ্যে অন্যতম হলেন আব্দুল আউয়াল মিন্টু ও মুসা বিন শমসের। এছাড়া সুইচ ব্যাংক থেকে টাকা আনার বিষয়ে পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইমিগ্রেশন পুলিশ, বিএফআইইউ সহ সংশ্লিস্ট সকলকে অবহিত করা হয়েছে। এছাড়া বিএফআইইউকে একটি কর্মপরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে। তারা সেটা করছে।

শুনানিকালে রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, কারা পাচারকারী তাদের বিষয়ে তথ্য প্রকাশে আইনগত কিছু বিধিনিষেধ রয়েছে। আইন অনুযায়ী বাংলাদেশ ফাইন্যান্স ইন্টেলিজেন্স ইউনিট(বিএফআইইউ) ওই তালিকা শুধুই তদন্তের কাজে ব্যবহার করতে পারবে।

রাষ্ট্রপক্ষ থেকে আরো বলা হয়, এই আদালত দ্বৈত নাগরিকের বিষয়ে জানতে চেয়েছিলেন। কিন্তু এই তালিাক তৈরির কাজ চলছে। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুত্রে জানা গেছে, এই সংখ্যা কমবেশী ১৪ হাজার। তবে পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলছে। তালিকা পেতে সময় প্রয়োজন।

স্টকমার্কেটবিডি.কম/

বন্ডের বিপরীতে কমছে স্বর্ণের দাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম কমতে কমতে স্বর্ণের দাম আট মাসের সর্বনিম্নে নেমে এসেছে। প্রণোদনার হাত ধরে মার্কিন অর্থনীতি চাঙ্গা এবং মূল্যস্ফীতি বাড়বে এ সম্ভাবনায় ট্রেজারি ইল্ড মহামারীপূর্ব সময়ের মাত্রায় উঠে এসেছে। গত শুক্রবার স্পট গোল্ডের দাম ২ দশমিক ৮ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ১ হাজার ৭২০ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া ফিউচারস মার্কেটে স্বর্ণ বিক্রি হচ্ছে আউন্সপ্রতি ১ হাজার ৭২৭ ডলারে। খবর মাইনিং ডটকম।

চলতি বছর বৈশ্বিক অর্থনীতি যতটা উজ্জ্বল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে ততটাই মন্দা দেখা দিয়েছে স্বর্ণের দামে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোম পাওয়েল বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছেন যে অন্যান্য কাঁচামালের দাম বাড়িয়ে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের বাড়তি দামে প্রতিবন্ধকতা তৈরির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো পরিকল্পনা নেই।

কমার্জব্যাংকের বিশ্লেষক ক্রাস্টেন ফ্রিটস বলেন, কমোডিটি মার্কেটের বোর্ডভিত্তিক কার্যক্রম ক্রমাগতই স্বর্ণকে পাশ কাটিয়ে যাচ্ছে। সেই সঙ্গে মার্কিন বন্ডের দরবৃদ্ধির ফলে পাওয়েলের আশ্বাস স্বর্ণের দরবৃদ্ধিতে কোনো ভূমিকা রাখবে না বলেও মন্তব্য করেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা হতে আগারগাঁও মেট্রোরেল এখন দৃশ্যমান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের শেষ ভায়াডাক্ট বসানো হয়েছে।

আজ রবিবার সকাল ১১টা ২০ মিনিটের দিকে ৩৭৫ ও ৩৭৬ পিলারের ওপর এই ভায়াডাক্টটি বসানো হয়।

দেশের প্রথম মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা সেসময় উপস্থিত ছিলেন।

সেসময় এমএএন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, ‘এই মুহূর্তটি আমাদের জন্যে খুবই আনন্দের।’

উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ দশমিক ১০ কিলোমিটার মেট্রোরেল প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ২২ হাজার কোটি টাকায়।

সম্প্রতি, পরিকল্পনামন্ত্রী বলেছেন মেট্রোরেলের প্রথম ধাপ— উত্তরা থেকে আগারগাঁও আগামী ডিসেম্বরে চালু হওয়ার সম্ভবনা রয়েছে।

মেট্রোরেলের প্রথম ধাপ ডিসেম্বরে শুরু হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে এমএএন সিদ্দিক বলেন, ‘দেশে মেট্রোরেল আসার পর জানানো হবে। মেট্রোরেল আগামী এপ্রিলে আসতে পারে।’

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১৩১ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে আসা রবির শেয়ার লেনদেন হয়েছে ৫৭ কোটি ৩৬ লাখ টাকার।

৫২ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্রিটিশ আমেরিকান টোবাকো লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সামিট পাওয়ার, লংকাবাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বাংলাদেশ, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন, জিবিবি পাওয়ার ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ডিএসইতে ৬৬০ ও সিএসইতে ২৪ কোটি টাকা লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১১.৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪০৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৬০ কোটি ৬৪ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৪৬ কোটি ২ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির। আর দর অপরিবর্তিত আছে ১২৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বিএটিবিসি, সামিট পাওয়ার, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম, বেক্সিমকো ফার্মা, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ, জেবিবি পাওয়ার ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৬০৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ৮০টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৪ কোটি ৪২ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৫৬ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. রবি আজিয়াটা
  3. বিএটিবিসি
  4. সামিট পাওয়ার
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. লাফার্জ হোলসিম
  7. বেক্সিমকো ফার্মা
  8. ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
  9. জেবিবি পাওয়ার
  10. ওরিয়ন ফার্মা লিমিটেড।

১১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে তাজুলের জামিন খারিজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পাঁচ হাজারের বেশি সাধারণ গ্রাহকের ১১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ক্রেডিট সোসাইটি লিমিটেডের চেয়ারম্যান এম. তাজুল ইসলামের বিরুদ্ধে করা মামলায় জামিন উত্থিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করেছেন হাইকোর্ট।

জমিন সংক্রান্ত আবেদন শুনানি নিয়ে রবিবার (২৮ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

অন্যদিকে, অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া জাগো নিউজকে বলেন, ‘আমরা তাদের সঙ্গে পরামর্শ করে বিষয়টি নিয়ে অন্যকোনো বেঞ্চে যাব।’

আদালতে আজ তাজুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আজহার উল্লাহ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. বশির উল্লাহ।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই সমবায় সমিতিকে ব্যাংক হিসেবে প্রচার করে লভ্যাংশের ফাঁদে ফেলে প্রতিষ্ঠানটি। লভ্যাংশ তো দূরের কথা আসলই পরিশোধ করেননি তিনি। কাডানায় থাকা দুই ছেলের নামে আত্মসাতের টাকা পাচার করেছেন তাজুল ইসলাম।

স্টকমার্কেটবিডি.কম/