কাট-অফ প্রাইস নির্ধারণে গাইড লাইন দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

বুক বিল্ডিং পদ্ধতিতে শেয়ারের যৌক্তিক কাট-অফ প্রাইস বা মূল্য নির্ধারণ নিয়ে কড়াকড়ি আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদেরকে দর প্রস্তাবের জন্য কমিটি গঠন ও তাদের সুপারিশকে বিবেচনায় নিতে বলা হয়েছে। যে কমিটিকে দর সুপারিশের জন্য ৩টি পদ্ধতি নির্ধারণ করে দিয়েছে কমিশন।

সোমবার (০১ ফেব্রুয়ারি) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, যৌক্তিক মূল্য নির্ধারণে যোগ্য বিনিয়োগকারীকে কমপক্ষে ২ সদস্যের দর প্রস্তাবকারী কমিটি গঠন করতে হবে। যে কমিটির সদস্যরা এ সংশ্লিষ্ট জ্ঞানী, দক্ষ, যোগ্য ও অভিজ্ঞ হবে। ওই কমিটি শেয়ার মূল্যায়ণ বিশ্লেষণ শেষে বিডিংয়ে অংশগ্রহণের জন্য সুপারিশ করবে। যারা বিডিংয়ের জন্য শেয়ারের পরিমাণ ও মূল্য উল্লেখ করে দেবে।

এক্ষেত্রে ওই কমিটিকে ৩টি পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে। পদ্ধতিগুলো হল- নিট অ্যাসেট ভ্যালু পদ্ধতি, ইল্ড পদ্ধতি ও ফেয়ার ভ্যালু পদ্ধতি।

কমিটির সুপারিশের আলোকে যোগ্য বিনিয়োগকারী বিডিংয়ে অংশগ্রহণের সিদ্ধান্ত নেবে। কমিশন বা স্টক এক্সচেঞ্জের তদন্তের জন্য যোগ্য বিনিয়োগকারীর এই সিদ্ধান্ত ও কমিটির প্রক্রিয়া সংরক্ষন করতে হবে। এছাড়া বিডিংয়ের জন্য যোগ্য বিনিয়োগকারী ও কমিটিকে ডিউ ডিলিজেন্স চর্চা ও পেশাগত মূল্যায়নের কথা বলা হয়েছে।

বিডিংয়ের দর নির্ধারণে বিশ্লেষণের ক্ষেত্রে কোম্পানির আর্থিক, প্রযুক্তিগত, ব্যবস্থাপনা, বাণিজ্যিক, অর্থনৈতিক, মালিকানা ও সুশাসনকে বিবেচনায় নিতে বলা হয়েছে। একইসঙ্গে কোন ধরনের প্রভাব বা চাপে না পড়ে সততার সঙ্গে বিশ্লেষণ ও সিদ্ধান্ত নিতে বলা হয়েছে। যে সিদ্ধান্ত কোনভাবে ইস্যুয়ার কোম্পানি, ইস্যু ম্যানেজার ও অন্যান্য যোগ্য বিনিয়োগকারীর সঙ্গে প্রকাশ করতে নিষেধ করা হয়েছে।

যোগ্য বিনিয়োগকারীকে তার প্রস্তাবিত দরের মূল্যায়ন রিপোর্ট বিডিং শেষ হওয়ার ২ কার্যদিবসের মধ্যে স্টক এক্সচেঞ্জে জমা দিতে বলা হয়েছে। এরপরে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ বিডিংয়ের তথ্য ৭ কার্যদিবসের মধ্যে জমা দেবে। এক্ষেত্রে যোগ্য বিনিয়োগকারীদের দর মূল্যায়নে কোন ধরনের অসামঞ্জস্য পেলে, তা কমিশনকে জানাব।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৩টি কোম্পানির ১৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর ২৭ লাখ ৬৩ হাজার ৮১৬টি শেয়ার ৩০ বার হাত বদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ১৯ কোটি ১৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি অর্থাৎ ৪ কোটি ৯৬ লাখ ৫৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে রেনেটার। দ্বিতীয় সর্বোচ্চ ৪ কোটি ৯৪ লাখ টাকার উত্তরা ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ১৯ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে সিভিও পেট্রোকেমিক্যালের।

এছাড়া বৃটিশ আমেরিকান ট্যোবাকোর ১৮ লাখ ৮৭ হাজার টাকার, বিকন ফার্মার ৯ লাখ ১২ হাজার টাকার, বার্জাার পেইন্টসের ১ কোটি ৫১ লাখ টাকার, বেক্সিমকোর ১৭ লাখ ৫০ হাজার টাকার, সিটি ব্যাংকের ২৭ লাখ ৭৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ৩৩ লাখ ৯৩ হাজার টাকার, ডিবিএইচের ১২ লাখ ১৪ হাজার টাকার, গ্রামীণফোনের ১ কোটি ৭৮ লাখ ২৪ হাজার টাকার, জিপিএইচ ইস্পাতের ২০ লাখ ৭০ হাজার টাকার, লংকাবাংলা ফাইন্যান্সের ৮ লাখ ৯৭ হাজার টাকার, মেকিকোর ১ কোটি ৬ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯ লাখ ৯০ হাজার টাকার, মুন্নু সিরামিকের ৬ লাখ টাকার, ন্যাশনাল টিউবসের ১৯ লাখ ৩৯ হাজার টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ লাখ ৭২ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৫৪ লাখ ৭০ হাজার টাকার, রূপালী ইন্স্যুরেন্সের ৯ লাখ ২৫ হাজার টাকার, সী পার্লের ৫ লাখ ১৩ হাজার টাকার, এসকে ট্রিমসের ৫ লাখ ৪ হাজার টাকার এবং সোনারবাংলা ইন্স্যুরেন্সের ৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)সোমবারলেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। সোমবার কোম্পানিটির মোট ১৪০ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার কোম্পানিটি মোট ১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার শেয়ার হাতবদল করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৩ লাখ ৬০ হাজার ৩১৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৫৪ কোটি ৪১ লাখ টাকা।

লংকাবাংলা ফিন্যান্স তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির ১ কোটি ৪ লাখ ৬০ হাজার ৬৯৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪০ কোটি ৫৩ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- রবি, বেক্সিমকো ফার্মা, বিকন ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মা ও এসএস স্টিল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

সুইস ব্যাংকের মাধ্যমে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে রিট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে সুইস ব্যাংকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস এ রিট দায়ের করেন।

অর্থ মন্ত্রণালয়ের সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অ্যাটর্নি জেনারেলসহ সংশ্লিষ্ট ১৫ জনকে রিটে বিবাদী করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

এসপিএসসিএল বন্ড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত এসপিএসসিএল নন-কনভার্টেবল এন্ড ফুললি রেডিমেবল কূপন রেয়ারিং বন্ড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামীকাল মঙ্গলবার থেকে বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

জানা গেছে, বন্ডটি ৩০ জুন ২০২০ সমাপ্ত অর্থ বছরে ইউনিটহোল্ডারদের জন্য সাড়ে ৮ শতাংশ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে বন্ডটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

সম্প্রতি এসপিএসসিএল নন-কনভার্টেবল এন্ড ফুললি রেডিমেবল কূপন রেয়ারিং বন্ডের বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে পাঠানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিএটিবিসি
  3. লংকা বাংলা ফাইন্যান্স
  4. রবি আজিয়াটা
  5. বেক্সিমকো ফার্মা
  6. বীকন ফার্মা
  7. এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন
  8. সামিট পাওয়ার
  9. স্কয়ার ফার্মাসিটিউক্যালস
  10. এসএস স্টিলস লিমিটেড।

ডিএসইতে ৭১৮ ও সিএসইতে ২৭ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় পতন দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫০.০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫৯৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১১.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৪.৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১২৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭১৮ কোটি ২২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ৮২৩ কোটি ১০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১০টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৮টির। আর দর অপরিবর্তিত আছে ১০৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিএটিবিসি, লংকা বাংলা ফাইন্যান্স, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, বীকন ফার্মা, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন, সামিট পাওয়ার, স্কয়ার ফার্মাসিটিউক্যালস ও এসএস স্টিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৭৮.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৬ হাজার ২৯৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১৪২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৯ লাখ টাকা। গতকাল রবিবার লেনদেন হয়েছে ৮২ কোটি ৬৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

শেয়ার হস্থান্তর করবে স্টাইল ক্রাফটের উদ্দ্যোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি স্টাইল ক্রাফট লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫০ লাখ শেয়ার হস্তান্তরের ঘোষণা করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, নাভেদ হাসমত নামে এই পরিচালক কোম্পানিটির ৫০ লাখ শেয়ার তার স্ত্রী নাদিরা পারভীনকে হস্তান্তর করবেন। তার হাতে কোম্পানির মোট ৯ লাখ ১ হাজার ৯৩৫টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই উদ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ উপহারস্বরুপ এই শেয়ার হস্থান্তর হবে।

স্টকমার্কেটবিডি.কম/

অনুমতি পেলে এজিএম করবে আমান গ্রুপ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আমান গ্রুপের দুই কোম্পানি আমান ফিড ও আমান কটন ফাইবার্স লিমিটেড বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত তথ্য জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানি দুইটি গত ২৭ জানুয়ারী উচ্চ আদালতের সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছে। তারা আদালত থেকে অনুমতি পেলে খুব তাড়াতাড়ি এজিএম অনুষ্ঠান করবে।

এর আগে গত ৩০ ডিসেম্বর কোম্পানি দুইটি এজিএম স্থগিতের ঘোষণা দেয়।

স্টকমার্কেটবিডি.কম/এম

ওয়েষ্টার্ণ মেরিনের ঋণমান “বিবিবি-” ও “এসটি-৪”

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়েষ্টার্ণ মেরিন শিপইয়ার্ড কোম্পানির দীর্ঘ মেয়াদী ঋণমান এসেছে “বিবিবি-“। আর স্বল্প মেয়াদী ঋণমান এসেছে এসটি-৪। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেডের (সিআরআইএসএল)।

২০১৯ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/এম