ইইউয়ের বাণিজ্যিক অংশীদার আমেরিকাকে টপকে গেল চীন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

চীন ইউরোপীয় ইউনিয়নের সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার হিসাবে ২০২০ সালে আমেরিকাকে ছাড়িয়ে গেছে।

কোভিড-১৯ মহামারির কারণে ইউরোপ যেসব দেশের সাথে বাণিজ্য করে সেসব দেশের সাথে বাণিজ্য বড় রকমের ধাক্কা খেলেও, চীনের সাথে ইউরোপের বাণিজ্যে সেভাবে নেতিবাচক প্রভাব পড়েনি।

চীন এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে গত বছর বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৭০ হাজার নয়শ কোটি ডলারে (৭০৯ বিলিয়ন ডলার বা ৫৮৬ বিলিয়ন ইউরো)। সে তুলনায় আমেরিকার সাথে ইউরোপের আমদানি রফতানির পরিমাণ ছিল ৬৭ হাজার কোটি ডলার।

মহামারির কারণে চীনের অর্থনীতিও বছরের প্রথম তিন মাস সঙ্কুচিত হয়েছিল। কিন্তু বছরের পরের দিকে দেশটির অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করলে চীনের বাজারে ইউরোপীয় ইউনিয়নের পণ্যের চাহিদা বাড়তে থাকে।

বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলোর মধ্যে চীনই একমাত্র দেশ যেখানে ২০২০ সালে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে। আর এই প্রবৃদ্ধির ফলে চীনে ইউরোপীয় গাড়ি ও বিলাসবহুল ভোগ্যপণ্যের চাহিদা বেড়েছে।

অন্যদিকে, ইউরোপের বাজারে চীনে তৈরি চিকিৎসা সরঞ্জাম এবং ইলেকট্রনিকসের বড় ধরনের চাহিদা তৈরি হয়েছে, যার থেকে লাভবান হয়েছে চীনের রফতানি বাণিজ্য।

ইইউ-র পরিসংখ্যান দপ্তর ইউরোস্ট্যাট-এর হিসাব অনুযায়ী: “চীন ২০২০ সালে ইইউ-র প্রধান বাণিজ্যিক অংশীদার ছিল। এর পেছনে মূল কারণ আমদানির বৃদ্ধি ৫.৬% এবং রফতানির বৃদ্ধি ২.২%।”

জানুয়ারি মাসে চীনের সরকারি তথ্যেও একই ধরনের পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। চীনা সরকারি তথ্যে দেখা যাচ্ছে ইইউ-র সাথে দেশটির বাণিজ্য ২০২০ সালে ৫.৩% বেড়েছে।

চীনের সাথে ইইউ-র বাণিজ্য ঘাটতির পরিমাণও বেড়েছে বলে সোমবার ইউরোস্ট্যাট-এর প্রকাশিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে। এই ঘাটতির পরিমাণ ১৯৯ বিলিয়ন ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ২১৯ বিলিয়ন ডলার।

যদিও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো আমেরিকা এবং ব্রিটেনের জন্য সবচেয়ে বড় রফতানির বাজার, কিন্তু এই দুই দেশের বাণিজ্যের পরিমাণ ব্যাপকভাবে পড়ে গেছে বলে পরিসংখ্যানে দেখা যাচ্ছে।

”মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য উল্লেখযোগ্যভাবে কমে গেছে। আমদানি কমেছে ১৩.২% এবং রফতানি কমেছে ৮.২%,” জানাচ্ছে পরিসংখ্যান দপ্তর।

ফরাসী মদ্যপানীয় কনিয়াক এবং আমেরিকান হার্লি ডেভিডসন কোম্পানির মোটরসাইকেল রফতানির ব্যাপারে ফ্রান্স ও আমেরিকার পরস্পরের প্রতি পাল্টা ব্যবস্থা গ্রহণ এবং ইস্পাতের দাম নিয়ে বিতর্কও নেতিবাচক প্রভাব ফেলেছে ইউরোপের সঙ্গে আমেরিকার ও ব্রিটেনের বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে।

আমেরিকা ২০১৯ সালে ইইউ-র সাথে যে পরিমাণ বাণিজ্য করেছিল গত বছর সেই বাণিজ্যের পরিমাণ বেশ উল্লেখযোগ্য রকম পড়ে গিয়েছিল।

এখন ইউরোপের সাথে আমেরিকার বাণিজ্যিক লেনদেনের বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্র কীভাবে এগোতে চায় নতুন প্রেসিডেন্ট জো বাইডেন সেটার মূল্যায়ন করবেন কিনা সেট স্পষ্ট নয়।

ইইউ এবং চীন তাদের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার চেষ্টা করছে। দু পক্ষের মধ্যে একটি বিনিয়োগ চুক্তি অনুমোদনের প্রক্রিয়া এখন চলমান রয়েছে যে চুক্তির অধীনে ইউরোপীয়ান প্রতিষ্ঠানগুলো চীনের বাজারে আরও বেশি বাণিজ্য করতে পারবে।

গত বছর করোনা মহামারির কারণে বিশ্বব্যাপী বাণিজ্য আনুমানিক সাড়ে তের শতাংশ সঙ্কুচিত হবার পর ২০২১ সালে বাণিজ্য আবার প্রায় সাড়ে সাত শতাংশ বৃদ্ধি পাবে বলে বাণিজ্য বাজার বিষয়ক গবেষণা সংস্থাগুলো পূর্বাভাস দিচ্ছে। তখন বাণিজ্যের পাল্লা কোন দেশের দিকে ভারী হয় সেদিকে বাজার বিশ্লেষকরা নি:সন্দেহে নজর রাখবেন। সূত্র : বিবিসি

স্টকমার্কেটবিডি.কম/

টিসিবির ভর্তুকির ভোজ্যতেল বিক্রি অব্যাহত থাকবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সংগতি রেখে দেশে খুচরা পর্যায়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ করলেও সাধারণ মানুষের জন্য টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে তেল বিক্রি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে নগরের নাসিরাবাদে বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে ‘বঙ্গবন্ধু স্মৃতি গ্যালারি’ ও ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন শেষে মন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেছে, ভোগ্যপণ্যের দর নির্ধারণে মন্ত্রণালয়ে একটি কমিটি আছে। যেখানে ব্যবসায়ীরাও আছেন। এ কমিটি সময় সময় বসে মূল্য নির্ধারণ করে থাকে। সমস্ত ডাটা নিয়ে বিস্তৃত আলোচনার পরিপ্রেক্ষিতে এটা করা হয়। আন্তর্জাতিক বাজারে গত ৬ মাসে তেলের দাম ৬৭ শতাংশ বেড়েছে। যেটা ৭০০ ডলার ছিল, সেটা এখন বিক্রি হচ্ছে সাড়ে ১১শ’ ডলার। সেই দামসহ সার্বিক বিষয় বিবেচনা করে দাম নির্ধারণ করা হয়েছে। কত ভ্যালু আন্তর্জাতিক বাজারে, কী প্রফিট তারা করবে। যেহেতু দেশের প্রয়োজনের ৯০ ভাগ তেল আমদানি করতে হয়। তাই আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করতে হয়। যৌক্তিক দাম নির্ধারণ করতে হয়।

তিনি বলেন, এখন মানুষের কষ্ট হচ্ছে। তারপরও আমরা টিসিবির মাধ্যমে ভর্তুকি দিয়ে সাধারণ মানুষকে তেল দেওয়ার চেষ্টা করেছি। আগামীতেও আমরা করব।
এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, রমজান মাস সামনে রেখে ভোজ্যতেল, চিনি, গুড়, খেজুর, পেঁয়াজসহ সব পণ্যই ব্যবসায়ী ও টিসিবির মাধ্যমে বিশাল পরিমাণ মজুদ আছে। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন, রমজানে ভোগ্যপণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখবেন।

খুচরা বাজারে চালের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আমদানি করা চাল দেশে আসা শুরু হয়েছে। আন্তর্জাতিক বাজারেও চালের দাম কিছুটা বাড়তি। আমাদের বোরো ধান উঠে গেলে আর সমস্যা হবে না। আশাকরি আর দাম বাড়বে না।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরসহ সরকারের বিভিন্ন উইং চাল, তেলসহ নিত্যপণ্যের বাজার মনিটরিং অব্যাহত রয়েছে। সব রকম প্রস্তুতি রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ব্যবসায়ীদের নিকট বাজেট প্রস্তাব চেয়েছে রাজস্ব বোর্ড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আগামী (২০২১-২০২২) অর্থবছরে জাতীয় বাজেট প্রণয়নের জন্য ব্যবসায়ীদের নিকট বাজেট প্রস্তাবনা চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ লক্ষ্যে এনবিআরের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে চিঠি ও ই-মেইল পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈদ এ মু’মেন এই তথ্য নিশ্চিত করেন।

চিঠিতে বলা হয়েছে, বাজেট তৈরিতে সহায়তার লক্ষ্যে বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে তাদের স্ব স্ব বাজেট প্রস্তাব ‘দ‌্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ‌্যান্ড ইন্ডাস্ট্রিজ’0 (এফবিসিসিআই)-এর কাছে লিখিতভাবে আগামী ৩ মার্চের মধ্যে পাঠাতে হবে।

একইসঙ্গে প্রস্তাবের আরেকটি সফটকপি ই-মেইল nbrbudget2021@gmail.com-এ এনবিআরের প্রধান বাজেট সমন্বয়কারী ও প্রথম সচিব (কর আপিল ও অব্যাহতি) মো. গোলাম কবীরের কাছে পাঠাতেও বলা হয়েছে। এনবিআর প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে।

এছাড়া, যেসব প্রতিষ্ঠান, সংস্থা বা দপ্তর কোনো চেম্বার বা অ্যাসোসিয়েশনের সদস্য নয়, তারাও সরাসরি এনবিআরের ই-মেইলে বাজেট প্রস্তাব পাঠাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

রবিবার বন্ধ থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শহীদ দিকস ও আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী রবিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, আন্তজার্তিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পরের দিনের ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

খসড়া জাতীয় শিল্প নীতি ২০২১-এর জন্য ২৫টি সুপারিশ পেশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

খসড়া জাতীয় শিল্প নীতি ২০২১-এ অন্তভূক্তির লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের বিবেচনার জন্য ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর পক্ষ হতে ২৫টি সুপারিশমালা পেশ করা হয়েছে। ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান গত ১৬ ফেব্রুয়ারি, ২০২১ তারিখে শিল্প সচিব কে এম আলী আজম-এর নিকট ডিসিসিআই’র সুপারিশমালা হস্তান্তর করেন।

ডিসিসিআই বিদ্যমান নীতিমালায় ‘এসএমই’ খাতের সংজ্ঞা সংশোধনের আহ্বান জানাচ্ছে এবং ‘মধ্যম’ ক্যাটাগরীকে কুটির, অতিক্ষুদ্র এবং ক্ষুদ্র হতে পৃথক করার আহ্বান জানাচ্ছে পাশাপাশি ‘মধ্যম’ কে বৃহৎ শিল্পের সাথে সংযুক্ত করার প্রস্তাব করছে। ডিসিসিআই মনে করে, এর ফলে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্র খাতের উদ্যোক্তাদের আর্থিক ও নীতি সহায়তা প্রাপ্তির বিষয়টি আরো সহজতর হবে।

এছাড়াও এসএমই খাতের ক্লাস্টারের উন্নয়ন, পণ্যের উৎপাদান বৃদ্ধি ও বহুমুখীকরণের লক্ষ্যে ‘ন্যাশনাল এসএমই ক্লাস্টার ডেভেলপমেন্ট অথরিটি’ গঠনের সুপারিশ করে।

আমরা অবগতি আছি যে, স্বল্পন্নোত দেশ হতে বাংলাদেশের উত্তরণের পরে পৃথিবীর বিভিন্ন দেশে পণ্য রপ্তানিতে বাংলাদেশ শুল্ক ও কোটা মুক্ত সুবিধা হারাবে, যা কিনা আমাদের রপ্তানিতে বিরূপ প্রভাব ফেলতে পারে। এ অবস্থা মোকাবেলায় ঢাকা চেম্বার মনে করে, রপ্তানির সম্ভাবনাময় দেশসমূহের সাথে বাংলাদেশের ‘মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ)’ অথবা ‘অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ)’ স্বাক্ষরের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে, এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।

চতুর্থ শিল্প বিপ্লবের কারণে প্রায় ৩.৯ মিলিয়ন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির সম্ভাবনা রয়েছে এবং এ সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য চাহিদা মাফিক আমাদের মানব সম্পদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি পুনঃদক্ষ করে তোলতে হবে।

দেশে স্থানীয় ও বৈদেশিক বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে বিদ্যমান শুল্ক কাঠামোতে ভারসাম্য আনা খুবই জরুরী।

পণ্যের বহুমুখীকরণ ও গুনগতমান সম্মত পণ্য উৎপাদন নিশ্চিত করতে ঢাকা চেম্বার মনে ‘টেকনোলজি এ্যাডাপশন ও ডিসিমিনেশন সেন্টার (Technology Adoption and dissemination) স্থাপনের সুপারিশ করছে।

ই-কমার্স খাতের সার্বিক সম্প্রসারণের লক্ষ্যে এর সাথে সংশ্লিষ্ট লজেস্টিক খাতের বিকাশে একটি সমন্বিত দিক-নির্দেশনা প্রণয়নেরও প্রস্তাব করছে।

ঢাকা চেম্বার মনে করে, বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এস্ইজেড) আমদানি বিকল্প এসএমই শিল্প স্থাপনের প্লট বরাদ্দে বিশেষ বিবেচনা এবং আর্থিক প্রণোদনা সহায়তা প্রদান করা প্রয়োজন। সারাদেশে ছড়িয়ে থাকা এসএমই উদ্যোক্তদের আর্থিক সহায়তা নিশ্চিতকল্পে চেম্বার ‘এসএমই ব্যাংক’ স্থাপনেরও প্রস্তাব করেছে। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের অধীনে একটি ‘ক্রাইসিস মিটিগেশন ফান্ড’ তৈরি সুপারিশ করেছে।

এছাড়াও প্রস্তাবিত শিল্পনীতিটি যেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), বেপজা, বিডা, বেজা এবং বাংলাদেশ ব্যাংক প্রভৃতি প্রতিষ্ঠানের নীতিমালা সমূহের সাথে সমন্বয় থাকার বিষয়ে আরো বেশি মাত্রায় গুরুত্ব প্রদানের আহ্বান জানাচ্ছে ডিসিসিআই।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

ই-কমার্স সূচকে বাংলাদেশ অবস্থান ১১৫তম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ই-কমার্স সূচকে ১২ ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের র‍্যাঙ্ক দাঁড়িয়েছে ১১৫-তে। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থার (ইউএনসিটিএডি) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বি টু সি (ক্রেতার কাছে সরাসরি বিক্রয়) ই-কমার্স সূচক ২০২০-এর তালিকা প্রকাশ করে সংস্থাটি। এতে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশের র‍্যাঙ্কিং ছিল ১০৩। সেখানে মহামারির বছর ২০২০ সালে এসে হয়েছে ১১৫। সূচক হয়েছে ৩৩ দশমিক ৩ পয়েন্ট। ২০১৯ সালের তুলনায় কমেছে ৫ দশমিক ৮ পয়েন্ট।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত ই-কমার্স র‍্যাঙ্কিংয়ে এগিয়েছে। ২০২০ সালে তালিকার ৭১ নম্বরে উঠে এসেছে দেশটি। ২০১৯ সালে তারা ৭৫ নম্বরে ছিল। এছাড়া ই-কমার্স র‍্যাঙ্কে বাংলাদেশের পেছনে রয়েছে পাকিস্তান। ২০২০ সালে দেশটির র‍্যাঙ্ক হয়েছে ১১৫। ২০১৯ সালে র‍্যাঙ্ক ছিল ১১৪।

অপরদিকে, ই-কমার্স র্যাঙ্কিংয়ে ১ নম্বরে রয়েছে সুইজারল্যান্ড, ২ নম্বরে নেদারল্যান্ড, ৩-এ ডেনমার্ক, ৪-এ সিঙ্গাপুর এবং ৫ নম্বরে যুক্তরাজ্য।

ইউএনসিটিএডি’র প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ আয়ের দেশগুলোতে যেখানে অর্ধেক মানুষ অনলাইনে কেনাকাটা করেন, সেখানে নিম্ন আয়ের দেশগুলোর মানুষের অনলাইনে কেনাকাটা বা লেনদেনের প্রবণতা কম।

ই-কমার্চ সূচক প্রণয়ন করা হয় মোট চারটি উপসূচকের ওপর ভিত্তি করে। এগুলো হলো জনসংখ্যার কত অংশ ইন্টারনেট ব্যবহার করছে, ই-কমার্স সাইটে কতজনের অ্যাকাউন্ট রয়েছে, ইন্টারনেট সার্ভারের নির্ভরযোগ্যতা, সরবরাহের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

‘ইউসিবি স্টক ব্রোকারেজ’ নামে ইউসিবি ক্যাপিটাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ট্রেকহোল্ডার (ডিএসই ট্রেক#১৮১) ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের নাম ও আইডি পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটির নতুন নাম ”ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেড”। কোম্পানিটির তিন ডিজিটের আইডিও পরিবর্তন করা হয়েছে। এখন থেকে ইউসিবির আইডি হবে ’ইউবিআর’।

আগামী সোমবার ২২ ফেব্রুয়ারি থেকে ইউসিবির নতুন নাম ও আইডি কারযকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএইচ

দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ২১৩ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে উঠে রবির শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ২০ লাখ টাকার।

৪১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আসা ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বেক্সিমকো ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, বিকন ফার্মা, জিবিবি পাওয়ার ও গ্রামীণ ফোন লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

  1. বেক্সিমকো লিমিটেড
  2. রবি আজিয়াটা
  3. বিএটিবিসি
  4. বেক্সিমকো ফার্মা
  5. লংকা বাংলা ফাইন্যান্স
  6. স্কয়ার ফার্মা
  7. সামিট পাওয়ার
  8. বীকন ফার্মা
  9. জেবিবি পাওয়ার
  10. গ্রামীণফোন লিমিটেড।

ডিএসইতে ৬৯৪ ও সিএসইতে ২৩ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়

বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৪৭৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৪২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪.৮২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ১৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৬৩ কোটি ৮৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৫৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭৬টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪৪টির। আর দর অপরিবর্তিত আছে ১২৬টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, স্কয়ার ফার্মা, সামিট পাওয়ার, বীকন ফার্মা, জেবিবি পাওয়ার ও গ্রামীণফোন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২০.০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৬টির, কমেছে ১১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৫৩লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ৩৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এইচ