লকডাউনে এনার্জিপ্যাকের ওয়ান-স্টপ হটলাইন- ‘১৬৫৯১’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিদ্যুৎ ও জ্বালানি খাতের দেশের শীর্ষস্থানীয় গ্রুপ এনার্জিপ্যাক দেশের প্রতি দায়িত্ব পালনের প্রচেষ্টায় লকডাউন চলাকালীন সকল প্রটোকল মেনে গ্রাহকদের জরুরি সেবা প্রদানে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে।

লকডাউন চলাকালীন প্রটোকলের অধীনে এনার্জিপ্যাক প্রদত্ত সেবাসহ নির্দিষ্ট কিছু জরুরি সেবার কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

এনার্জিপ্যাক গ্রুপের গুরুত্বপূর্ণ সেবা ও পণ্যসমূহ, যেমন- বৈদ্যুতিক অ্যাকসেসরিজ, ট্রান্সফর্মার, বিদ্যুৎ সংযোগের সরঞ্জাম, জ্বালানি এবং জ্বালানি সমাধান ইত্যাদি, লকডাউন চলাকালীনও পাওয়া যাবে। ব্যক্তিগত ও আবাসিক ক্ষেত্রের পাশপাশি বাণিজ্যিক (কারখানা ও উৎপাদন সম্পর্কিত কাজ) এবং কৃষি ক্ষেত্রে জরুরি প্রয়োজনে যোগাযোগ করলে সেবা প্রদান করবে এনার্জিপ্যাক। এনার্জিপ্যাক গ্রাহকদের জন্য একটি নির্দিষ্ট হেল্পলাইন নাম্বার চালু করেছে: ১৬৫৯১।

গ্রাহকরা এই নাম্বারে যেকোন সময়, যেকোন স্থান থেলে কল করে এনার্জিপ্যাক থেকে তাদের প্রয়োজনীয় পণ্য ও সেবা অর্ডার দিতে পারবেন। এই হেল্পলাইনের মাধ্যমে সকল প্রকার বিদ্যুৎ, জ্বালানি ও বিদ্যুৎ সংক্রান্ত সেবা পাওয়া যাবে। লাইট, সার্কিট ব্রেকার, সুইচ, সকেট, ফ্যান, সোলার সিস্টেম, এলপিজি, জেনারেটর, ট্রান্সফর্মার, সাবস্টেশন ইনস্টলেশন ও মেরামত, জেএসি বাণিজ্যিক বাহন, খননকারী যন্ত্র, ফর্কলিফট, কৃষি যন্ত্রপাতি সরবরাহ ও মেরামত ইত্যাদি ক্ষেত্রে অর্ডার দেয়ার ২-৩ ব্যবসায়িক কর্মদিবসের মধ্যে সারাদেশে জরুরি সমাধান ও সরবরাহ করা হবে। সেবা গ্রহণ ও বিতরণ কার্যক্রমের সাথে জড়িতদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এনার্জিপ্যাক সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিক হোটেলের সাবসিডিয়ারিতে বিনিয়োগ করবে নেবরাস পাওয়ার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের একটি সাবসিডিয়ারি কোম্পানিতে বিনিয়োগ করবে নেবরাস পাওয়ার ইনভেষ্টমেন্ট ম্যানেজমেন্ট। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

সাবসিডিয়ারি কোম্পানি ইউনিক মেঘনাঘাট পাওয়ার লিমিটেডের ১১.৭৬ শতাংশ শেয়ার অধিগ্রহণ করবে। এক্ষেত্রে সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার দর অভিহিত মূল্য তথা ১০টাকা ধরা হয়েছে।

এই বিদ্যুৎ কেন্দ্রটিতে ৪টি ধাপে মোট ২,৪০,৬৮,৮০০ মার্কিন ডলার দিয়ে বিনিয়োগ করবে নেবরাস পাওয়ার।

এই বিদ্যুৎ কেন্দ্রটি নারায়নগঞ্জে মেঘনাঘাটে অবস্থিত ৫৮৪ মেগাওয়াটের চলমান প্রক্রিয়াধীন বিদ্যুৎকেন্দ্র।

এই বিদ্যুৎ কেন্দ্রটিতে বিনিয়োগ করেছে আর্থিক প্রতিষ্ঠান স্ট্রাটেজিক ফাইন্যান্স লিমিটেড ও জিই ক্যাপিটাল গ্লোবাল এনার্জি ইনভেস্টমেন্ট।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে ডিএসইতে পিই বেড়েছে ০.০৩ পয়েন্ট

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ০.০৩ পয়েন্ট বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৬.৯০ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৬.৯৩ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.১৮ শতাংশ বেড়েছে।

সপ্তাহ শেষে ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৭.৫০ পয়েন্টে। এছাড়া তথ্যপ্রযুক্তি খাতের ১৪.৬২ পয়েন্টে, বস্ত্র খাতের ২৪.৩৮ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতের ১৭.৭৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৮.৯৫ পয়েন্টে, বীমা খাতের ২০.১৯ পয়েন্টে, বিবিধ খাতের ৫০.২০ পয়েন্টে, খাদ্য খাতের ১২.৩৩ পয়েন্টে, বিদ্যুৎ ও জ্বালানি খাতের ১০.৬৫ শতাংশ, চামড়া খাতের (-) ১৩.৫৮ পয়েন্টে, সিমেন্ট খাতের ৪১.০৬ পয়েন্টে, আর্থিক খাতের ৫২.০৯ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতের ৪৭.৪৬ পয়েন্টে, পেপার খাতের ৬৬.০৪ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতের ১৩.১২ পয়েন্টে, সেবা ও আবাসন খাতের ১৫.৭৩ পয়েন্টে, সিরামিক খাতের ২৭.৭৩ পয়েন্টে এবং পাট খাতের পিই (-) ৪১.৭৪ পয়েন্টে অবস্থান করছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ২০৪ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৯০ কোটি ৯৫ লাখ টাকার।

বাংলাদেশ ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ৮৫ কোটি ৫৯ লাখ টাকার।

এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের ৫৫ কোটি ৬০ লাখ, সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৪১ লাখ, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের ৪৮ কোটি ৮৯ লাখ, বেক্সিমকো ফার্মার ৪৫ কোটি ২৯ লাখ, সোনার বাংলা ইন্স্যুরেন্সের ৪৫ কোটি ২ লাখ, লংকাবাংলা ফাইন্যান্সের ৪৪ কোটি ৩১ লাখ, লাফার্জহোলসিম বিডির ৪৩ কোটি ৪৭ লাখ টাকার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ডিএসইতে বাজার মূলধন বেড়েছে ৩,৫১৫ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৩,৫১৫ কোটি টাকা বেড়েছে। এসময় গত সপ্তাহের তুলনায় সূচক বাড়লেও কমেছে লেনদেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, সর্বশেষ সপ্তাহে মোট ৪ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ২ হাজার ১৯ কোটি ২২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ২ হাজার ৩২৪ কোটি ৬৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৩.১৪ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৫০৪ কোটি ৮০ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ৮.৫৮ শতাংশ বেড়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৪৬৪ কোটি ৯২ লাখ টাকার উপরে।

গত সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫৫.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩১০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৬.৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২০২৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১১.৪২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১২০৯ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৭৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৭ টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৬০টির শেয়ার ও ইউনিটের দর। আর ৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৪ লাখ ৫৯ হাজার ২৩৯ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৪ লাখ ৬২ হাজার ৭৫৪ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৩,৫১৫ কোটি টাকা বা ০.৭৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/