Month: November 2024
দিনশেষে লেনদেনের শীর্ষে বেক্সিমকো লিমিটেড
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে,কোম্পানিটির ১২৫ কোটি ৩৫ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কনফিডেন্স সিমেন্টের লেনদেন হয়েছে ৭৬ কোটি ৩২ লাখ ৬ হাজার টাকার।
৬৬ কোটি ৪২ লাখ ৪৩ হাজার টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে লাফার্জ হোলসিম ।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ডাচবাংলা ব্যাংক, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নর্দার্ন ইন্সুরেন্স, লংকাবাংলা ফাইনান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স এবং গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
ফাইন্যান্স কোম্পানি আইন-২০২১ এর খসড়া অনুমোদন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সভা পরবর্তি ব্রিফিং এ তথ্য জানিয়েছেন শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
আজ অনুষ্ঠিত মন্ত্রিসভা-বৈঠকে বিবেচিত বিষয়সমূহের মধ্যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১ এর খসড়াসহ আরও ছিলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের বাংলাদেশ হোমিওপ্যাথি চিকিৎসা শিক্ষা আইন ২০২১ এর খসড়ার নীতিগত, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের বিরোধীদলীয় নেতা এবং উপনেতা আইন ২০২১ এর চুড়ান্ত অনুমোদন।
এছাড় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়া অনুমোদন।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
- বেক্সিমকো লিমিটেড
- কনফিডেন্স সিমেন্ট
- লাফার্জ হোলসিম বিডি
- ডাচ বাংলা ব্যাংক
- ইফাদ অটোস
- মার্কেন্টাইল ব্যাংক
- নর্দার্ণ ইন্স্যুরেন্স
- লংকা বাংলা ফাইন্যান্স
- পাইওনিয়ার ইন্স্যুরেন্স
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
উভয় শেয়ারবাজারে কমেছে সূচক ও লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এদিন সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৯৯০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৮৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৭৩৬ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১৪৯ কোটি ২১ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৫৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৩টির, আর দর অপরিবর্তিত আছে ৫৪টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, লাফার্জ হোলসিম বিডি, ডাচ বাংলা ব্যাংক, ইফাদ অটোস, মার্কেন্টাইল ব্যাংক, নর্দার্ণ ইন্স্যুরেন্স, লংকা বাংলা ফাইন্যান্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স ও গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩৫৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৬৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৯টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৮ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১০৯ কোটি ২ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও জিবিবি পাওয়ার লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
কক্সবাজার রুটে ইউএস-বাংলা ও নভোর ফ্লাইট শুরু কাল
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় প্রায় দুই মাস বন্ধ থাকার পর আগামীকাল মঙ্গলবার থেকে ইউএস-বাংলা ও নভোএয়ার ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু করতে যাচ্ছে। সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করোনাকালীন সব ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনেই ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে এয়ারলাইনসন দুটির কর্তৃপক্ষ।
ইউএস-বাংলা জানিয়েছে, তারা প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে সকাল ৯টা ৩০ মিনিট ও দুপুর ৩টা ৩০ মিনিটে কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ০৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইট উড্ডয়ন করবে। ইউএস-বাংলা ঢাকা-কক্সবাজার-ঢাকা রুটে আটটি বিজনেস ক্লাসসহ ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্যে মোট চার হাজার ২৯৯ টাকা ও রিটার্নসহ ভাড়া আট হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
নভোএয়ার জানিয়েছে, তারা ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকেল ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিটে ও বিকেল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
এলপি গ্যাসের দাম আরেক দফা কমল
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী— বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ভ্যাটসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল ১ জুন থেকে নতুন নির্ধারিত এ মূল্য কার্যকর হবে।
তবে উৎপাদন পর্যায়ে ব্যয় পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির এলপিজির দাম পরিবর্তন করা হয়নি। সরকারি খাতের সাড়ে ১২ কেজি এলপিজির দাম আগের ৫৯১ টাকাই থাকছে।
আর গাড়িতে ব্যবহৃত এলপিজির নতুন দাম প্রতি লিটার ৪১ টাকা ৭৪ পয়সা। আগে এটি ছিল ৪৪ টাকা ৭০ পয়সা।
সোমবার (৩১ মে) জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
গত ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল সংস্থাটি। সেসময় বলা হয়েছিল, বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে দাম সমন্বয় করা হবে। ঘোষণা অনুযায়ী গত ২৯ এপ্রিল প্রথম দফা দাম সমন্বয় করা হয়।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সৌদি সিপি, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও ব্যাংকিং হারে পরিবর্তন বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।
দাম কার্যকর প্রসঙ্গে তিনি বলেন, কেউ নির্ধারিত দামের কমে বিক্রি করতে পারে। কিন্তু বেশি দামে বিক্রি করা যাবে না। কমিশনঘোষিত মূল্যহার বাস্তবায়নে স্থানীয় প্রশাসন যাতে ভূমিকা রাখতে পারে, সে জন্য বাণিজ্যসচিব ও জ্বালানিসচিবকে চিঠি দেয়া হয়েছে।
ভার্চুয়াল সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য মোহম্মদ আবু ফারুক, মকবুল ই ইলাহি চৌধুরী, মোহাম্মদ বজলুর রহমান ও মো. কামরুজ্জামান।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
লংকা বাংলা ফাইন্যান্সের বোর্ড সভা আজ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ ৩১ মে অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
বাংলাদেশে ব্যবসার নিবন্ধন নিয়েছে গুগল, অ্যামাজন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দুটি।
বাংলাদেশে ব্যবসার জন্য বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিয়েছে বিশ্বের অন্যতম বড় দুই টেক-জায়ান্ট গুগল ও অ্যামাজন।
নন-রেসিডেন্সিয়াল প্রতিষ্ঠান হিসাবে প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে গত সপ্তাহে এ দুটি প্রতিষ্ঠানকে বিআইএন দেয়া হয়েছে। এখন বাংলাদেশ থেকে প্রাপ্ত সব আয়ের ওপর ১৫ শতাংশ ভ্যাট দেয়ার পাশাপাশি বছর শেষে মোট টার্নওভারের রিটার্ন দেবে কোম্পানি দুটি।
এর ফলে ভবিষ্যতে এসব প্রতিষ্ঠানের বাংলাদেশে অফিস স্থাপনের প্রক্রিয়া এগোনোর পাশাপাশি ফেসবুক, ইউটিউবের মতো প্রতিষ্ঠানগুলোর নিবন্ধনের পথ তৈরি হলো মনে করছেন এনবিআর কর্মকর্তারা।
ভ্যাট অনলাইন প্রকল্পের প্রকল্প পরিচালক কাজী মোস্তাফিজুর রহমান বলেন, “সোমবার গুগল এবং বৃহস্পতিবার অ্যামাজনকে নিবন্ধন নাম্বার দিয়েছি”।
“বাংলাদেশে এ দুটি প্রতিষ্ঠানের কনসালটেন্ট প্রাইসওয়াটারহাউসকুপারস কে নিবন্ধনের কপি হস্তান্তর করেছি,” যোগ করেন মোস্তাফিজুর রহমান।
এর আগে এনবিআরের চাপে এজেন্ট নিয়োগের মাধ্যমে বাংলাদেশে ব্যবসা করেছে ফেসবুক। ফেসবুকের বাংলাদেশ এজেন্ট এইচটিটিপুল এনবিআরকে ভ্যাট পরিশোধ করেছে। তবে এখনো দেশে নিবন্ধন নেই ফেসবুকের।
বর্তমানে বিশ্বের ৪০টি দেশে গুগলের ৭০টি অফিস রয়েছে, অন্যদিকে অ্যামাজনের রয়েছে বিশ্বজুড়ে ১৭টি দেশে অফিস।
উভয় প্রতিষ্ঠানেরই ভারতে স্থানীয় কর্মক্ষেত্র রয়েছে, এমনকি হায়দ্রাবাদে অ্যামাজনের সবচেয়ে বড় অফিসটি অবস্থিত।
গুগল তার জনপ্রিয় সার্চ ইঞ্জিন, ইমেল পরিষেবা, ওয়েব ব্রাউজার এবং আরও বিভিন্ন অনলাইন সেবার জন্য পরিচিত। প্রতিদিন আমরা কত কাজে যে গুগল ব্যবহার করি, তার ইয়ত্তা নেই।
২০২০ সালে গুগলের ১৮১ বিলিয়ন ডলারের রাজস্বের বিরাট অংশ এসেছে এর মালিকানাধীন বিজ্ঞাপন পরিষেবা, গুগল এডস থেকে।
অন্যদিকে বাজার মূল্যের ভিত্তিতে অ্যামাজন বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর একটি। ২০২১ সালের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অ্যামাজনের বাজার মূল্য ছিল ১.৭ ট্রিলিয়ন ডলার।
স্টকমার্কেটবিডি.কম/