সাউথ বাংলা ব্যাংক ইসলামী ব্যাংকিং উইন্ডো’র উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের শরিয়াহভিত্তিক ইসলামী ব্যাংকিং উইন্ডো ‘এসবিএসি ইসলামী ব্যাংকিং’ আজ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয় থেকে ভার্চুয়াল কনফারেন্সে শুভ উদ্বোধন করা হয়েছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কনফারেন্সে সংযুক্ত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস. এম. আমজাদ হোসেন।

অনুষ্ঠানে এসবিএসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, পরিচালনা পর্ষদের সদস্য ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন ও ইঞ্জিনিয়ার মোঃ মোখলেসুর রহমান, শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, শরিয়াহ কমিটির সদস্য মু. ফরীদ উদ্্দীন আহমাদ, মাওলানা মোঃ ছাদেকুল ইসলাম, অধ্যাপক ড. মোঃ আবদুল কাদির, ড. মোঃ মহব্বত হোসেন, ড. মুহাম্মদ রুহুল আমিন রব্বানী প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মোঃ কামাল উদ্দিন, শরিয়াহ্ মেম্বর সেক্রেটারি মোঃ মোকাদ্দেস আলী, ইসলামী ব্যাংকিং ডিভিশনের প্রধান মোঃ আবু বায়েজীদ সেখসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান ও শীর্ষ নির্বাহীরা অংশগ্রহণ করেন।

এখন থেকে ব্যাংকের প্রিন্সিপাল শাখা, বনানী শাখা, ইমামগঞ্জ শাখা (ঢাকা), আগ্রাবাদ শাখা (চট্টগ্রাম), ইসলামপুর শাখা (সিলেট), খুলনা শাখা, ভোমরা শাখা (সাতক্ষীরা), কাটাখালী শাখা (বাগেরহাট), রাজশাহী শাখা এবং বরিশাল শাখায় ইসলামী ব্যাংকিং উইন্ডোর মাধ্যমে গ্রাহকরা ইসলামী ব্যাংকিং সেবা নিতে পারবেন।

অনুষ্ঠানে অতিথিরা বলেন, ইসলামে ব্যবসাকে হালাল এবং সুদকে হারাম করা হয়েছে। এসবিএসি ব্যাংক জনগণকে সুদমুক্ত ব্যাংকিং সেবা প্রদান করতে চায়। এক্ষেত্রে শরিয়াহ্ বিধিবিধান পুরোপুরি পালন করা হবে। ভবিষ্যতে ব্যাংকটিকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরেরও আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

ছাদে বাগান করলে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স মওকুফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, সবুজায়নের মাধ্যমে ঢাকাকে একটি অক্সিজেন হাব হিসেবে গড়ে তোলা হবে, ছাদ বাগান করলে মওকুফ করা হবে ১০ শতাংশ হোল্ডিং ট্যাক্স।

আজ বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা মাঠে ডিএনসিসির ‘বৃক্ষরোপন অভিযান-২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ডিএনসিসি মেয়র এসব কথা বলেন।

তিনি বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, খালের পাড়, রেললাইনের ধার, লেকের পাড়, শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা ও সুবিধাজনক স্থানে টিম গ্রুপের পক্ষ থেকে দেয়া সর্বমোট ২ লক্ষ গাছের চারা রোপন করা হবে।

মো. আতিকুল ইসলাম বলেন, সবার বাসযোগ্য একটি সুস্থ ও সুন্দর নগরী গড়ে তোলার লক্ষ্যে সুবিধাজনক স্থানসমূহে পর্যাপ্ত সংখ্যক গাছের চারা রোপন ও পরিচর্যার জন্য ডিএনসিসির পাশাপাশি সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে।

ডিএনসিসি মেয়র বলেন, নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্যই বিভিন্ন প্রজাতির গাছের চারা লাগিয়ে সেগুলোর পরিচর্যা করতে হবে। শূন্য থেকে দুই বছর বয়সী সকল শিশুকে জন্ম সনদের সাথে সাথে লংকা বাংলা ফাইনান্সের অর্থায়নে জিও ব্যাগে করে একটি করে গাছের চারা উপহার দেয়া হবে।

মেয়র আতিকুল আরও বলেন, কংক্রিটের ঢাকা থেকে বাঁচতে হলে বিশুদ্ধ অক্সিজেনের জন্য গাছের কোনো বিকল্প নেই। তাই আমাদের সকলকে নিজেদের প্রয়োজনেই গাছ লাগাতে হবে।

তিনি বলেন, জলবায়ুর বিরুপ প্রভাব মোকাবেলায় পরিবেশের উন্নয়নে কাজ করতে হবে এবং পানিসহ সকল প্রাকৃতিক সম্পদের অপচয় রোধ করে সেগুলোর পরিমিত ব্যবহার নিশ্চিত করতে হবে।

উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে আতিকুল বলেন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত ২৪টি জায়গাকে খেলার মাঠে রুপান্তরিত করা হচ্ছে। করোনা মহামারীর পরপরই ৮টি মাঠ খুলে দেয়া হবে।

মো. আতিকুল ইসলাম আরও বলেন, ঢাকা একটি অপরিকল্পিত নগরী সঠিক পরিকল্পনায় এই নগরীকে গড়ে তোলা হয়নি, তাই ডিএনসিসির নতুন ১৮টি ওয়ার্ডকে সময়োপযোগী পরিকল্পনা মোতাবেক গড়ে তোলা হবে।

এসময় ডিএনসিসি মেয়র বাণিজ্য মেলা মাঠে গাছের চারা রোপন করে এর শুভ উদ্বোধন করেন। তিনি বেশ কয়েকটি শিশুর অভিভাবকের নিকট একটি করে গাছের চারাসহ জন্মসনদ হস্তান্তর করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে নাহিদ ইজাহার খান (এমপি), বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজাসহ ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে ২ ঘন্টা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে করোনা ভাইরাস সংক্রমনের বিদ্যমান পরিস্থিতিতে সরকার ঘোষিত কঠোর লকডাউনে শেয়ারবাজারে লেনদেন হবে প্রতিদিন দুই ঘন্টা করে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, লকডাউনের সময় লেনদেন সকাল ১০টা হতে বেলা ১টা পর্যন্ত চলবে। প্রিওপেনিং সেশন সকাল ৯:৪৫ মিনিট হতে সকাল ১০টা পর্যন্ত এবং পোস্ট ক্লোজিং সেশন বেলা ১টা হতে ১:১৫ মিনিট পর্যন্ত চলবে।

আগামী ১ জুলাই ২০২১ তারিখে ব্যাংক হলিডে থাকায় লেনদেন বন্ধ থাকবে।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সপ্তাহে সোমবার হতে বৃহস্পতিবার উপরোক্ত সময়সূচী অনুযায়ী লেনদেন চলবে এবং রবিবার ব্যাংক বন্ধ থাকায় লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকা বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত আইএফআইসি ব্যাংকের ৫০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডের ট্রাস্টি এবং ম্যান্ডাটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করছে যথাক্রমে সেনা কল্যাণ ইস্যুরেন্স কোম্পানি এবং স্ট্যান্ডার্ড চাটার্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

ওরিয়ন ইনফিউশনের ৩ মাসের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৪ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৩৮ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২.৯৫ টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ ছিল ১২.৬০ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

ওরিয়ন ফার্মার ৩য় প্রান্তিকের আয় বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্তি রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৯৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬১ টাকা। এই প্রান্তিকে কোম্পানিটির আয় বেড়েছে।

আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৯৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.৭৫ টাকা।

এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৭৮.৭৮ টাকা। যা ২০২০ সালের ৩১ মার্চ ছিল ৭৬.৬৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এস

মোস্তফা মেটাল শেয়ারবাজার থেকে ১১ কোটি টাকা তুলবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা (এসএমই) খাতের কোম্পানি মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ১০ টাকা দামে ১ কোটি ১০ লাখ শেয়ার বিক্রি করে শেয়ারবাজার থেকে ১১ কোটি টাকার মূলধন উত্তোলন করবে।

বুধবার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৭৮০তম নিয়মিত কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়।

৩০ ডিসেম্বর ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৭৬ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১০.৯০ টাকা।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়ম অনুযায়ী, শুধু যোগ্য বিনিয়োগকারী বা প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এমন শেয়ারে বিনিয়োগ করতে পারবেন।

বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে ক্ষুদ্র ও মাঝারি খাতকে দীর্ঘমেয়াদী অর্থায়নের সরকারি পরিকল্পনা বাস্তবায়নেই মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজকে টাকা তোলার অনুমোদন দেওয়া হয়েছে।

কোম্পানিটি এ অর্থ দিয়ে ব্যাংক ঋণ পরিশোধ, মূলধন বৃদ্ধি ও ব্যবস্থপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে এনবিএল ক্যাপিটাল এন্ড ইক্যুটি ম্যানেজমেন্ট ও স্বদেশ ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

এস. এম. বখতিয়ার আলম আইএফআইএলের নতুন চেয়ারম্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এস. এম. বখতিয়ার আলম ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) এর পরিচালনা বোর্ড এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

গত ২৮ জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির ২৮৫তম পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জনাব এস. এম. বখতিয়ার আলম আইএফআইএল এর একজন উদ্যোক্তা পরিচালক।

ইতিপূর্বে তিনি অত্র প্রতিষ্ঠানের বোর্ড, নির্বাহী ও অডিট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৪ সনে প্রফিসি ফার্নিশার্স প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে দেশের প্রথম ১০০% রপ্তানীমুখী ফার্নিচার প্রতিষ্ঠান প্রফিসি ফার্নিশার্র্স লিমিটেডও প্রতিষ্ঠা করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি অনার্সসহ এমএসসি ডিগ্রী অর্জন করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজীবন রেজিষ্ট্রার্ড গ্রাজুয়েট এবং ঢাকা ক্লাবের স্থায়ী সদস্য। তিনি ইষ্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান, প্রতিষ্ঠাতা ট্রেজারার ও বর্তমান বোর্ড অব ট্রাস্টির একজন সদস্য। এছাড়াও তিনি বেশকিছু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। জনাব বখতিয়ার আলম অলাভজনক প্রতিষ্ঠান ‘হিল বাংলাদেশ ফাউন্ডেশন’এর চেয়ারম্যান এবং বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর-এর একজন চার্টার্ড সদস্য।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ