আসন্ন জাতীয় বাজেটে সিএসই এর ৫টি প্রত্যাশা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন জাতীয় বাজেটে শেয়ারবাজারকে সমৃদ্ধ ও স্থিতিশীলতা আনয়নে চিটাগাং স্টক এক্সচেঞ্জ (সিএসই) ৫টি প্রত্যাশার কথা জানিয়েছে।

আজ বুধবার (২ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিসিএসই এর চেয়ারম্যান আসিফ ইব্রাহিম আসন্ন বাজেট নিয়ে নিম্নোক্ত বিষয়গুলোর ব্যাপারে মোট ৫টি প্রত্যাশা ব্যক্ত করেন:

১। কর্পোরেট করহারের পুনর্বিন্যাস:

তালিকাভুক্ত কোম্পানীসমূহের জন্য বিদ্যমান কর হার ২৫% থেকে কমিয়ে ২০% করা যেতে পারে।তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানীর মধ্যকার করহারের পার্থক্য বৃদ্ধি পেলে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানী তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে যা শেয়ারবাজারকে সমৃদ্ধ করবে এবং স্বচ্ছ কর্পোরেট রিপোর্টিং এর মাধ্যমে রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়তা করবে।

২। নতুন তালিকাভুক্ত কোম্পানীসমূহের জন্য কর রেয়াতের সময়সীমা বৃদ্ধিকরণ:

নূন্যতম ২০% শেয়ার IPO- এর মাধ্যমে হস্তান্তর করলে আয়কর রেয়াত লাভের বিদ্যমান সু্যোগ শর্ত সাপেক্ষে নিন্মোক্তভাবে তিন বছর পর্যন্ত বর্ধিত করা যেতে পারে:

তালিকা ভুক্তির বছর ১০% এর পরের ২য় ও ৩য় বছর ৫% হারে কর রেয়াত করা যেতে পারে। কর রেয়াতের বছর সমূহে “A” category বজায় রাখতে হবে।

অনেক বিধি বিধান পরিপালন করে তালিকাভূক্ত হয়। কর রেয়াতের কারণে অতালিকাভূক্ত কোম্পানিসমূহ তালিকাভুক্ত হতে উৎসাহিত হবে। এতে শেয়ারবাজারে গুণগত মানসম্পন্ন শেয়ারের যোগান বাড়বে যা বাজারে লেনদেন বৃদ্ধি ও স্থিতিশীলতা আনয়নে মুখ্য ভূমিকা পালন করবে। যা GDP তে শেয়ারবাজারের অবদানকে আরো বৃদ্ধি করবে।

৩। SME কোম্পানী সমূহের জন্য নতুন কর হার নির্ধারণ:

শেয়ারবাজারে তালিকাভুক্তি উৎসাহিত করার লক্ষ্যে SME কোম্পানীসমূহের জন্য তালিকাভুক্ত হওয়ার বছর থেকে ৫ বছরের জন্যে ১০% হারে কর নির্ধারণ করা যেতে পারে।

সাধারণত স্বম্পমূলধনী কোম্পানী সমূহ প্রাইভেট লিমিটেড হিসেবে নিবন্ধিত হয়। এসব প্রতিষ্ঠানের কর্পোরেট কাঠামো দুর্বল হওয়াতে সরকারের তেমন কোন রাজস্ব আদায় হয় না। পুঁজিবাজারের SME বোর্ডের নিয়ম অনুযায়ী তালিকাভুক্ত হলে অধিক সংখ্যক কোম্পানি প্রাইভেট লিমিটেড থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হবে।

৪। ব্যাক্তি শ্রেণীর করদাতাদের করমুক্ত লভ্যাংশের সীমা বৃদ্ধিকরণ :

করমুক্ত লভ্যাংশের সীমা ৫০ (পঞ্চাশ) হাজার টাকা থেকে ২,০০,০০০ টাকাতে নির্ধারণ করা যেতে পারে।

৫। তালিকা ভূক্ত / অতালিকাভূক্ত বন্ডের সুদ আয়ের উপর কর অব্যাহতি :

বর্তমানে শুধুমাত্র জিরো কূপন বন্ড থেকে প্রাপ্ত আয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান ব্যাতিরেকে করমুক্ত। দেশের অর্থনীতির আকার এবং ব্যাংকিং খাতের অস্থিরতার প্রেক্ষিতে একটি শক্তিশালী বন্ড মার্কেট তৈরি করা অতি জরুরী। এই পদক্ষেপ শেয়ারবাজারের পাশাপাশি আর্থিক খাতেও শৃঙ্খলা আনয়ন করতে পারে। সে কারণে নতুন ভাবে একটি বন্ড মার্কেট তৈরি করার লক্ষ্যে সকল প্রকার বন্ড থেকে প্রাপ্ত আয় কে কর মুক্ত করা প্রয়োজন এবং জিরো কূপন বন্ড থেকে প্রাপ্ত আয়ের করমুক্ত সুবিধা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান সহ সকল করদাতাকে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

স্টকমার্কেটবিডি.কম/

এনার্জিপ্যাক ইলেকট্রনিকস ও এমপিডব্লিউআরএনআরজিওয়াইয়ের চুক্তি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

যৌথ উদ্যোগে বাংলাদেশে সোলার পার্ক নির্মাণে সম্প্রতি এমপিডব্লিউআরএনআরজিওয়াই পিটিই লিমিটেডের (সিঙ্গাপুর) সাথে একটি যৌথ উনয়ন চুক্তি (জেডিএ) স্বাক্ষর করেছে এনার্জিপ্যাক ইলেক্ট্রনিকস লিমিটেড। এ চুক্তির লক্ষ্য পরিবেশবান্ধব জ্বালানি (ক্লিন এনার্জি) উৎপাদনে বাংলাদেশের লক্ষ্যপূরণে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে দেশের অগ্রগতিতে ভূমিকা রাখা।

এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেড দেশে নির্ভরযোগ্য ও কার্যকর জ্বালানি সমাধান প্রদানের মাধ্যমে জ্বালানি খাতে অবদান রেখে চলেছে। অন্যদিকে, সিঙ্গাপুরের প্রতিষ্ঠান এমপিডব্লিউআরএনআরজিওয়াই সবুজ প্রযুক্তি উৎপাদন, স্থাপন ও পরিচালনায় কাজ করে।

প্রস্তাবিত সোলার পার্ক টেকসই এবং পর্যাপ্ত পরিমাণে সৌর শক্তি উৎপাদন করবে, যা নবায়নযোগ্য এবং বিনামূল্যে জ্বালানির উৎস। এটি জীবাশ্ম জ্বালানির মতো সীমিত নয় এবং এটি কার্বন ডাই অক্সাইড (সিও২) তৈরি করে না। কার্বন ডাই অক্সাইড বায়ুমন্ডলে আটকা পড়ে এবং এর ফলে পৃথিবী আরও বেশি তাপ ধরে রাখে, যা জলবায়ুতে নেতিবাচক প্রভাব ফেলে। এই সোলার প্লান্টগুলো দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি (পিপিএ) বা বাংলাদেশ সরকার অনুমোদিত বিদ্যমান নেট মিটারিং সিস্টেমের অধীনে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করবে।

এই যৌথ চুক্তির লক্ষ্য হলো বৈদ্যুতিক সমাধান প্রদানকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এনার্জিপ্যাক’র শক্তি এবং এমপিডব্লিউআরএনআরজিওয়াই-এর বৃহৎ আকারের সৌরবিদ্যুৎ প্রকল্প উন্নয়ন ও সম্পাদনের অভিজ্ঞতার সমন্বয় করা।

এ ব্যাপারে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেডের ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন বিভাগের প্রধান আহমেদ মাশরুর হুদা বলেন, ‘সোলার পার্ক নিরাপদ এবং স্থানীয়ভাবে উৎপাদিত শক্তি প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে এসডিজি পূরণের জন্য পরিচ্ছন্ন ও নবায়নযোগ্য শক্তির বিকাশ বাংলাদেশের পক্ষে অত্যাবশ্যক হয়ে উঠেছে। তাছাড়া, দেশের গ্রামীণ অঞ্চলে অসংখ্য মানুষ এখনও বিদ্যুতের আওতাভুক্ত না, যা তাদের জীবনযাত্রাকে নেতিবাচকভাবে প্রভাবিত করে। সুতরাং, টেকসই সোলার পার্ক তৈরির মাধ্যমে আমাদের জনগণের ক্রমবর্ধমান শক্তির চাহিদা মেটানোর এবং জীবনযাত্রার মান উন্নত করার সম্ভাবনা রয়েছে।’

এমপিডব্লিউআরএনআরজিওয়াই’র সহ-প্রতিষ্ঠাতা নাবিল ইসমির বলেন, ‘বাংলাদেশে বিশ্বের অন্যতম বৃহত্তম ডোমেস্টিক এনার্জি প্রোগ্রাম রয়েছে। সোলার পিভি জেনারেশন বাস্তবায়নের অনেক সুবিধা আছে। কার্বন এবং অন্যান্য দূষণকারী পদার্থের নির্গমন অনেক অংশে কমে যায়। স্বল্প ব্যয়বহুল এলসিওইয়ের সুবিধা গ্রহণ করলে বাংলাদেশি গ্রাহকদের জন্য আরও ভাল দাম নিশ্চিত করা সম্ভব হবে। বাংলাদেশের জন্য গ্রিডে নবায়নযোগ্য এনার্জি একীভূতকরণ, শক্তির সঞ্চয়স্থানের উন্নতি ও স্থায়িত্ব নিশ্চিত করার মতো অতিরিক্ত সমাধান কার্যকর করার এটিই সঠিক সময়। তাই, আমরা এ বিষয়ে এনার্জিপ্যাক ইলেকট্রনিকস লিমিটেডের সাথে সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পেরে অত্যন্ত আনন্দিত।’

স্টকমার্কেটবিডি.কম/

আম চাষীদের এসআইবিএলের বিনিয়োগ বিতরণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) উদ্যোগে সাতক্ষীরার কলারোয়া উপজেলার আম চাষীদের মাঝে ৪ শতাংশ মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের প্রণোদনা সহায়তার আওতায় এসআইবিএল ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া এবং এর সহযোগী সংস্থা উত্তরণ ও জাগরণী চক্র ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই ৪ শতাংশ মুনাফায় প্রায় অর্ধশত আম চাষীর মাঝে বিনিয়োগ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নূরুল ইসলাম, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সোশ্যাল ইসলামী ব্যাংকের সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক মো. রাশিদুল ইসলাম ও সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার কমোডিটি ম্যানেজার ড. নাজমুন নাহারসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ট্রেড শোতে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি দিবে বিসিক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে তিন দিনব্যাপী ট্রেড শোতে অংশ নিতে ইচ্ছুক রফতানিমুখী প্রতিষ্ঠানকে এন্ট্রি ফিয়ের ওপর ভর্তুকি দেয়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)।

বিসিকের পরিচালক আলমগীর হোসেন (বিপণন ও নকশা) স্বাক্ষরিত এক পরিপত্রে বলা হয়, আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর দুবাইয়ে ‘সুপার সোর্স দুবাই’ শীর্ষক ট্রেড শো অনুষ্ঠিত হবে। ইভেন্টের ৯ বর্গফুট বুথের জন্য তিন লাখ ৬২ হাজার টাকা অংশগ্রহণ ফি ধরা হয়েছে।

তবে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ব্যবসায় সহায়ক নীতিমালা অনুযায়ী অংশগ্রহণকারী প্রতিষ্ঠানকে ভর্তুকি প্রদান করা হবে।

জানা যায়, যেসব প্রতিষ্ঠানের রফতানি আয় ১০ মিলিয়ন মার্কিন ডলার বা আরও বেশি তাদের ২০ শতাংশ হারে, যাদের রফতানি আয় ৫-১০ মিলিয়ন তাদের ৩৫ শতাংশ হারে, যাদের পাঁচ মিলিয়নের নিচে তাদের ৪৫ শতাংশ ও যাদের কোনো রফতানি আয় নেই তাদের ৫০ শতাংশ হারে ভর্তুকি প্রদান করা হবে।

অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে বিসিকের নিবন্ধিত আগ্রহী উদ্যোক্তাদের আগামী ১৭ জুনের মধ্যে বিসিক অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ফাঁকির সাড়ে ৪ কোটি টাকা ভ্যাট দিল লুবনান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ ফাঁকি দেওয়া ৪ কোটি ৬০ হাজার টাকা ভ্যাট পরিশোধ করেছে দেশীয় পোশাকের ব্র্যান্ড লুবনান। গতকাল মঙ্গলবার লুবনান সরকারি কোষাগারে বাকি পড়া অর্থ জমা দিয়ে ট্রেজারি চালানের কপি সংযুক্ত করে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে অবহিত করেছে। সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানায়।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর গত সপ্তাহে লুবনানের বিরুদ্ধে ভ্যাট ফাঁকির মামলা করে। মামলার শুনানি পর্যায়ে দোষ স্বীকার করে ভ্যাট আইন পরিপালনের অঙ্গীকার করে স্বপ্রণোদিত হয়ে ৪ কোটি ৬০ লাখ ৯ হাজার ৪৪২ টাকা পরিশোধ করে লুবনান। এ অর্থের মধ্যে ৩ কোটি ৪৯ লাখ টাকা অপরিশোধিত ভ্যাট। বাকি টাকা সুদ হিসেবে দিয়েছে লুবনান।

লুবনানের পরিচালক মো. জাকির হোসেন বলেন, ‘সারা দেশে আমাদের ১১০টি শাখা আছে। করোনার সময় নানা কারণে সমন্বয় করা হয়নি। এতে ভ্যাট অপরিশোধিত থেকে গেছে। তবে সরকারের ভ্যাট আইনের প্রতি সম্মান দেখিয়ে আমরা ভ্যাট পরিশোধ করেছি।’

এর আগে একজন গ্রাহকের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১১ ফেব্রুয়ারি ভ্যাট গোয়েন্দাদের একটি দল প্রতিষ্ঠানটির কারখানা ও প্রধান কার্যালয়ে অভিযান চালায়। অভিযানে ২০১৬ সালের জুলাই থেকে ২০২০ সালের জুন পর্যন্ত চার বছর বিক্রি পর্যায়ে ভ্যাট, বাড়িভাড়াসহ বিভিন্নভাবে সাড়ে চার কোটি টাকার বেশি ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণ পান ভ্যাট গোয়েন্দারা, যার পরিপ্রেক্ষিতে লুবনানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম/

অধিবেশন শুরু, বাজেট পেশ আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

কঠোর স্বাস্থ্যবিধি মেনে জাতীয় সংসদের ত্রয়োদশ (বাজেট) অধিবেশন শুরু হয়েছে। বুধবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। এই অধাবেশনে আজ আগামী বছরের বছরের জন্য বাজেট পেশ করা হবে।

অধিবেশনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা উপস্থিত রয়েছেন। তবে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ অধিবেশনে যোগ দেননি।

দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ও মৃত্যুহার বেড়েছে। শনাক্ত হয়েছে ভারতীয় ভ্যারিয়েন্টও (ধরন)। করোনার এমন উদ্বেগজনক পরিস্থিতি মাথায় রেখে বাজেট অধিবেশন উপলক্ষে ৫৬টি প্রস্তুতি নিয়েছে সংসদ সচিবালয়।

প্রস্তুতির মধ্যে রয়েছে-এমপি-মন্ত্রীদের তিন দিন পরপর করোনা টেস্ট করা, অধিবেশন সংশ্লিষ্ট সাংবাদিকসহ সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা এবং যারা অধিবেশন কক্ষে থাকবেন, তাদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা।

এছাড়া সংসদ অধিবেশন শুরুর দিন থেকে শেষদিন পর্যন্ত সংসদ চত্ত্বরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তব্যরত সদস্য ব্যতীত অন্য কেউ আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ছুরি বা চাকু অথবা এমন কিছু, যা মানুষের জীবননাশের কারণ হতে পারে, তা বহন করতে পারবেন না। সবাইকে পরতে হবে দু’টি করে মাস্ক। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।

স্টকমার্কেটবিডি.কম/

ব্লক মার্কেটে লেনদেন ১২২ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ব্লক মার্কেটে মোট ৫৭ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৪ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৮৬৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২২ কোটি ৪৪ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ২৬ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

প্রিমিয়ার ব্যাংক ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

প্রাইম ব্যাংক ১০ কোটি ৭৯ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমান কটন ফাইবার্স, অগ্রণী ইন্স্যুরেন্স, আমান ফীড, এশিয়া ইন্স্যুরেন্স, বিবিএস ক্যাবলস, বিডি ফাইন্যান্স, বীকন ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি, ব্রাক ব্যাংক, দা ঢাকা ডাইং এন্ড ম্যা্নুফ্যাকচারিং কোম্পানি, ডেল্টা ব্র্যাক হাউজিং ফাইন্যান্স, ঢাকা ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, ফেডারেল ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস লিমিটেড, গ্লোবাল ইন্স্যুরেন্স, হাক্কানী পাল্প ও পেপার মিলস, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট,যমুনা ব্যাংক, কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম বাংলাদেশ, লুব-রেফ (বাংলাদেশ), মার্কেন্টাইল ব্যাংক, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক, নিউ লাইন ক্লোথিংস, নর্দার্ণ ইসলামি ইন্সুরেন্স, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ, এআরবিসি ব্যাংক, ওআইমেক্ম ইলেকট্রোডস, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স ১ম মিউচুয়াল ফান্ড, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি, প্যারামাউন্ট টেক্সটাইল, পূবালী ব্যাংক, কাসেম ইন্ডাস্ট্রিজ, কুইন সাউথ টেক্সটাইল মিলস, রহিমা ফুড, আরডি ফুড, রেনেটা, স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ, সাউথইস্ট ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, এসএস স্টীল, স্টান্ডার্ড ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড এগ্রো ইন্ডাস্ট্রিজ ও ওয়াটা কেমিক্যালস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

এ্যাকটিভ ফাইনের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

এএফসি এগ্রো বায়োটেকের বোর্ড সভা ৮ জুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ঔষধ ও রসায়ন খাতের কোম্পানি এএফসি এগ্রো বায়োটেক লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করেছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩:৩০টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা