গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে বিমাটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ১৯ মে শেয়ার দর ছিল ৬৯ টাকা। আর গতকাল ১ জুন সর্বশেষ শেয়ারটি ১০৪.২০ টাকায় লেনদেন হয়েছে।

বিমাটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

 

লাফার্জহোলসিম বিডির নগদ লভ্যাংশ বিতরণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড গত অর্থবছরের জন্য ঘোষিত নগদ লভ্যাংশ বিতরণ করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ অর্থবছরে ঘোষিত নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

আর যেসব প্রবাসী এবং স্থানীয় শেয়ারহোল্ডারদের হিসাবে ডিভিডেন্ড এখনো জমা হয়নি তাদের কোম্পানির রেজিস্টার্ড অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে।

স্টকমার্কেবিডি.কম/রিমা

 

বোনাস বিওতে পাঠিয়েছে মার্কেন্টাইল ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি ৩১ ডিসেম্বর, ২০২০ সমাপ্ত হিসাব বছরের বোনাস শেয়ার সিডিবিএলের মাধ্যমে গতকাল ২৪ মার্চ বিও হিসাবে পাঠিয়েছে ও নগদ লভ্যাংশটি নিজ নিজ ব্যাংক হিসেবে বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) মাধ্যমে জমা দিয়েছে।

৩১ ডিসেম্বর,২০২০ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ বোনাস।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

বেনাপোলে ১১ মাসে রাজস্ব আদায় ৩,৭৫৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বেনাপোল কাস্টমস হাউজে চলতি (২০২০-২০২১) অর্থবছরের ১১ মাসে রাজস্ব আদায় হয়েছে ৩ হাজার ৭৫৬ দশমিক ৯১ কোটি টাকা। তবে, বছর শেষে বড় ধরনের রাজস্ব ধসের আশঙ্কা রয়েছে এ কাস্টমস হাউজে।

এদিকে গত ২০১৯-২০২০ অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) পর্যন্ত রাজস্ব আদায় হয়েছিল ২৪৩১ দশমিক ৭৩ কোটি টাকা। তবে, ২০২০-২০২১ অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছে ৩৭৫৬ দশমিক ৯১ কোটি টাকা।

গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের ১১ মাসে (জুলাই-মে) লক্ষ্যমাত্রার চেয়ে ১২৮৫ দশমিক ৪৮ কোটি টাকার রাজস্ব বেশি আদায় হয়েছে। যা শতকরা ৫২ দশমিক ১ শতাংশ বেশি।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বাংলানিউজকে জানান, দেশের স্থলপথে পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্যের বেশিরভাগ আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। তবে, এখন মহামারি করোনা ভাইরাসের কারণে উচ্চ শুল্ক হারের পণ্য আমদানি কমে গেছে।

তাছাড়া চাহিদা অনুপাতে বেনাপোল বন্দরের অবকাঠামো উন্নয়ন হলে দ্বিগুণ পরিমান রাজস্ব আদায় সম্ভব হবে বলেও জানান বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি ।

বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল বাংলানিউজকে জানান, বন্দরের জমি অধিগ্রহণের পাশাপাশি বন্দরে নির্মাণ করা হয়েছে কয়েকটি আধুনিক পণ্যাগার। এখন বন্দরের মধ্যে সিসি ক্যামেরা স্থাপনের কাজ চলছে এবং বন্দরের নিরাপত্তা বাড়াতে উঁচু প্রাচীরও নির্মাণ করা হয়েছে।

বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার আজিজুর রহমান বাংলানিউজকে জানান, প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বিশ্বে করোনার প্রভাব চলছে। দেশে করোনা সংক্রমণ প্রতিরোধে কয়েক মাস বেনাপোল-পেট্রোপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রাখা হয়েছিল। দেশে অর্থনৈতিক চাকা সচল রাখতে পুনরায় দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি সচল করা হয়।

এদিকে করোনার মধ্যে আমদানি বাড়লেও উচ্চ শুল্কহারের পণ্য কম এসেছে। তবে, তারা ব্যবসায়ীদের বৈধ সুবিধা বাড়ানোর পক্ষে কাজ করছেন। এছাড়া ব্যবসায়ীদের সুবিধার্থে অবকাঠামো উন্নয়নের জন্য এরই মধ্যে বন্দর কর্তৃপকে চিঠি দেওয়া হয়েছে । বন্দরের সমতা বাড়লে বেনাপোল বন্দর দিয়ে পণ্য আমদানি বেড়ে যাবে এবং এ বন্দর দিয়ে রাজস্ব আদায় দ্বিগুণ করা সম্ভব বলে তিনি জানান।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩:৩০টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২০ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

জনতা ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার হস্তান্থরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক উদ্দোক্তা শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন। টাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির উদ্দ্যোক্তা মিসেস রোকসানা জামান ৮ লাখ ৫০ হাজার শেয়ার হস্তান্তর করবেন। তার হাতে মোট ১০ লাখ ৯৩ হাজার ৪০৯ টি শেয়ার রয়েছে।

এর মধ্যে থেকে উপহার হিসাবে ৮ লাখ ৫০ হাজার শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার মেয়ে মিসেস আনজারিন মতিন চৌধুরীকে।

এই উদ্দ্যোক্তা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে মেয়েকে উপহার স্বরূপ হস্তান্তর করবেন।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

ওরিয়ন ফার্মার সাবসিডিয়ারি দুই বিদ্যুৎ কেন্দ্রের মেয়াদ শেষ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও শক্তি খাতের কোম্পানি ওরিয়ন ফার্মা লিমিটেডের সাবসিডিয়ারি কোম্পানি দুটি বিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ উৎপাদনের মেয়াদ শেষ হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

কোম্পানিটির সাবসিডিয়ারি ওরিয়ন পাওয়ার মেঘনাঘাট লিমিটেড ও ডাচ বাংলা পাওয়ার এন্ড এসোসিয়েটিড লিমিটেড নামে দুটি প্রকল্পের বিদ্যুৎ উৎপাদন বন্ধের ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশ পাওয়ার ডেভেলফমেন্ট বোর্ডের সাথে বিদ্যুৎ ক্রয়ের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় এসব প্রকল্পের উৎপাদন বন্ধ করার ঘোষণা করা হয়েছে।

তবে কোম্পানিটি পাওয়ার পারচেজ এগ্রিমেন্টের (পিপিএ) নবায়নের মাধ্যমে আরো ৫ বছর এই দুই বিদ্যুৎ কেন্দ্রকে চলমান রাখার চেষ্টা করা হচ্ছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানাে হয়।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

২ ব্যাংকের লেনদেন বন্ধ বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ ব্যাংকের শেয়ার লেনদেন আগামী ৩ জুন বৃহস্পতিবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকগুলো হচ্ছে- সাউথইস্ট ব্যাংক ও এনসিসি ব্যাংক লিমিটেড।

এর আগে ব্যাংকগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ ব্যাংকগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শেষ হবে।

রেকর্ড ডেটের পর আগামী ৬ জুন থেকে ব্যাংকগুলোর শেয়ার লেনদেন চালু হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

২ কোম্পানি স্পট মার্কেটে যাচ্ছে বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রেকর্ড ডেটের আগে আগামীকাল ৩ জুন, বৃহস্পতিবারস্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ ও জনতা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

কোম্পানিগুলোর স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী ৬ জুন, রবিবার। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৭ জুন, সোমবার।রেকর্ড ডেটের কারণে কোম্পানি দুইটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা

রিজেন্ট টেক্সটাইলের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আজ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ৩য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ৩য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/রিমা