স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচক সামান্য বেড়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১.০১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬,০৫২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৩.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৯৭ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৪৭ কোটি ১৬ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১০৯ কোটি ৬৮ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৭টির, আর দর অপরিবর্তিত আছে ২৮টির।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ন্যাশনাল ফিড মিল, পাওনিয়ার ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, ফরচুন সুজ, সামিট পাওয়ার, কনফিডেন্স সিমেন্ট, পাওয়ার গ্রিড ও বিবিএস ক্যাবলস লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৪০.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৫৭০ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৯১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০৪ কোটি ৯৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে ৭৯ কোটি ১৭ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এস