পিপলস লিজিংকে আবারো চালুর আদেশ হাইকোর্টের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অবসায়ন নয়, আবারও চালু হবে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (পিএলএফএসএল)। প্রতিষ্ঠানটিকে পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য একটি কমিটিও গঠন করে দিয়েছেন আদালত। আর্থিক প্রতিষ্ঠানটির আমানতকারীদের আবেদনে সব পক্ষের শুনানির পর বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ আদেশ দিয়েছেন।

হাইকোর্টের আদেশে গঠিত কমিটিতে কারা কারা থাকবেন, তা লিখিত আদেশে জানা যাবে বলে সংশ্লিষ্ট আইনজীবীরা জানান।

এ বিষয়ে আমানতকারীদের আইনজীবী আহসানুল করিম বলেন, আমানতকারীদের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রতিষ্ঠানটিকে আবারও চালু করার আদেশ দিয়েছেন। চালু করার পর প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য একজন আইনজীবী বা অবসরপ্রাপ্ত বিচারকের নেতৃত্বে একটি কমিটি গঠনের কথাও বলা হয়েছে। কমিটিতে একজন নিরীক্ষক ও আমানতকারীদের প্রতিনিধিও থাকবেন।

আইনজীবী আহসানুল করিম আরও বলেন, নতুন কমিটি প্রতিষ্ঠানটির ঋণ গ্রহীতাদের কাছ থেকে ঋণ আদায়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন। পাশাপাশি প্রতিষ্ঠানটিতে নতুন করে বিনিয়োগ করতে আগ্রহী ও যোগ্য বিনিয়োগকারী খুঁজে বের করে তাঁদের হাতে প্রতিষ্ঠানটির ভার হস্তান্তর করবেন।

অনিয়ম-দুর্নীতির কারণে গ্রাহকদের টাকা ফেরত দিতে ব্যর্থ এ প্রতিষ্ঠানটিকে ২০১৯ সালে অবসায়নের সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ১৯৯৭ সালের ২৪ নভেম্বর আর্থিক প্রতিষ্ঠান হিসেবে পিপলস লিজিংয়ের অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক, দেখভালের দায়িত্বও ছিল এ সংস্থার। তদারকি দুর্বলতা ও পরিচালকদের অনিয়মের কারণে প্রতিষ্ঠানটি এখন দেউলিয়া। আদালত আদেশে প্রতিষ্ঠানটিতে একজন অবসায়ক নিযুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিকে প্রতিষ্ঠানটিকে অবসায়ন না করে নতুন করে পুনর্গঠন করতে চাইছে সরকার। তারই অংশ হিসেবে প্রতিষ্ঠানটির প্রকৃত ক্ষতির পরিমাণ চিহ্নিত করতে কাজ শুরু হয়েছে।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, পিপলস লিজিংয়ের সাবেক পরিচালক আলমগীর শামসুল আলামিন এই পুনর্গঠন প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছেন। তাঁর সঙ্গে রয়েছেন আর্থিক খাতের সফটওয়্যার সরবরাহকারী ফ্লোরা টেলিকমের কর্ণধার মোস্তফা রফিকুল ইসলাম ও শেয়ারবাজারের সম্পদ ব্যবস্থাপনাকারী প্রতিষ্ঠান এলআর গ্লোবাল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম। ইতিমধ্যে নিরীক্ষা প্রতিষ্ঠান হাওলাদার ইউনুস অ্যান্ড কোম্পানিকে প্রতিষ্ঠানটির নিরীক্ষার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ার দর বাড়ায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সকে নোটিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২৩ জুন শেয়ার দর ছিল ১০৩.৩০ টাকা। আর আজ ২৮ জুন সর্বশেষ শেয়ারটি ১২৯.১০ টাকায় লেনদেন হয়েছে। এ সময় শেয়ারটির দর টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

অলিম্পিক এক্সেসরিজের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০ জুন শেয়ার দর ছিল ৮.৩০ টাকা। আর আজ ২৮ জুন সর্বশেষ শেয়ারটি ১২.৪০ টাকায় লেনদেন হয়েছে। এ সময় শেয়ারটির দর টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এস

ব্র্যাক ব্যাংকের ২০২০ সালের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ+’ আর স্বল্পমেয়াদি ঋণমান ‘এসটি-১’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানিটির এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৬ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৮ কোটি ৬৩ লাখ টাকার।

৪১ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- মালেক স্পিনিং মিলসের ৪১ কোটি ৫৩ লাখ, ডাচ-বাংলা ব্যাংকের ৩৩ কোটি ১২ লাখ, আনোয়ার গালভানাইজিংয়ের ২৮ কোটি ৬৭ লাখ, রিংসাইন টেক্সটাইলের ১৮ কোটি ৯০ লাখ, জিবিবি পাওয়ারের ১৭ কোটি ৬১ লাখ, আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৩৪ লাখ ও ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেডের ১৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লকডাউনের প্রথমদিনে সূচকের উত্থান; লেনদেন কম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সীমিত লকডাউনের প্রথম দিনে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটাই কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজার সংশ্লিষ্টদের মতে, করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সারাদেশে ঘোষিত শাটডাউন বা কঠোর লকডাউনে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার হতে সীমিত পরিসরে লকডাইন ঘোষণা করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হতে সাত দিনের কঠোর লকডাউন চলবে। বন্ধ থাকতে পারে শেয়ারবাজারও।

এখবর আসার পরে শেয়ারবাজারে আজকের লেনদেনে প্রভাব পড়েছে। আজ লেনদেনের পরিমাণ কমলেও সূচক বেড়েছে।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৩.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬০২৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১২৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১৭৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩২৮ কোটি ৪৯ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৪০ কোটি ১৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩১ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১০৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, বেক্সিমকো লিমিটেড, কুইন সাউথ টেক্সটাইল, মালেক স্পিনিং মিলস, ডাচ-বাংলা ব্যাংক, আনোয়ার গালভানাইজিং, রিংসাইন টেক্সটাইল, জিবিবি পাওয়ার, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ড্রাগন সোয়েটার স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭৯.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ৪৩৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১০৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ৫৫ লাখ টাকা। । গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ২১৪ কোটি ১৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ম্যরিকাে বিডি ও রিংসাইন টেক্সটাইল লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস

নিবিড় পরিচর্যা পদ্ধতিতে বিচ হ্যাচারিতে উৎপাদন শুরু

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি বিচ হ্যাচারি লিমিটেডের মৎস্য প্রকল্পে মাছ উৎপাদন শুরু হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি সূত্রে জানা যায়, কোম্পানিটি নিবিড় পরিচর্যা পদ্ধতিতে মৎস্য উৎপাদন শুরু করেছে। আজ সোমবার এই নিবিড় পরিচর্যা পদ্ধতিতে এই মৎস্য প্রকল্পের উদ্বোধন করা হবে।

এই পদ্ধতিতে কোম্পানিটি তেলাপিয়া, কই, পাঙ্গাস, পাবদা মাছ উৎপাদন করবে।

কোম্পানিটির ১৫টি ট্যাংক রয়েছে, প্রতিটি ট্যাংকের পানি ধারণ ক্ষমতা ৫৫ হাজার মেট্রিকটন। এসব ট্যাংকে বছরে ১০৫টন মাছ উৎপাদন সম্ভবনা রয়েছে।

বিচ হ্যাচারি লিমিটেডের পুরো উৎপাদন স্বক্ষমতা ব্যবহার করতে পারলে মোট উৎপাদন আরো বাড়বে বলে দাবি করছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এএ+’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-১’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এএ-’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-২’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরআইএসএল।

স্টকমার্কেটবিডি.কম/বিএ

ম্যাকসন স্পিনিংয়ের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি ম্যাকসন স্পিনিং লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘বিবিবি’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)। একই সময় কোম্পানিটির স্বল্পমেয়াদি ঋণমান নির্ধারণ হয়েছে ‘এসটি-২’।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও চলতি বছরের ২৬ জুন পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন এবং হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বিএ