স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন চলছে। আগ্রহী বিনিয়োগকারীরা সোমবার (১২ জুলাই) পর্যন্ত এই আইপিও আবেদন জমা দিতে পারবেন। এই আবেদন জমা নেওয়া শুরু হয়েছে গত ৫ জুলাই (সোমবার) থেকে। ব্যাংক সূত্রে এ তথ্য জানা যায়।
আইপিও আবেদনের সাথে এক লটের জন্য ১০০০ শেয়ারের দাম ১০,০০০ টাকা করে জমা দিবেন আবেদনকারীরা।
গত ৯ মে অনুষ্ঠিত বিএসইসির ৭৭৩তম কমিশন সভায় ব্যাংকটিকে এই আইপিও অনুমোদন দেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
সূত্র অনুসারে, অভিহিত মূল্য তথা ১০ টাকা দরে ১০০ কোটি টাকার ১০ কোটি সাধারণ শেয়ার ইস্যু করবে ব্যাংকটি।
শেয়ারবাজার থেকে ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
কোম্পানিটির ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেট ভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ