Day: January 22, 2025
অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা ব্যাংকের হিসাব
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
এখন থেকে ব্যাংকের শাখায় না এসে, অনলাইনে খোলা যাবে সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংকের হিসাব। শনিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ই-কেওয়াইসি স্যলিউশন ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ সেবা উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-বিএফআইইউ’র উপপ্রধান ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মাসুদ বিশ্বাস।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ উদ্দীন আহমেদের সভাপতিত্বে আয়োজিত ‘অর্থপাচার প্রতিরোধ ও সন্ত্রাসে অর্থায়ন মোকাবেলা’ শীর্ষক কর্মশালা এবং ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন- বিএফআইইউ’র উপমহাব্যবস্থাপক কামাল হোসেন ও মো. মাসুদ রানা এবং যুগ্মপরিচালক মো. রোকন-উজ-জামান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। বক্তব্য রাখেন- ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শফিউদ্দিন আহমেদ ও মো. কামাল উদ্দিন প্রমুখ। দিনব্যাপী কর্মশালায় এসবিএসি ব্যাংকের বিভিন্ন বিভাগীয় প্রধান, শাখা প্রধান ও বামেলকো এবং নির্বাহীরা অনলাইন কনফারেন্সে যুক্ত ছিলেন। নতুন এই সেবার মাধ্যমে বাংলাদেশের যেকোনো নাগরিক সাউথ বাংলা ব্যাংকের ওয়েব সাইট অথবা গুগল প্লে-স্টোর থেকে ‘এসবিএসি ফাস্ট অ্যাকাউন্ট’ ডাউনলোড করে জাতীয় পরিচয়পত্র ও ছবি শনাক্তকরণের মাধ্যমে দ্রুত ও সহজে ব্যাংক হিসাব খুলতে পারবেন।
স্টকমার্কেটবিডি.কম.কম/
সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় লংকা বাংলা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৬১৫ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১১ কোটি ৫৭ লাখ টাকার।
পাওয়ার গ্রিড লিমিটেড তালিকার তৃতীয় স্থানে রয়েছে। কোম্পানিটির লেনদেন হয়েছে ২৯১ কোটি ৪১ লাখ টাকার।
এই তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জ হোলসিম বিডির ২৬৭ কোটি ৩ লাখ, বেক্সিমকো ফার্মার ২৫৬ কোটি ৭৬ লাখ, আইএফআইসি ব্যাংকর ২০৫ কোটি ৪০ লাখ, শাহজিবাজার পাওয়ারের, ম্যাকসন স্পিনিং মিলসের ১৬৮ কোটি ১১ লাখ, ইসলামিক ফাইন্যান্সের ১৬৭ কোটি ৮৪ লাখ ও ফার্ষ্ট সিকিউরিটি ব্যাংকের ১৬৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস
এক্সপ্রেক্স ইন্স্যুরেন্সের ৭ শতাংশ লভ্যাংশ ঘোষণা
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি এক্সপ্রেক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ অন্তবর্তীকালীন লভ্যাংশ প্রদান করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ৩১ ডিসেম্বর ২০২০ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে বিমাটির পরিচালনা বোর্ড।
এবছর বিমাটি শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদের (ন্যাভ) দাঁড়িয়েছে ১৯ টাকা।
আগামী ৯ ডিসেম্বর বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৭ অক্টোবর।
স্টকমার্কেটবিডি.কম/এম
দিয়াবাড়ি হতে পল্লবী পর্যন্ত চলল মেট্রো রেল
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
বাংলাদেশে উড়াল পথে ভায়াডাক্টের ওপর দিয়ে স্বপ্নের মেট্রো রেল চলল প্রথমবারের মতো। রাজধানী ঢাকার কিছু এলাকার মানুষ মুগ্ধ হয়ে দেখল মেট্রো রেলের চলাচল।
গতকাল শুক্রবার সকালে ট্রেনটি ছয়টি বগি নিয়ে উত্তরার দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুরের পল্লবী পর্যন্ত চারটি স্টেশনে চলাচল করে।
যদিও আগামীকাল রবিবার মেট্রো রেলে আনুষ্ঠানিক পরীক্ষামূলকভাবে চালিয়ে দেখানো হবে ট্রেন, গতকাল নেওয়া হলো তারই প্রস্তুতি।
ঢাকা মাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র জানায়, রবিবার উত্তরার দিয়াবাড়ী থেকে মিরপুর পর্যন্ত এই ‘ট্রায়াল রান’ হবে। সেদিন সকাল ১০টায় এমআরটি-৬ ডিপোতে এই পরীক্ষামূলক পরিচালনা ও পরীক্ষণের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
গতকাল উত্তরার দিয়াবাড়ী ডিপো থেকে মিরপুর ১২ নম্বর স্টেশন পর্যন্ত ভায়াডাক্টের ওপর দিয়ে প্রথমবারের মতো মেট্রো রেল চালিয়ে দেখা হয়। গতকাল সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত ট্রেনটি চলাচল করে। এই ট্রেন চলাচলের ছবি ও ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহেমদ পলক একটি টেলিভিশনে প্রচারিত সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘এখনো পারফরম্যান্স টেস্ট শুরু হয়নি মেট্রো রেলের। তার আগে প্রয়োজনীয় প্রস্তুতির অংশ হিসেবে মেট্রো রেল ভায়াডাক্টের ওপরে চলাচল করেছে।’
এ বিষয়ে মেট্রো রেলের প্রকল্প পরিচালক এ বি এম আরিফুর রহমান বলেন, উত্তরার ডিপো থেকে পল্লবী পর্যন্ত নিরাপদে মেট্রো রেল চালানো হয়েছে, কোনো সমস্যা হয়নি। পথের স্টেশনগুলোতে থামিয়ে দেখা হয়েছে, সব কিছু ঠিক আছে। আশা করি ২৯ আগস্ট পরীক্ষামূলক পরিচালনায় কোনো সমস্যা হবে না।’
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
ইভ্যালির ৩১০ কোটি টাকার দায় নিতে রাজি নয় যমুনা গ্রুপ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
যমুনা গ্রুপ এখনো ইভ্যালিতে বিনিয়োগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি। গ্রুপের একজন কর্মকর্তা জানিয়েছেন, ইভ্যালিতে যমুনা গ্রুপের ২০০ কোটি টাকা বিনিয়োগের যে খবর এসেছিল তা আদৌ চূড়ান্ত হয়নি। আজ শুক্রবার যমুনা গ্রুপের পরিচালক (কমার্শিয়াল) শামসুল হাসান গণমাধ্যমকে বলেছেন, ইভ্যালির সঙ্গে তাদের আলোচনা হয়েছে। আর্থিক বিবরণী বুঝতে এখনো অডিট চলছে। সেসব কাজ শেষ হওয়ার আগে হ্যাঁ বা না কিছু বলার সময় এখনো আসেনি। আর ইভ্যালির আগের ব্যবসার দায় নিতেও তারা রাজি নন।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (২৬ আগস্ট) বাণিজ্য মন্ত্রণালয়ে ইভ্যালির পক্ষ থেকে জমা দেওয়া দায়-দেনার হিসাবে দেখা যায়, দুই লাখ ১৪ হাজার গ্রাহক ইভ্যালির কাছে পণ্য কেনার জন্য বুকিং দিয়েছেন। গত ১৫ জুলাই পর্যন্ত বুকিং বাবদ গ্রাহকরা ইভ্যালির কাছে ৩১০ কোটি টাকা পাবেন।
গ্রাহকদের কাছ থেকে অগ্রিম অর্থ নিয়ে যথা সময়ে পণ্য সরবরাহ না করা কিংবা অর্থ ফেরত না দেওয়া ও পণ্য সরবরাহকারী মার্চেন্টদের বকেয়া পরিশোধ না করায় বাণিজ্য মন্ত্রণালয় ইভ্যালির বিষয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সাম্প্রতিক সময়ে।
আলোচিত ওই ই-কমার্স প্ল্যাটফর্মের চেয়ারাম্যানের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা হয়েছে। তাদের দেশত্যাগে জারি হয়েছে নিষেধাজ্ঞা। এমন পরিস্থিতির মধ্যেই জুলাইয়ের শেষে যমুনা গ্রুপের এক হাজার কোটি টাকা বিনিয়োগ পাওয়ার খবর দেওয়া হয় ইভ্যালির এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়েছিল, প্রাথমিক বিনিয়োগ হবে ২০০ কোটি টাকা, ধারাবাহিকভাবে বিভিন্ন পর্যায়ে মোট এক হাজার কোটি টাকা বিনিয়োগ করবে যমুনা গ্রুপ। এ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শামীম ইসলাম ও পরিচালক মনিকা ইসলামের দু’টি বক্তব্যও সেখানে ছিল।
সে সময় ইভ্যালির ওই সংবাদ বিজ্ঞপ্তি নিয়ে কোনো আপত্তি না করলেও যমুনা গ্রুপের পরিচালক শামসুল হাসান গণমাধ্যমকে বলেন, ‘তাদের সঙ্গে বিনিয়োগ সংক্রান্ত আলাপ-আলোচনা হয়েছিল। তাদের কাগজপত্রগুলো অডিট করিয়ে দেখছি। পজিটিভ কিছু থাকলে সেক্ষেত্রে বিবেচনা করা যেতে পারে। কিন্তু আমরা চাইনি এ পর্যায়ে গণমাধ্যমে কিছু আসুক। কারণ বলার মতো কোনো অগ্রগতি আসলে হয়নি। ’
অডিট কতটা এগিয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘ওই পর্যন্ত তাদের কী অবস্থা। আমরা যদি তাদের সঙ্গে যাইও সেক্ষেত্রে আমরা কিন্তু তাদের প্রিভিয়াস লায়েবিলিটি নেব না। এ সমস্ত দায়-দেনা আমরা নেব না। এগুলো আগে পরিষ্কার করতে হবে। ’
প্রাথমিকভাবে ২০০ কোটি টাকা বিনিয়োগে সম্মত হওয়ার কথাও অস্বীকার করেন শামসুল হাসান। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ওখানে কোনো বিনিয়োগ যায়নি। নগদ কোনো টাকা-পয়সা ইভ্যালিকে দেওয়া হয়নি। কীভাবে ২০০ কোটি টাকার প্রসঙ্গ এলো বুঝলাম না। তাদের সঙ্গে আমাদের পণ্যভিত্তিক ব্যবসার লেনদেন রয়েছে। ২০০ কোটি শব্দটি আমরা উচ্চারণ করিনি। যমুনা গ্রুপ থেকে এ জাতীয় কোনো শব্দ উচ্চারণ করা হয়নি। যখন সবকিছু ঠিক থাকবে, ইনভেস্টমেন্ট তখনই হবে।’ যমুনা গ্রুপের এ অবস্থানের বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেলের বক্তব্য জানতে তাকে ফোন করা হলেও তিনি ধরেননি। সূত্র : বিডি প্রতিদিন
স্টকমার্কেটবিডি.কম/আহমেদ
৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৭৭৮৮ কোটি টাকা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন আগের সপ্তাহের চেয়ে ৭৭৮৮ কোটি টাকা বেড়েছে। এসময় সেখানে সূচকগুলোও বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ১৩ হাজার ৪২ কোটি ৪৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ১০ হাজার ৩১১ কোটি ৮৫ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২৬.৪৮ শতাংশ বেড়েছে।
ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ২ হাজার ৬.৮ কোটি ৪৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ২ হাজার ৫৭৭ কোটি ৯৬ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১.১৮ শতাংশ বেড়েছে।
বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৯০.৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৫১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২৯.৮৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৪৫৩ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ২৫.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৮৭ পয়েন্টে।
ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ২১৮টির, কমেছে ১৩৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।
গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৪৯ হাজার ৭২১ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫৭ হাজার ৫০৯ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ৭৭৮৮ কোটি টাকা বা ১.৪২ শতাংশ বেড়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস