- বেক্সিমকো লিমিটেড
- লংকাবাংলা ফাইন্যান্স
- সাইফ পাওয়ারটেক
- বেক্স ফার্মা
- আইপিডিসি
- জেনেক্স ইনফোসিস
- লাফার্জ হোলসিম বিডি
- আলিফ ইন্ডাস্ট্রিজ
- স্কয়ার ফার্মা
- আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
Day: January 28, 2025
শেষ কার্যদিনে বেড়েছে লেনদেন ও সূচক
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের শেষ কার্যদিন বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭২২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৩২পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৫.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৬৭৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২১৭১ কোটি ৩১ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২১০৪ কোটি ৭২ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক, বেক্স ফার্মা, আইপিডিসি, জেনেক্স ইনফোসিস, লাফার্জ হোলসিম বিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ, স্কয়ার ফার্মা ও আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৯.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ১৪১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৮৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৩টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৮৪ কোটি ১৭ লাখ টাকা। । গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৭২ কোটি ৬০ লাখ টাকা। ।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এপিএসসিএল বন্ড ও বেক্সিমকো লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এস
ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে মামলা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেছেন আরিফ বাকের নামে এক ভুক্তভোগী। আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান মামলার বিষয়টি গণমাধ্যমকে জানান।
তিনি বলেন, বুধবার (১৫ সেপ্টেম্বর) মধ্যরাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বগ্রাম এলাকার বাসিন্দা মো. আরিফ বাকের গুলশান থানায় প্রতারণা মামলাটি দায়ের করেছেন।
মামলায় ইভ্যালি এমডি মোহাম্মদ রাসেলকে এক নম্বর আসামি ও চেয়ারম্যান শামীমাকে দুই নম্বর আসামি করা হয়েছে। এই মামলায় ইভ্যালির আরো বেশকজন কর্মকর্তাকে ‘অজ্ঞাতনামা’ দেখিয়ে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে আরিফ বাকের উল্লেখ করেছেন, ইভ্যালির অনলাইন প্লাটফর্মে ৩ লাখ ১০ হাজার ৫৯৭ টাকার পণ্য অর্ডার করেও নির্ধারিত সময়ের মধ্যে তা পাননি তিনি। নিরুপায় হয়ে অর্থ আত্মসাতের অভিযোগ করেন তিনি।
স্টকমার্কেটবিডি/
সামিট পাওয়ারের বাৎসরিক বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের প্রতিষ্ঠান সামিট পাওয়ার লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৬ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩ টায় রাজধানীর কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি। গত বছর কোম্পানিটি ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
স্টকমার্কেটবিডি.কম/বি
সমতা লেদারের ৩য় প্রান্তিকের লোকসান কমেছে
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্তি চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।
আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (জানু-মার্চ, ২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.০৪ টাকা।
আর (জুলাই ১৯-মার্চ, ২০) এ ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৩ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি এই লোকসান ছিল ০.০৩৯ টাকা।
এ সময়ে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৪.২৭ টাকা। যা ২০২০ সালের ৩০ জুন এই এনএভি ছিল ১৪.৪৯ টাকা।
স্টকমার্কেটবিডি.কম/এস