টানা চার মাস কমেছে প্রবাসী আয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

টানা চার মাস ধারাবাহিকভাবে প্রবাসী আয় কমেছে। গত সেপ্টেম্বর মাসে আগের বছরের একই সময়ের তুলনায় প্রবাসী আয় কমেছে ১৯ দশমিক ৭৫ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছে ১৭২ কোটি ৬২ লাখ ডলার। আর ২০২০ সালের সেপ্টেম্বর মাসে আয় এসেছিল ২১৫ কোটি ১০ লাখ ডলার।

ব্যাংক কর্মকর্তারা বলছেন, মহামারি শুরুর পর বিমান যোগাযোগ বন্ধ হয়ে যায়। ফলে অবৈধ পথে আয় আসাও বন্ধ হয়। এ কারণে সব আয় ব্যাংকিং চ্যানেলে আসতে শুরু করে। এতে প্রবাসী আয়ে নতুন নতুন রেকর্ড হয়। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও নতুন উচ্চতায় পৌঁছায়। এখন যোগাযোগব্যবস্থা চালু হয়ে গেছে। আয়ও কমতে শুরু করেছে। করোনায় প্রবাসীরা যে ক্ষতির মুখে পড়েছেন, তা এখন বোঝা যাবে। আবার জনশক্তি রপ্তানির চিত্রও সুবিধাজনক নয়।

গত আগস্ট মাসে প্রবাসীরা ১৮১ কোটি ডলারের আয় পাঠান। আর গত বছরের আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলারের প্রবাসী আয়। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত আগস্টে প্রবাসী আয় প্রায় ৮ শতাংশ কমেছিল।
জানা গেছে, গত আগস্ট মাসে প্রবাসীরা ১৮১ কোটি ডলারের আয় পাঠান। আর গত বছরের আগস্টে এসেছিল ১৯৬ কোটি ডলারের প্রবাসী আয়। সেই হিসাবে আগের বছরের চেয়ে গত আগস্টে প্রবাসী আয় প্রায় ৮ শতাংশ কমেছিল।

এ ছাড়া চলতি ২০২১-২২ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ের তুলনায় আগস্টে প্রবাসী আয় কমেছে প্রায় সোয়া ৩ শতাংশ। জুলাইয়ে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১৮৭ কোটি ডলার। গত অর্থবছরের শেষ মাস জুনে ১৯৪ কোটি ডলার পাঠান প্রবাসীরা, যা দেশের সাড়ে ১৬ হাজার কোটি টাকার মতো।

ব্যাংকাররা বলছেন, করোনার মধ্যে সবার আয় কমলেও দেশে বৈধ পথে প্রবাসী আয় আসা বেড়েছিল, যার বড় একটি অংশ আগে মূলত অবৈধ পথে আসত। বিমান যোগাযোগ ও অবৈধ পথ বন্ধ থাকার ফলে সব আয় ব্যাংকিং চ্যানেলে এসেছে। এখন যোগাযোগ শুরু হওয়ায় বৈধ পথে প্রবাসী আয় আসা কমে গেছে। আগামী দিনে যা আরও কমে যেতে পারে।
বর্তমানে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স বা প্রবাসী আয় এলে অতিরিক্ত ২ শতাংশ প্রণোদনা দেয় সরকার।

বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে সব মিলিয়ে প্রবাসী আয় এসেছে প্রায় ২ হাজার ৪৭৮ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ কোটি টাকার বেশি। এই আয় ২০১৯-২০ অর্থবছরের ১ হাজার ৮০৩ কোটি ডলারের চেয়ে ৩৬ শতাংশ বেশি। গত এক বছরে প্রবাসীরা যে পরিমাণ অর্থ পাঠিয়েছেন, তা দিয়ে দেশে সাতটি পদ্মা সেতু বানানো সম্ভব। সর্বশেষ হিসাব অনুযায়ী, পদ্মা সেতু তৈরিতে মোট ব্যয় হবে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

প্রবাসীদের জন্য সৌদিতে নতুন নির্দেশনা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সৌদি আরব জানিয়েছে, শুধু করোনা টিকার সম্পূর্ণ ডোজ গ্রহণকারীরাই এখন থেকে সরকারি-বেসরকারি যেকোনো প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন। এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে। তবে (ফাইজার, অ্যাস্ট্র্যাজেনেকা, মডার্নার) শুধু এক ডোজ টিকা গ্রহণকারী কিংবা করোনামুক্ত হয়েছেন কিন্তু টিকা নেননি এমন ব্যক্তিরা এসব প্রতিষ্ঠানে প্রবেশ করতে পারবেন না। গতকাল শনিবার দেশটির স্বরাস্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এই নিয়ম আগামী ১০ অক্টোবর সকাল ৬টা থেকে কার্যকর হবে।

সৌদি স্বরাস্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে যেকোনো প্রকার আর্থিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক, বিনোদনমূলক, স্পোর্টস প্রতিষ্ঠানে প্রবেশের ক্ষেত্রে, বিমানে আরোহণ ও গণপরিবহন ব্যবহারের ক্ষেত্রে। যেকোনো প্রকার সাংস্কৃতিক, বিনোদনমূলক, সামাজিক, শিক্ষামূলক অনুষ্ঠানে প্রবেশের ক্ষেত্রেও।

এদিকে, নতুন এই নির্দেশনা জানা না থাকায় অনেক প্রবাসীকে ফেরত যেতে হচ্ছে বিমানবন্দর থেকেই। সম্প্রতি সৌদি সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ তাদের কোয়ারেন্টিন নীতিমালায় পরিবর্তন এনেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে এক ডোজ টিকা নেওয়া থাকলেও পাঁচদিন নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এর আগে এক ডোজ টিকা নিয়ে সৌদি আরবে প্রবেশ করা গেলেও নতুন এই শর্তে সেই সুযোগ আর থাকছে না।

সৌদি সিভিল অ্যাভিয়েশনের নতুন শর্তে বলা হয়েছে, সৌদি আরব থেকে এক ডোজ টিকা নিয়ে যেসব নন-সৌদি নাগরিক, ছুটিতে গিয়েছিলেন তাদের ফেরার সময় কোয়ারেন্টিন প্যাকেজ গ্রহণ করতে হবে। তবে সৌদিতে এক ডোজ নিয়ে কেউ যদি বাংলাদেশ থেকে অপর ডোজ গ্রহণ করেন, সে ক্ষেত্রে কি হবে, সে বিষয়ে স্পষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি। নতুন এই সিদ্ধান্তের কারণে যারা এক ডোজ টিকা নিয়ে দেশে গিয়েছেন তারা দুর্ভোগে পড়েছেন। ভিসার মেয়াদ না থাকায় অনেকে তাই কোয়ারেন্টিন প্যাকেজের জন্য বাড়তি ৪৫ থেকে ৫০ হাজার টাকা গুণছেন।

সূত্র: আরব নিউজ।

স্টকমার্কেটবিডি.কম/

৪-১০ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আগামী ৪ হতে ১০ অক্টোবর বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ পালন করবে।

আগামীকাল সোমবার (৪ অক্টোবর) বিকাল ৪টায় এই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করা হবে।

বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে কমিশন ইনভেস্টরস অ্যাওয়ারনেসের আয়োজন করেছে। রাজধানীর আগারগাঁও বিএসইসির নিজস্ব ভবনের মাল্টিপারপাস হলে এ অনুষ্ঠান হবে।

বিনিয়োগ সপ্তাহ উপলক্ষে বিএসইসি ‘Role of Sustainable Finance and Fraud& Scam Prevention in protecting the interest of the Investors and Investors awareness’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কমিশনার ড. শেখ সামসুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন থাইল্যান্ডের স্কুল অব ম্যানেজমেন্ট, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির সহকারী অধ্যাপক ড. তানাতাত পুট্রাসুয়ান।

ইনভেস্টরস অ্যাওয়ারনেস প্রোগ্রামে অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বিভাগের সেক্রেটারি প্রধান অতিথি হিসেবে থাকবেন। বক্তব্য রাখবেন কমিশনার ড. মিজানুর রহমান ও কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরী।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে থাকবেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। এছাড়া অ্যাওয়ারনেস প্রোগ্রমে ধন্যবাদ সূচক বক্তব্য রাখবেন কমিশনার আব্দুল হালিম।

এই বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উপলক্ষে এসোসিয়েশন অফ ক্রেডিট রেটিং এজেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, ডিএসই ব্রোকার এসােসিয়েশন, বাংলাদেশ এসোসিয়েশন অফ পাবলিক লিস্টেট কোম্পানি, সিডিবিএল, ডিএসই ও সিএইসসহ শেয়ারবাজার সংশ্লিষ্ট সকলের সাথে মত বিনিময় করবেন বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

এশিয়া ইন্সুরেন্সের ৩ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান এশিয়া ইন্সুরেন্স লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সাউথইষ্ট ব্যাংক নামে বিমাটির এক করপোরেট পরিচালক ৩ লাখ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ২৫ লাখ ১৬ হাজার ১৯৭টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে ডিএসইর পাবলিক মার্কেটে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ই-অরেঞ্জের মালিকসহ সাতজনের বিরুদ্ধে মামলা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

৯ কোটি ৫৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের মালিক সোনিয়া মেহজাবিন, তার স্বামী মাসুকুর রহমান, ভাই বনানী থানার ইন্সপেক্টর শেখ সোহেল রানাসহ সাতজনের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার (৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে ২৭ জন ভুক্তভোগীদের পক্ষে বাদী হয়ে নাসিম প্রধান নামের এক ব্যক্তি এই মামলা করেন।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে গুলশান থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সানী ওবায়েদ সানী এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন ই-অরেঞ্জের মালিকের খালু জায়েদুল ফিরোজ, চিফ অপারেটিং অফিসার আমান উল্যাহ চৌধুরী, নাজনীন নাহার বিথী ওরফে বিথী আক্তার ও নাজমুল হাসান রাসেল।

মামলায় অভিযোগ করা হয়, আসামিরা পরস্পর আত্মীয়। দেশের সম্ভবনাময় খাত ই-কমার্সকে কলুষিত করার জন্য তারা পরস্পর যোগসাজসে গ্রাহকদের অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করার হীন প্রয়াসে ই-অরেঞ্জ প্রতিষ্ঠা করে। চমকপ্রদ অফার দিয়ে ২৭ জন গ্রাহকের কাছ থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য সর্বমোট ৯ কোটি ৫৩ লাখ ৯১ হাজার ৭৯ টাকা গ্রহণ করে রশিদ প্রদান করে। কিন্তু ই-অরেঞ্জ ওই পেমেন্টের বিপরীতে পণ্য ডেলিভারির জন্য বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করে। সর্বশেষ মালিকানা হস্তান্তর হওয়ার ফলে সকল প্রকার পণ্য ডেলিভারি স্থগিত করে।

পরবর্তীতে আসামিরা আত্মগোপন করে। গ্রাহকদের সরল বিশ্বাসের সুযোগ নিয়ে পণ্য ডেলিভারি না করে আসামিরা পরস্পর যোগসাজসে বিশ্বাস ভঙ্গ ও প্রতারণার মাধ্যমে ওই অর্থ আত্মসাৎ করেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দেশে প্রতিনিয়ত চালের দাম কমছে বলে দাবি খাদ্যমন্ত্রীর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের বর্তমান খাদ্য পরিস্থিতি সন্তোষজনক পর্যায়ে রয়েছে মন্তব্য করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমদানি বেড়ে যাওয়ায় দেশে প্রতিনিয়ত চালের দাম কমছে।

রোববার (৩ অক্টোবর) বেলা ১২টায় বগুড়ার সান্তাহার সিএসডির উন্নয়নমূলক কাজ পরিদর্শন ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন খাদ্যমন্ত্রী।

তিনি বলেন, এবার বোরোর ভালো ফলন হয়েছে। বিদেশ থেকে চাল আমদানির কারণে বাজারে প্রতিনিয়তই কমছে চালের দাম। এই অবস্থা স্থিতিশিল রাখতে সরকারের বিভিন্ন জনবান্ধব কর্মসূচি অব্যাহত রয়েছে।

সাধন চন্দ্র মজুমদার বলেন, সারা দেশে খাদ্য মজুদের ধারণক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে মানসম্মত সিএসডি ও সাইলো নির্মাণ করা হচ্ছে। এসব গুদামের কর্মকর্তা-কর্মচারীদের জীবনমান উন্নত করতে আধুনিকমানের আবাসন ব্যবস্থা এবং বিভিন্ন অবকাঠামো নির্মাণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগারগুলোতে গেস্ট হাউজ এবং কনফারেন্স রুম নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে কোনো খাদ্য সংকট নেই। দেশের সাধারণ মানুষের খাদ্য নিশ্চিত করতে সরকারিভাবে ১০ টাকা কেজি মূল্যে খোলা বাজারে চাল বিক্রি ব্যবস্থা চালু রয়েছে। টিআর এবং কাবিখা কর্মসূচি যথযথভাবে চলমান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

দি পেনিনসুলার মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালকিাভুক্ত ভ্রমণ ও অবকাশ খাতের কোম্পানি দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের (পেনিনসুলা) সম্প্রতি শেয়ার দর বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য অপ্রকাশিত নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোনো তথ্য কিনা… তা জানতে চায় ডিএসই। এ সময় দি পেনিনসুলা চিটাগং লিমিটেডের লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, শেয়ারের দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোনো তথ্য কোম্পানিটির নিকট নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

শীর্ষে লাফার্জ হোলসিম; ২য় বেক্সিমকো লিমিটেড

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে লাফার্জ হোলসিম বিডি লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ১২৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা বেক্সিমকো লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ১১৪কোটি ১২ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেডের ১০৯ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- লংকা বাংলা ফাইন্যান্সের ৮০ কোটি ৬৮ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৫৭ কোটি ৮২ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ৭৬ কোটি ১৬ লাখ, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের ৫০ কোটি ৭১ লাখ, বেক্স ফার্মার ৪৫ কোটি ৫৩ লাখ, জেনেক্স ইনফোসিসের ৩৮ কোটি ৭১ লাখ ও বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি লিমিটেডের লেনদেন হয়েছে ৩৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

  1. লাফার্জ হোলসিম বিডি
  2. বেক্সিমকো লিমিটেড
  3. ওরিয়ন ফার্মা
  4. লংকা বাংলা ফাইন্যান্স
  5. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  6. পাওয়ার গ্রিড কোম্পানি
  7. ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স
  8. বেক্স ফার্মা
  9. জেনেক্স ইনফোসিস
  10. বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি লিমিটেড।

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান লক্ষ্য করা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.০০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭৩৫৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫৯৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩১.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৭৪১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৪৩৯ কোটি ২৪ লাখ ৯৩ হাজার টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৫০২ কোটি ৩০ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১০৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২১৬টির, আর দর অপরিবর্তিত আছে ৫১টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- লাফার্জ হোলসিম বিডি, বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, পাওয়ার গ্রিড কোম্পানি, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, বেক্স ফার্মা, জেনেক্স ইনফোসিস ও বারাকা পতেঙ্গা পাওয়ার কোম্পানি লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৩.০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২১ হাজার ৫১০ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৭৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৯ কোটি ৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ১২২ কোটি ৯৮ লাখ টাকা। ।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লংকা বাংলা ফাইন্যান্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস