নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলে লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত ৩০ জুন ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। আর শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১৭.৩৮ টাকা।

আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটি বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

নিয়ালকো এলুয়েসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত প্রকৌশ খাতের কোম্পানি নিয়ালকো এলুয়েস লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৭ অক্টোবর আহবান করা হয়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা সাড়ে ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় কোম্পানটির গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

সম্প্রতি এই কোম্পানিটি এসএমই প্লাটফর্মে তালিকাভুক্ত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইসলামী ব্যাংকের ৩য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২১ অক্টোবর অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ২:৩০ টায় রাজধানীর মতিঝিলে অবস্থিত ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৬(১) অনুযায়ী ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় বিনিয়োগকারীদের উদ্দেশ্যে ব্যাংকটির চলতি বছরের তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভ প্রকাশ করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ড্রাগন সোয়েটার স্পিনিংয়ের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার স্পিনিং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর মালিবাগে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১৫ শতাংশ বোনাস লভ্যাশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

মাধবদীতে সাউথ বাংলা ব্যাংকের উপশাখা উদ্বোধন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকেরমাধবদীউপশাখা নরসিংদী জেলার মাধবদী পৌরসভার ব্যাংক রোডে আজ রোববার ১৭ অক্টোবর, ২০২১ তারিখে উদ্বোধন করেন মাধবদী পৌরসভার মেয়র হাজী মোঃ মোশাররফ হোসেন প্রধান মানিক।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্ উদ্দীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাধবদী মার্চেন্ট এসোসিয়েশনের সহ-সভাপতি আবদুল মোমেন মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী মাজিদুল হক হৃদয়, আমজাদ হোসেন ভুঁইয়া রিপন, মকবুল হোসেন প্রধান, লালমিয়া মোল্লা স্কুলের প্রধান শিক্ষক জাহাঙ্গীর হোসেন, ভবন মালিক ও ব্যবসায়ী মোসতাক আহমেদ সেলিম, মশিউর রহমান প্রমুখ। অনুষ্ঠানেউপশাখার তত্ত্বাবধায়ক শাখা বাবুরহাটের ব্যবস্থাপক আবদুল কাদের ও উপশাখার ইনচার্জ মো. শামীম আহমেদসহস্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোসলেহ্্ উদ্দীন আহমেদ বলেন, ব্যাংক একটি সেবামূলক আর্থিক প্রতিষ্ঠান। শতভাগ পেশাদারিত্বে আমরা ব্যাংকিং সবধরণের সেবা এই উপশাখার মাধ্যমে প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছি। আপনারা নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পেঅর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ইস্যু ও পেঅর্ডার জমা, সবধরণের আমানত প্রকল্প ও ঋণ সুবিধা পাবেন। এছাড়া রেমিট্যান্স প্রদান, আরটিজিএস সুবিধা, ইউটিলিটি বিলসহ সবধরণের ব্যাংকিং কার্যক্রম এই উপশাখার মাধ্যমে সম্পাদন করতে পারবেন। বৈদেশিক মুদ্রা সংক্রান্ত লেনদেনে ব্যাংকের শাখার মাধ্যমে সম্পাদনে আমাদের কর্মকর্তারা ভূমিকা রাখবে।

অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, সাউথ বাংলা ব্যাংক চতুর্থ প্রজন্মের একটি ব্যাংক। আমরা সম্প্রতি পুঁজিবাজারেও তালিকাভুক্ত হয়েছি। আমাদের প্রত্যেকটি শাখা ও উপশাখা অনলাইনে সংযুক্ত। আমরা ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মহান ব্রত্যয় নিয়ে মাধবদীতে উপশাখা খুলেছি। আপনাদের যেকোনো ব্যাংকিং সেবা প্রদানে আমরা সচেষ্ট থাকবো। প্রচলিত ব্যাংকিংয়ের বাইরে আমাদের ইসলামিক ব্যাংকিং উইন্ডো রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

‘কখনো কখনো ভুলে যাই আমি ব্যবসায়ী না কি বাণিজ্যমন্ত্রী’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রসঙ্গ তুলে ধরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, কখনো কখনো ভুলে যাই যে আমি ব্যবসায়ী না কি বাণিজ্যমন্ত্রী। রবিবার (১৭ অক্টোবর) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, যদিও আমি বাণিজ্যমন্ত্রী তারপরও প্রায় ৪০ বছর ধরে ব্যবসার সঙ্গে জড়িত ছিলাম। সে জন্য কখনো কখনো আমি ভুলে যাই আমি বাণিজ্যমন্ত্রী না ব্যবসায়ী।
তিনি বলেন, আমি যখন ব্যবসায়ীদের সঙ্গে বসি তখন ওই পরিচয়টা পেয়ে যাই। জানি না আমরা কখন একাকার হয়ে গেছি। আমরা সবাই জানি দেশটা কোথায় এসেছে, কোথায় ছিল। কথা হয়, সমালোচনা হয়। কিন্তু বাস্তবতা হলো আমরা আজকের অবস্থানে এসেছি।

বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলায় একটা কথা বলা হয়, সেটা আমরা জানি সবাই। সেটা সংস্কৃত থেকে এসেছে। আর তা হচ্ছে- ‘বৃক্ষ তার ফলে পরিচয়।’ তো বাংলাদেশের আজকের যে পরিচয়, সেটা কী হয়েছে? যেটা আমরা অলরেডি দেখছি সেটাই কিন্তু পরিচয়। যে যা বলছি সেটা বলতে পারি। কিন্তু যেটা দেখেছি সেটাই মূল।

রিজার্ভের তথ্য তুলে ধরে তিনি বলেন, আমাদের রিজার্ভ ৩৯ বিলিয়ন ডলারের কাছাকাছি এটা সর্বকালের রেকর্ড। একটা সময় ছিল, কখন বিদ্যুৎ আসে সেটার জন্য অপেক্ষা করতাম। আমি উত্তরবঙ্গের মানুষ। এখন আমার অঞ্চলে শতভাগ মানুষ বিদ্যুতের আওতায় এসেছে। সারাদেশের হিসাব করলে ৯৭ শতাংশ মানুষ বিদ্যুতের আওতায় চলে এসেছে।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ এবং ডিসিসিআই সভাপতি রিজওয়ান রাহমান উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট ২০২১’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাণিজ্য মন্ত্রণালয় ও ডিসিসিআই’র যৌথ আয়োজনে এই সামিট ২৬ অক্টোবর শুরু হয়ে ১ নভেম্বর পর্যন্ত চলবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ সামিটে ৩৮টি দেশের ৫৫২টি প্রতিষ্ঠান অংশ নেবে। এর মধ্যে দেশীয় প্রতিষ্ঠান ২৮১টি এবং বিদেশি প্রতিষ্ঠান ২৭১টি। সপ্তাহব্যাপী এই সামিটে ৪৫০টি বি টু বি (বিজনেস টু বিজনেস) বৈঠক অনুষ্ঠিত হবে।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ/

দ্যা পেনিনসুলার বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ভ্রমন ও প্রণোদণা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগং লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৪টায় চট্টগ্রামে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি ১০ শতাংশ নগদ লভ্যাশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

  1. ফরচুন সুজ
  2. আইএফআইসি ব্যাংক
  3. ওরিয়ন ফার্মা
  4. লাফার্জ হোলসিম বিডি
  5. এনআরবিসি ব্যাংক
  6. বিএটিবিসি
  7. ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
  8. জেনেক্স ইনফোসিস
  9. বেক্সিমকো লিমিটেড
  10. সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

দিনশেষে লেনদেন বাড়লেও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৬.৮০ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১৮৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫৪৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৭০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৬৫৫ কোটি ৩৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৪৩৩ কোটি ৮৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮৭টির, আর দর অপরিবর্তিত আছে ২৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ফরচুন সুজ, আইএফআইসি ব্যাংক, ওরিয়ন ফার্মা, লাফার্জ হোলসিম বিডি, এনআরবিসি ব্যাংক, বিএটিবিসি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বেক্সিমকো লিমিটেড ও সোনালী পেপার এন্ড বোর্ড লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯৪.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২১ হাজার ১২২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৬টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এনআরবিসি ব্যাংক ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/এস