স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় ধরণের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও বেড়েছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৯.১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৭১৯৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫২৫ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২৬.৫৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৬৭৮ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৯৩ কোটি ৮৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৫৫ কোটি ৩৭ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩২৪টির, আর দর অপরিবর্তিত আছে ১৭টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লাফার্জ হোলসিম বিডি, বিএটিবিসি, ফরচুন সুজ, বেক্সিমকো লিমিটেড, আইএফআইসি ব্যাংক, এনআরবিসি ব্যাংক, জেনেক্স ইনফোসিস ও পাওয়ার গ্রিড কোম্পানি লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১৪.৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৭০৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫টির, কমেছে ২৫৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৬৩ কোটি ৮২ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এশিয়া ইন্স্যুরেন্স ও বিএটিবিসি লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এস