সাপ্তাহিক লেনদেনে ১ম বেক্সিমকো; ২য় আইএফআইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এসপ্তাহে কোম্পানিটির ৬২১ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

দ্বিতীয় স্থানে উঠে আসা আইএফআইসি ব্যাংক লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৩১৫ কোটি ৯১ লাখ টাকার।

তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেডের ২৩৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে।

সাপ্তাহিক লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বিএটিবিসির ২০৩ কোটি ১২ লাখ, সাইফ পাওয়ারটেকের ১৯৩ কোটি ৭৩ লাখ, আলিফ ম্যানুফেক্চারিংয়ের ১৬৪ কোটি ৬০ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে ১৬১ কোটি ৭০ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৫৮ কোটি ২৩ লাখ, মালেক স্পিনিংয়ের ১৫১ কোটি ৩২ লাখ, এনআরবিসি ব্যাংক লিমিটেডের লেনদেন হয়েছে ১৫০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার।

স্টকমার্কেটবিডি.কম/

৫ দিনে বাজার মূলধন কমেছে ১২ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন প্রায় ১২ হাজার কোটি টাকা কমেছে। এসময় সেখানে সূচকগুলোও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৬ হাজার ৪৩০ কোটি ৪০ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৭ হাজার ৫৫০ কোটি ১৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ১৪.৮৩ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১ হাজার ২৮৬ কোটি ৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১ হাজার ৫১০ কোটি ২ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ১৪.৮৩ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫৫.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৯০৬ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৩৭.৬৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৬০১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৭.২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৬২ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৮২টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, কমেছে ২৭০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৮টির শেয়ার ও ইউনিটের দর। আর ৪টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৬৩ হাজার ৪৯৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৫১ হাজার ৫৫৮ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১১,৯৪০ কোটি টাকা বা ২.১২ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস