Invalid Data…..
Day: January 22, 2025
‘অনলাইন ভ্যাট চালু হলে ফাঁকির সুযোগ থাকবে না’
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
অনলাইন ব্যবস্থা চালু হলে আগামীতে ভ্যাট ফাঁকির কোনো সুযোগ থাকবে না বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. আব্দুল মান্নান পাটোয়ারী।
তিনি বলেন, এখন যারা ভ্যাট ফাঁকি দিচ্ছেন তারা আগামীতে আর পারবেন না। প্রত্যেক প্রতিষ্ঠান এবং দোকানে নতুন ভ্যাট মেশিন বসানো হচ্ছে। তাই আপনি যাই কিনবেন সঙ্গে সঙ্গে তার ভ্যাট সার্ভারে যাবে। এই অনলাইন ব্যবস্থা চালু হলে তখন ভ্যাট ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না।
বুধবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠান তিনি এসব কথা বলেন। ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ- ২০২১ উপলক্ষে প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল মান্নান পাটোয়ারী বলেন, ভ্যাট আইনটি নতুনভাবে প্রচলিত হয়েছে, অনেক প্রতিষ্ঠানের এই আইন সম্পর্কে ধারনা নেই। তাই ইচ্ছাকৃত হোক, অনিচ্ছাকৃত হোক তারা বিষয়টি এড়িয়ে যাচ্ছে। তবে যখন অডিট করা হয় তখন ধরা পড়ে।
এসময় মূল্য সংযোজন করের (ভ্যাটের) পরিমাণ কমানো এবং এর হার কমানোর সুপারিশ করে তিনি বলেন, জরিমানার পরিমাণ বাড়াতে হবে। কিন্তু এটা পাঁচ কিংবা ১০ বছর পরে। তখন সবাই আইনটা বুঝে যাবে। আইনের প্রয়োগটা বুঝবে সবাই। আমি মনে করি প্রাথমিক ভাবে এই জিনিস গুলো বিবেচনায় আনা উচিৎ।
রাজস্ব বোর্ড মুশক পরামর্শদাতাদের প্রয়োজনীয়তা উল্লেখ করে তিনি বলেন, ভ্যাট আইনের বিষয়ে এখনো অনেক অস্পষ্টতা রয়ে গেছে। ব্যবসায়ীরা ব্যবসা করেন কিন্তু আইন কানুন সম্পর্কে ধারণা কম, তাই ভুল করেন। সেজন্য আপনারা যারা ভ্যাট নিয়ে কাজ করেন তাদের প্রয়োজনীয়তা উপলব্ধি করেই রাজস্ব বোর্ড মুশক পরামর্শের বিষয়টি আইনে নিয়ে আসছে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নূরুল আজহার, সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, চাটার্ড সেক্রেটারি এম. নুরুল আলম প্রমুখ।
স্টকমার্কেটবিডি.কম/
২১৪ কোটি টাকা ভোক্তাদের ফেরত দিতে মন্ত্রণালয়ের চিঠি
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের ইকমার্স প্রতিষ্ঠানগুলোর পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা ২১৪ কোটি টাকা ভোক্তাদের ফেরত দিতে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
বাংলাদেশ ব্যাংক আগামী সপ্তাহে টাকা ফেরত দেওয়া শুরু করবে বলে জানা গেছে বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক সূত্রে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ইকমার্স প্রতিষ্ঠানগুলো নিয়ে গঠিত জাতীয় কমিটির ২ ডিসেম্বর অনুষ্ঠিত সভায় এই অর্থ ফেরত দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে ডিজিটাল কমার্স আইন প্রণয়ন ও কর্তৃপক্ষ গঠনের লক্ষ্যে গঠিত উপ কমিটির দ্বিতীয় সভায় সিদ্ধান্ত হয়, যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো মামলা চলমান নেই, সেসব প্রতিষ্ঠানের নামে এসক্রো সার্ভিসে ভোক্তাদের আটকে থাকা অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/
বৃহস্পতিবার শেয়ারবাজার বন্ধ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
বিজয় দিবস উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।
এর পরে আগামী রবিবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।
স্টকমার্কেটবিডি.কম/
ছেলেদেরকে শেয়ার দিবে উদ্যোক্তা বাবা
স্টকমার্কেটবিডি ডেস্ক:
শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি প্রিমিয়ার সিমেন্ট মিলস লিমিটেডের স্পন্সর পরিচালক তার ছেলেদেরকে ১ লাখ করে শেয়ার হস্তান্তর করার ঘোষণা করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
জাহুর আহমেদ নামে কোম্পানিটির এই স্পন্সর পরিচালকের হাতে থাকা ১ লাখ করে শেয়ার তার ছেলে মোহাম্মদ নিজামউদ্দিন ইশতি ও মঈনু উদ্দিন চিশতিকে প্রদান করবেন। তার হাতে মোট ১২ লক্ষ শেয়ার রয়েছে।
সিএসইর অনুমোদন পেলে এসব শেয়ার তিনি তার সন্তানদেরকে আগামী ৩০ দিনের মধ্যে উপহার হিসাবে হস্তান্তর করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
স্টকমার্কেটবিডি.কম/বি
লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন সুজ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ৮৯ লাখ টাকার।
৩৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওয়ান ব্যাংক লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিসের ২৭ কোটি ৪৮ লাখ, সােনালী পেপার মিলসের ২৫ কোটি ৫৯ লাখ, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালসের ২৪ কোটি ৮০ লাখ, জিএসপি ফাইন্যান্সের ২২ কোটি ৩৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ২০ কোটি ৬৯ লাখ, লিন্ডে বিডির ১৫ কোটি ২১ লাখ ও আইএফআইসি ব্যাংক লিমিটেডের ১৩ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস
আইটি কনসালটেন্সের ক্যাটাগরি পরিবর্তন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আইটি কনসালটেন্স লিমিটেডকে ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।
জানা গেছে, আইটি কনসালটেন্স লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।
স্টকমার্কেটবিডি.কম/এ
লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে ইভেন্স টেক্সটাইল
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ইভেন্স টেক্সটাইল লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
আগামী ১৯ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।
জানা গেছে, ইভেন্স টেক্সটাইল লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।
এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।
স্টকমার্কেটবিডি.কম/এ
- বেক্সিমকো লিমিটেড
- ফরচুন সুজ
- ওয়ান ব্যাংক
- জেনেক্স ইনফোসিস
- সােনালী পেপার মিলস
- এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস
- জিএইচপি ফাইন্যান্স
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- লিন্ডে বিডি
- আইএফআইসি ব্যাংক লিমিটেড।
ডিএসইতে লেনদেন কমলেও বেড়েছে সিএসইতে
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৮৬৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৬২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫৮৬ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮০৭ কোটি ৪০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৮০ কোটি ৭৯ লাখ টাকা।
ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৫৯ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮টির, আর দর অপরিবর্তিত আছে ৬০টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ওয়ান ব্যাংক, জেনেক্স ইনফোসিস, সােনালী পেপার মিলস, এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, জিএইচপি ফাইন্যান্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, লিন্ডে বিডি ও আইএফআইসি ব্যাংক লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৯০.৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৭৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১২৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৪ কোটি ১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৪৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্স ফার্মা ও ডাচ বাংলা ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/