স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
করোনা মহামারিতে অর্থনৈতিক কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এখনো ভয়াবহ অবস্থা পার করছেন। তাই ঋণ শ্রেণীকরণ না করার সুবিধা আগামী বছরের ৩০ জুন পর্যন্ত বাড়াতে চিঠি দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। বাংলাদেশ ব্যাংককে যত দ্রুত সম্ভব ঋণ শ্রেণীকরণ না করার মেয়াদ বৃদ্ধিসংক্রান্ত ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।
গতকাল রবিবার সকালে রাজধানীর অফিসার্স ক্লাবে আয়োজিত এফবিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা ২০১৯-২০২০-এ তিনি এ আহ্বান জানান। এফবিসিসিআই সভাপতি বলেন, ‘ঋণ শ্রেণীকরণ না করার মেয়াদ বাড়ালে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি আসবে এবং অর্থনৈতিক পুনরুদ্ধার দ্রুত সম্ভব হবে।’
বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্যে জসিম উদ্দিন জাতীয় রাজস্ব বোর্ডের প্রতি তাড়াহুড়া করে নতুন আয়কর আইন চূড়ান্ত না করার আহ্বান জানান। যেহেতু বর্তমানে একটি আয়কর আইন প্রযোজ্য রয়েছে, তাই এফবিসিসিআইসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে আলোচনার ভিত্তিতে নতুন আইন প্রণয়ণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সভাপতি আরো বলেন, ‘এলডিসি উত্তরণ-পরবর্তী সময়ে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে বাংলাদেশকে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা ও উন্নয়নশীল দেশের সম্ভাবনাকে কাজে লাগাতে দেশের সব খাতের ব্যবসায়ীদের একসঙ্গে কাজ করতে হবে।’
তিনি বলেন, ‘দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনটির দরজা সব ব্যবসায়ীর জন্য খোলা। তাদের যেকোনো সমস্যায় পাশে থাকাবে এফবিসিসিআই। এরই মধ্যে ৭৮টি স্ট্যান্ডিং কমিটি গঠিত হয়েছে। খাতভিত্তিক সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানে কাজ করবে এসব কমিটি।’
এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিনের সভাপতিত্বে বার্ষিক সভায় সংগঠনের সিনিয়র সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহসভাপতি এম এ মোমেন, মো. আমিনুল হক শামীম ও মো. আমিন হেলালী উপস্থিত ছিলেন।
স্টকমার্কেটবিডি.কম/