মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু ১ জানুয়ারি

করোনার কারণে ২০২১ সালে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার আয়োজন করা সম্ভব হয়নি। করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হওয়ায় আগামী ১ জানুয়ারি থেকে নতুন ঠিকানা রাজধানীর পূর্বাচলে অবস্থিত বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে শুরু হচ্ছে মাসব্যাপী বাণিজ্য মেলা ২০২২।

বাসস জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন মেলা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২৬তম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এবার মেলায় ছোট-বড় মিলে ২২৫টি স্টলে দেশি-বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হবেন।

এবার প্রথম মেলায় দর্শনার্থীদের যাতায়াতের সুবিধার জন্য থাকছে ৩০টি বিআরটিসি বাস। কুড়িল ফ্লাইওভারের নিচ থেকে মাসব্যাপী সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত যাতায়াত করবে বাসগুলো। এসব বাসে ন্যূনতম ২৫ টাকা ভাড়ায় দর্শনার্থীরা যাতায়াত করতে পারবেন।

এক্সিবিশন সেন্টারের ভেতরে ও সামনের ফাঁকা জায়গা মিলে স্টল থাকবে।

এতে করে দর্শনার্থীরা স্বাচ্ছন্দে ঘুরে বেড়াতে পারবেন। এবারও প্রিমিয়ার প্যাভিলিয়ন, প্রিমিয়ার মিনি প্যাভিলিয়ন, জেনারেল স্টল, ফুডকোড, মিনি স্টল, প্রিমিয়ার স্টলসহ ৩২টি ক্যাটাগরি রয়েছে। মিলনায়তনের ভেতরে নিজস্ব একটা ক্যাফেটরিয়া রয়েছে। একসঙ্গে ৫০০ লোক বসে খাবার খেতে পারবে।

লুব-রেফের ১৯তম এজিএম অনুষ্ঠিত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেড এর ১৯তম বার্ষিক সাধারণ সভা সোমবার (২৭ ডিসেম্বর) ডিজিটাল প্লাটফর্ম এর মাধ্যমে অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় শেয়ারহোল্ডারগন ডিরেক্টর, স্পন্সর শেয়ারহোল্ডার ও প্রমোটর ব্যতীত ১০% নগদ লভ্যাংশ অনুমোদন করে।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ, পরিচালক সালাউদ্দিন ইউসুফ, পরিচালক ডাঃ ইসরাত জাহান, স্বতন্ত্র পরিচালক প্রফেসর মোহাম্মদ মনিরুজজামান, এফসিএ, এসিএমএ, স্বতন্ত্র পরিচালক ওয়াহিদ উদ্দিন চৌধুরী, কোম্পানি সচিব মোহাম্মদ মশিউর রহমান এসিএস এবং প্রধান আর্থিক কর্মকর্তা মফিজুর রহমান, সিএমএ, সিজিআইএ উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউনিক হোটেল এন্ড রিসোর্টসের লভ্যাংশ অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউনিক হোটেল এন্ড রিসোর্টস লিমিটেড এর ২০তম বার্ষিক সাধারণ সভা আজ সোমবার সকাল ১১:০০ ঘটিকায় ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কোম্পানীর পরিচালনা বোর্ডের চেয়ারপার্সন মিসেস সেলিনা আলী। উক্ত সভায় উপস্থিত ছিলেন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নূর আলী। সভায় উপস্থিত শেয়ারহোল্ডারগন ২০২০-২১সালের সমাপ্ত বছরের হিসাবের ভিত্তিতে ১০% নগদ লভ্যাংশ (সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য) অনুমোদন করেন।

ভাচুর্য়াল প্লাটফর্মের মাধ্যমে অনুষ্ঠিতব্য ২০তম বার্ষিক সাধারণ সভায় বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারসহ যুক্ত ছিলেন স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ফোরকান উদ্দিন এফসিএ,স্বতন্ত্র পরিচালক জনাব এন কে এ মবিনএফসিএস,এফসিএও মোহাম্মদ আহসান উল্লাহ। মনোনীত পরিচালক আরটি এন. গোলাম মোস্তফা, জনাব মোঃ সাইফুল ইসলাম, মোঃ খালেদ নূর, গাজী মোঃ সাখাওয়াত হোসেন, গোলাম সরোয়ার এফসিএ, এবং পরিচালক-রেগুলেটরি অ্যাফেয়ার্স ও কোম্পানী সচিব মোঃ শরীফ হাসান এফসিএস।

এছাড়াও সভায় সংযুক্ত ছিলেন উপদেষ্টা ড. খন্দকার শওকত হোসেন, মহাব্যবস্থাপক হিসাব ও অর্থ মোহাম্মদ আবুনাসের, অভ্যন্তরীন নিরীক্ষা বিভাগের মোসাব্বিরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় শেয়ারহোল্ডারগনের উদ্দেশ্যে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নূর আলী কোম্পানীর বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন এবং শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

স্টকমার্কেটবিডি.কম/

লভ্যাংশ কম দেওয়ায় ‘বি’ ক্যাটাগরিতে হামিদ ফেব্রিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেড লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, হামিদ ফেব্রিকস লিমিটেড গত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এ

মেলায় ৪০০ কোটি টাকার ফ্ল্যাট-প্লট বুকিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রিহ্যাব ফেয়ার ২০২১ এ বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট, বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ কথা বলেন রিহ্যাবের প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন (কাজল)।

তিনি বলেন, রিহ্যাব ফেয়ার ২০২১ এ বিকেল ৪টা পর্যন্ত প্রায় ৩৯৭ কোটি ৩৮ লাখ টাকার ফ্ল্যাট, প্লট, বাণিজ্যিক স্পেস বিক্রি ও বুকিং হয়েছে। এরমধ্যে ফ্ল্যাট বিক্রি ও বুকিং হয়েছে ১৯৮ কোটি টাকা। প্লট ১২৫ কোটি, বাণিজ্যিক স্পেস ৭৪ কোটি ৩৮ লাখ টাকার বুকিং ও বিক্রি হয়েছে। এছাড়া ব্যাংক কমিটমেন্ট এসেছে প্রায় দেড় হাজার কোটি টাকা। মেলায় ক্রেতা-দর্শনার্থী এসেছে ১৯ হাজার ২৩৭ জন।

আলমগীর শামসুল আলামিন বলেন, মেলার আসল উদ্দেশ্য ব্র্যান্ডিং করা। এখানে যেসব ক্রেতা-দর্শনার্থী এসেছেন তারা সবাই ফ্ল্যাট বা প্লট ক্রয় করবেন। কেউ হয়তো এখন ক্রয় করবেন আর কেউ হয়তো একটু পরে ক্রয় করবেন। মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো মেলায় আসা ক্রেতার কাছে তাদের পণ্যের মান সম্পর্কে তুলে ধরেছেন। তারা ক্রেতা-দর্শনার্থীতে নার্সিং করবেন আর ক্রেতারা যে দেখে গেলেন তা যাচাই-বাছাই করবেন এবং পরবর্তীতে ফাইনাল সিদ্ধান্ত নেবেন।

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বাংলাদেশ শিপিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৮ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৩ কোটি ৫৮ লাখ টাকার।

২৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেনেক্স ইনফোসিসের ২৪ কোটি ৫৫ লাখ, বেক্স ফার্মার ১৮ কোটি ৭৭ লাখ, ওয়ান ব্যাংকের ১৭ কোটি ৬৫ লাখ, বীকন ফার্মার ১৫ কোটি ৩৩ লাখ, সোনালী পেপার মিলসের ১৪ কোটি ৯০ লাখ, আইএফআইসি ব্যাংকের ১৩ কোটি ৪৯ লাখ ও ফরচুন সুজ লিমিটেডের ১৩ কোটি ২৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বাংলাদেশ শিপিং করপোরেশন
  3. এশিয়া ইন্স্যুরেন্স
  4. জেনেক্স ইনফোসিস
  5. বেক্স ফার্মা
  6. ওয়ান ব্যাংক
  7. বীকন ফার্মা
  8. সোনালী পেপার মিলস
  9. আইএফআইসি ব্যাংক
  10. ফরচুন সুজ লিমিটেড।

দিনশেষে সূচকের উত্থান হলেও সূচকের পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সব গুলো সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩৯.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৬৬৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৮.৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫০৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৫ কোটি ১০ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮৮৫ কোটি ৬১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৬ টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪২টির, আর দর অপরিবর্তিত আছে ৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, এশিয়া ইন্স্যুরেন্স, জেনেক্স ইনফোসিস, বেক্স ফার্মা, ওয়ান ব্যাংক, বীকন ফার্মা, সোনালী পেপার মিলস, আইএফআইসি ব্যাংক ও ফরচুন সুজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫৩.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৪২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৩ কোটি ৭১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ৫৮ কোটি ১৮ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও ব্যাংক এশিয়া লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

আইসিবির ১০০০ কোটি টাকার সুকুক বন্ডের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

১ হাজার কোটি টাকার সুকুক বন্ড বা ইসলামী শরীয়াহসম্মত বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানির পরিচালনা পর্ষদ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং অন্যান্যদের অনুমোদন সাপেক্ষে ১০ বছরের জন্য ১ হাজার কোটি টাকার “আইসিবি ফাস্ট মুদারাবা সুকুক” ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে৷

ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের “আইসিবি ফাস্ট মুদারাবা সুকুক” এর মূল বৈশিষ্ট্য হলো- সুকুকের নাম: আইসিবি ১ম মুদারাবা সুকুক, প্রবর্তক: ​​ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ (আইসিবি), তহবিলের আকার: ১ হাজার কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম/বি

ফুয়াং সিরামিকসের বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি ফুয়াং সিরামিকস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভার দিন পূণ:নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২৯ ডিসেম্বর এই বোর্ড সভাটির দিন পূণ:নির্ধারণ করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি