স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৪৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭১ কোটি ৪০ লাখ টাকার।
৪১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ফরচুন সুজ লিমিটেড।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সাইফ পাওয়ারটেকের ৪০ কোটি ৮ লাখ, এসিআই লিমিটেডের ৩৪ কোটি ৮১ লাখ, জিপিএইচ ইস্পাতের ৩৪ কোটি ৪৭ লাখ, পাওয়ার গ্রিড কোম্পানির ২৮ কোটি ৩৯ লাখ , এ্যাক্টিভ ফাইনের ২৬ কোটি ৬১ লাখ, লিন্ডে বিডির ২৫ কোটি ১০ লাখ ও এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের ২৩ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এস