স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
মার্কেন্টাইল ব্যাংক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন(বিএসইসি)।
মঙ্গলবার আগাঁরগায়ে অবস্থিত প্রধান অফিসে কমিশনের ৮১৩তম নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক মো: রেজাউল করিম স্বাক্ষরিত এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানাে হয়।
কমিশন সূত্রে জানা যায়, ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা।
এর মধ্যে ফান্ডটির উদ্যোক্তা অংশ অর্থাৎ মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কর্তৃক ৫ কোটি টাকা। আর ৪৫ কোটি টাকা সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে উত্তোলন করা হবে। ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ টাকা।
এই বন্ডটির ইস্যু ম্যানেজার হিসাবে রয়েছে এমবিএল এ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড। আর হেফাজতকারী হিসাবে ব্র্যাক ব্যাংক লিমিটেড ও ট্রাস্টি হিসেবে কাজ করবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/এম