দিনশেষে লেনদেন ও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের বড় উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৫৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪৫৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৭.৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৪৮৯ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৯৮ কোটি ৯১ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭৩০ কোটি ১ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৬৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬৮টির, আর দর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, সাইফ পাওয়ারটেক, কেয়া কসমেটিকস,  ইউনিয়ন ব্যাংক, ড্রাগন সোয়েটার স্পিনিং, বিএটিবিসি ও সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৭.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৭১৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১১৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ১৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ২৫ কোটি ৭৪ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

পদ্মা ওয়েলের সাথে লুকওয়েলের চুক্তি স্বাক্ষর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি পদ্মা ওয়েল লিমিটেড ও লুকওয়েল মেরিন লূব্রিকেন্টস ডিএমসিসির একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তি আওতায় এই কোম্পানির লূব্রিকেন্টস বিক্রি করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

গতকাল সোমবার সংযুক্ত আরব আমেরাতের দুবাইয়ে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

এই চুক্তি আওতায় পদ্মা ওয়েলের অনুমোদিত পাম্পে লুকওয়েল মেরিন লূব্রিকেন্টস বিক্রি করা হবে।

এই চুক্তি বাস্তবায়ন হলে পদ্মা ওয়েল লিমিটেডের আয় বাড়বে বলে জানানাে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নত বিশ্বের মতো বীমাব্যবস্থা আমাদের দেশেও চালু হোক, সেটাই আমরা চাই। আমাদের সরকার বেশ কয়েকটি ইনস্যুরেন্স কম্পানির অনুমতি দিয়েছে, এগুলো আরো কার্যকর করতে হবে। আমরা স্বাস্থ্যবীমাও চালু করতে চাই। এ জন্য কাজ শুরু করতে হবে।

আজ মঙ্গলবার জাতীয় বীমা দিবস ২০২২ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নির্বাচনী ওয়াদা অনুযায়ী আমরা সবার জন্য সর্বজনীন পেনশনব্যবস্থা চালু করতে যাচ্ছি। এতে সবার জীবনের নিশ্চয়তা দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, বীমা নিয়ে মানুষের আস্থা বাড়াতে হবে। গ্রাহকের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সেবা দিতে হবে। মানুষকে বীমার বিষয়ে আগ্রহী করতে নতুন নতুন পদ্ধতি কাজে লাগাতে হবে। জনগণকে উৎসাহী করতে আরো ব্যাপক প্রচার চালাতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

আজ জাতীয় বীমা দিবস

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ ১ মার্চ মঙ্গলবার জাতীয় বীমা দিবস। সারাদেশে তৃতীয়বারের মতো পালন করা হচ্ছে ‘জাতীয় বীমা দিবস ২০২২’।

এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘বীমায় সুরক্ষিত থাকলে, এগিয়ে যাব সবাই মিলে’। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের তত্ত্বাবধানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের সহযোগিতায় রাজধানী ঢাকাসহ সারাদেশে দিবসটি উদযাপন করা হবে।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আয়োজিত জাতীয় বীমা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এফসিএ, এমপি।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ আলফা ইন্স্যুরেন্স কোম্পানিতে যোগদান করেন। বীমা পেশায় তার যোগদানের দিনটিকে স্মরণে রাখতে বাংলাদেশ সরকার ১ মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করেছে।

স্টকমার্কেটবিডি.কম/

নাহি এলুমিনাম কম্পোজিটের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনার্জিপ্যাক পাওয়ার ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত কোম্পানি এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি আগামীকাল ২ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

জানা গেছে, কোম্পানিটি সমাপ্ত অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আর এই লভ্যাংশ দিয়ে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি এই লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবে লভ্যাংশ পাঠিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এম/

নেগেটিভ ইকুইটি সমন্বয়ের সময় ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ালো বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারের মধ্যস্থতাকারী ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের নেগেটিভ ইকুইটি-সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ আরেক দফায় বাড়িয়ে আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ নিয়ে সপ্তমবারের মতো মেয়াদ বাড়ানো হলো। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল মেয়াদ বাড়ানোর বিষয়টি জানায় কমিশন।

সম্প্রতি নেগেটিভ ইকুইটির পরিমাণ ও সংখ্যা-সংক্রান্ত ভিন্ন ভিন্ন তথ্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে নিজ নিজ নেগেটিভ ইকুইটি শূন্যে নামিয়ে আনতে বিএসইসি নির্দেশ দিয়েছে বলে গণমাধ্যমে খবর প্রচারিত হয়। যার পরিপ্রেক্ষিতে বিষয়টি স্পষ্ট করে গতকাল এ বিজ্ঞপ্তি দেয় কমিশন। বিজ্ঞপ্তিতে কমিশন বলছে, ২০২০ সালের জানুয়ারির পর কমিশন থেকে নেগেটিভ ইকুইটি নিয়ে আর কোনো নির্দেশনা দেয়া হয়নি। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত খবরে মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে, যা শেয়ারবাজারের উন্নয়নে অন্তরায়।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শেয়ারবাজারের নেগেটিভ ইকুইটি বা ঋণাত্মক মূলধনের সমস্যা সমাধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা। ফলে বেশির ভাগ প্রতিষ্ঠান বিগত সময়ে নেগেটিভ ইকুইটি অ্যাকাউন্টের সব শেয়ার বিক্রি করে ও মূল কোম্পানি থেকে তার সাবসিডিয়ারিকে বাড়তি মূলধনের জোগান দিয়ে এ সংকট থেকে বের হয়ে এসেছে। তবে অল্প কিছু প্রতিষ্ঠান এখনো নেগেটিভ ইকুইটি সমস্যা থেকে বের হতে পারেনি। কমিশন আশা করে স্বল্পতম সময়ে বাকি থাকা বেশির ভাগ প্রতিষ্ঠান উল্লেখিত সমস্যার সমাধান করতে পারবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিএসইসি শেয়ারবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর সেকশন ২০-এ প্রদত্ত ক্ষমতাবলে স্টক ডিলার হিসাব, স্টক ব্রোকারের মার্জিন হিসাব ও মার্চেন্ট ব্যাংকারের নিজস্ব ও মক্কেলের পোর্টফোলিও পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির বিপরীতে রক্ষিতব্য প্রভিশন-সংক্রান্ত ঐচ্ছিক সুবিধার মেয়াদ সপ্তমবারের মতো আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করেছে। শেয়ারবাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সময় বাড়ানো হয়েছে বলেও জানায় কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এ

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সিটি জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৮ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭.৫৩ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

আইপিডিসি ফাইন্যান্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল সোমবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৩৭ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.১২ টাকা।

আগামী ১৭ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইউনিলিভার কনজিউমারের ৪৪০% লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড গত হিসাব বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৪৪০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড সভায় ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৩.৮০ টাকা। আর এবছর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ দাঁড়িয়েছে ১২২.৯০ টাকা।

কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে আগামী ১৭ মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৩ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এ