সমতা লেদারের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ১০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীর গুলশানে অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এ্যারামিটের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এ্যারামিট লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৯৮ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.৫১ টাকা। এই সময় কোম্পানিটির আয় বেড়েছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ২.১৮ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭২.৯৩ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৮১.৪২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

এ্যারামিট সিমেন্টের আয় থেকে লোকসানে নেমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভূক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি এ্যারামিট সিমেন্ট লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় থেকে লোকসান নেমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ২.১৫ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ১.০৯ টাকা। এই সময় কোম্পানিটির আয় কমেছে।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ৪.১১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ০.২৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫.০৫ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ২৯.১৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

ডাচ্ বাংলা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ডাচ্ বাংলা ব্যাংক লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১৭.৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির বোর্ড সভায় লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানির ৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে।

ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৮.৭৯ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮.৪৪ টাকা।

আগামী ২৪ এপ্রিল কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। আর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৮ মার্চ।

স্টকমার্কেটবিডি.কম/এস

২৬ থেকে ৪০ হাজার টাকা বেতনে শিক্ষানবিশ কর্মকর্তা পদে নিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্নাতক ও স্নাতকোত্তর শ্রেনীর ফলাফল অপেক্ষমান ও শেষবর্ষের শিক্ষার্থীরা এনআরবিসি ব্যাংক হাতে-কলমে ব্যাংকিং শেখার (ইন্টারর্নশিপ) সুযোগ পাচ্ছেন। সর্বনি¤œ তিনমাস মেয়াদী এই ইন্টার্নশিপে তাদেরকে দেওয়া হবে সম্মানীও। এছাড়া ২৬ থেকে ৪০ হাজার টাকা বেতনে শিক্ষানবিশ কর্মকর্তা নেবে এনআরবিসি ব্যাংক। এসব পদে নিয়োগ পেতে আগামী ১৫ মার্চের মধ্যে www.nrbcommercialbank.com/career এই ঠিকানায় আবেদন করতে হবে।

প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার ও স্বকীয় উদ্ভাবনী ব্যাংকিং সেবার প্রসারে অপ্রতিদ্বন্ধী এনআরবিসি ব্যাংক। সারা দেশে ৭৫০টিরও বেশি সেবাকেন্দ্রের মাধ্যমে এর ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতিনিয়ত সম্প্রসারিত হচ্ছে এনআরবিসি ব্যাংকের নেটওয়ার্ক। এই সম্প্রসারিত নেটওয়ার্কের সাথে জড়িত হতে শিক্ষানবিশ কর্মকর্তা, ফিল্ড অফিসার, ইউনিট ইনচার্জ, এরিয়া ম্যানেজার নেবে ব্যাংকটি। এছাড়া, তরণদের হাতে-কলমে শিক্ষা দিয়ে ভবিষ্যতের একজন দক্ষ কর্মী তৈরিতে ইন্টার্নশিপের সুযোগ দেবে এনআরবিসি ব্যাংক।

ব্যাংকিং সেক্টরে দক্ষ জনবল তৈরিতে বিএসসি, বিবিএ, বিএ, বিএসএস, বিকম এবং অনার্স পাশ কিংবা ফলাফলের অপেক্ষায় যারা আছেন তাদের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ব্যাংকটি। সর্বনি¤œ ৩ মাস মেয়াদী এই ইন্টার্নশিপের জন্য প্রতিমাসে ১০,০০০ হাজার টাকা সম্মানী দেবে। সফলতার সঙ্গে ইন্টার্নশিপ শেষ করতে পারলে স্থায়ী কর্মী নিয়োগে ব্যাংকটি তাদের বিশেষ অগ্রাধিকার দেবে।

শিক্ষানবিশ কর্মকর্তা হতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন অনুমোদিত যেকোন শিক্ষা প্রতিষ্ঠান হতে ¯œাতক কিংবা ¯œাতকোত্তরে সিজিপিএ ৪.০০ এর মধ্যে ৩.০০ পেতে হবে। এস.এস.সি এবং এইচ.এস.সি.তে জিপিএ ৫.০০ এর স্কেলে ন্যূনতম ৪.০০ থাকতে হবে। বাংলাদেশের নাগরিক যাদের বয়স ২৮ ফেব্রুয়ারি ২০২২ এ সর্বোচ্চ ৩০ বছর এবং বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩২ বছরের মধ্যে আছে তারাই আবেদন করতে পারবেন। শিক্ষনবিশকাল শেষ হলে ব্যাংকের প্রচলিত বেতন কাঠামোর আওতায় তাদের চাকরি স্থায়ী হবে।

এছাড়া,ফিল্ড অফিসার, ইউনিট ইনচার্জ এবং এরিয়া ম্যানেজার হতে চাইলে প্রার্থীকে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ঋণ দানকারী প্রতিষ্ঠান, ক্ষুদ্র এবং কুটির শিল্প, এনজিও এবং অন্যান্য উন্নয়নমূলক প্রতিষ্ঠানে ন্যূনতম ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একই সাথে সাইকেল কিংবা মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে।

এই তিনপদে নিয়োগের বিজ্ঞপ্তি ও অনলাইনে আবেদন করতে ভিজিট করুন www.nrbcommercialbank.com/career

স্টকমার্কেটবিডি.কম/