বাংলাদেশের আম, আলু ও মৌসুমি সবজি নিতে চায় ইরাক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ থেকে আম, আলুসহ বিভিন্ন মৌসুমি সবজি আমদানিতে আগ্রহ দেখিয়েছে ইরাক। এ লক্ষ্যে রপ্তানি প্রক্রিয়া শুরু করতে খুব স্বল্পসময়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হবে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

বুধবার (১৬ মার্চ) দুপুরে সচিবালয়ে কৃষিমন্ত্রীর সঙ্গে নিজ দপ্তরে ঢাকায় নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত আব্দুল সালাম সাদ্দাম মোহিসেন এ আগ্রহের কথা জানান। পরে মন্ত্রী সাংবাদিকদের এ বিষয়ে বিস্তারিত জানান।

আব্দুর রাজ্জাক বলেন, এক সময়কার সেক্যুলার আরব রাষ্ট্র ইরাক বাংলাদেশের অন্যতম বন্ধুরাষ্ট্র। মুক্তিযুদ্ধের সময় তারা ছিল বাংলাদেশের অন্যতম স্বীকৃতিদানকারী। মাঝে যুদ্ধবিগ্রহের কারণে অর্থনৈতিক অবস্থা খারাপ হলেও এখন আবার ভালো হচ্ছে। এখন তেল রপ্তানি করে তারা মাসে ৮ বিলিয়ন ডলার আয় করে। সাম্প্রতিক সময়ে তাদের অর্থনৈতিক অবস্থা অনেক ভালোর দিকে।

বাংলাদেশ থেকে শাকসবজি-ফলমূল আমদানিতে ইরাকের আগ্রহ রয়েছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, আমের মৌসুমে আম নিতে তারা বেশি আগ্রহী। মূলত পৃথিবীর বিভিন্ন দেশ বাংলাদেশের সুস্বাদু ফল নিতে আগ্রহ দেখাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে আলুও ইরাক আমদানি করতে চাচ্ছে। আলু রপ্তানিতে আমাদের কোনো সমস্যা নেই। রপ্তানি করার মতো পর্যাপ্ত আলু বাংলাদেশে এখন উৎপাদন হচ্ছে।

ফল ও সবজি রপ্তানি প্রক্রিয়া শুরু করতে খুব স্বল্পসময়ে দুই দেশের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত হবে বলে জানান কৃষিমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/

রেনেটার শেয়ার কিনবে সাজিদা ফাউন্ডেশন

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি রেনেটা লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

সাজেদা ফাউন্ডেশন কোম্পানি নামে কোম্পানির এ করপোরেট পরিচালক ২২ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ করপোরেট পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

বৃহস্পতিবার বন্ধ থাকবে শেয়ারবাজার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মদিন উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকবে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, প্রতিবছর এই দিনটিতে সরকারী ছুটি থাকে। এদিন দেশের সব ব্যাংক, বীমাসহ সরকারী-বেসরকারী সকল প্রতিষ্ঠান বন্ধ থাকবে। এরি ধারাবাহিকতায় শেয়ারবাজারের লেনদেনসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে।

এর পর সাপ্তাহিত ছুটির পরেরদিন আগামী রবিবার থেকে শেয়ারবাজারে যথারীতি লেনদেন শুরু হবে।

স্টকমার্কেটবিডি.কম/

লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে মুন্নু ফেব্রিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আজিজ পাইপস লিমিটেড ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘জেড’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২০ মার্চ থেকে এই কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে শেয়ারবাজারে।

উল্লেখ্য, ইতোমধ্যে বিনিয়োগকারীদের নিজ নিজ বিওতে এই লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/এল

১০ দিনে জ্বালানি তেলের দাম ৩০ শতাংশ কমেছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের উদ্দেশ্যে চূড়ান্ত আক্রমণ শুরু করেছে রুশ সামরিক বাহিনী। তবে যুদ্ধের এই ডামাডোলের মধ্যে মানুষের জন্য সুখবর হলো, জ্বালানি তেলের দাম বৃদ্ধির ধারায় ছেদ পড়া। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম ১৩৯ ডলারে উঠে গিয়েছিল। গতকাল মঙ্গলবার রাত আটটায় এই প্রতিবেদন লেখার সময় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ৯৯ দশমিক ৭৪ ডলার।

রাশিয়া ইউক্রেনে হামলা শুরুর পর জ্বালানি তেলের দাম তরতর করে বাড়তে থাকে। ৬ মার্চ ব্রেন্ট ক্রুডের দাম ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ প্রতি ব্যারেল ১৩৯ ডলারে উঠে যায়। অর্থাৎ সর্বোচ্চ জায়গায় পৌঁছার পর জ্বালানির দাম প্রায় ৩০ শতাংশ কমেছে।

মূলত মার্কিন যুক্তরাষ্ট্র নিজেদের মজুত থেকে বিশ্ববাজারে তেল ছাড়ার কারণে দাম অনেকটা কমেছে বলে জানা গেছে। এ ছাড়া সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত তেলের সরবরাহ বৃদ্ধি করতে পারে, এমন আশাবাদও আছে বাজারে।

অন্যদিকে আরেকটি ঘটনা হঠাৎ করেই শাপেবর হয়েছে। সেটা হলো চীনের বেশ কিছু অঞ্চলে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে। এতে বিশ্বের বৃহত্তম তেল আমদানিকারক এই দেশটির তেলের চাহিদা হঠাৎ করেই কমে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সৌদি আরবের বড় ধরনের বিনিয়োগ চেয়েছেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে বড় ধরনের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগকে স্বাগত জানাই। ’

সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ আজ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের দেওয়া বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন।

তিনি বলেন, বিশেষ অর্থনৈতিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ করাসহ তাদের সহযোগিতা জোরদারে প্রস্তুত বাংলাদেশ। তাঁর সরকার দেশব্যাপী ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে।

শেখ হাসিনা সৌদি আরবের সঙ্গে বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘অনেক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা হয়েছে। দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের এসব খাতের মধ্যে রয়েছে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা। ’

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের অনেক কম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে, বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী। বহু বাংলাদেশি কর্মী বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখছেন।

ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের এবং বাংলাদেশের অপ্রতিরোধ্য অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেন।

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে একটি ‘বন্ধুত্বের শক্ত বন্ধন’ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী দিনগুলোতে এই বন্ধন আরো জোরদার হবে। ’

সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরো বাড়ানোকে তারা সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। তিনি বিভিন্ন আন্তর্জাতিক ইস্যু নিয়ে বাংলাদেশের সঙ্গে একত্রে কাজ করারও আশা করেন।

প্রধানমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ের একটি বিশেষ স্থানে রয়েছে। শেখ হাসিনা সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মাদ বিন সালমান আল সৌদকে তাঁর শুভেচ্ছা জানান।

প্রধানমন্ত্রী মুসলিম উম্মাহর দুই পবিত্র মসজিদের খাদেম সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের অবদানের প্রশংসা করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, অ্যাম্বাসাডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান বৈঠকে উপস্থিত ছিলেন।

সূত্র : বাসস।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় বিডিকম অনলাইন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬২ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বিডিকম অনলাইন লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৫৪ লাখ টাকার।

২৩ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে আমরা টেকনোলজিস লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিবিবি পাওয়ারের ১৯ কোটি ৯৮ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ১৭ কোটি ৬৪ লাখ, উত্তরা ব্যাংকের ১৫ কোটি ৭৩ লাখ, ওরিয়ন ফার্মার ১৫ কোটি ৫০ লাখ, আমরা নেটওয়ার্কসের ১৫ কোটি ৮ লাখ, অগ্নি সিস্টেমসের ১৩ কোটি ৪৯ লাখ ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের ১৩ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. বিডিকম অনলাইন
  3. আমরা টেকনোলজিস
  4. জিবিবি পাওয়ার
  5. বাংলাদেশ শিপিং করপোরেশন
  6. উত্তরা ব্যাংক
  7. ওরিয়ন ফার্মা
  8. আমরা নেটওয়ার্কস
  9. অগ্নি সিস্টেমস
  10. মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৭৬৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪৫৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২৪৫৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৮৩৫ কোটি ৭০ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০৬৫ কোটি ২৮ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১১৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২২৮টির, আর দর অপরিবর্তিত আছে ৩৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, বিডিকম অনলাইন, আমরা টেকনোলজিস, জিবিবি পাওয়ার, বাংলাদেশ শিপিং করপোরেশন, উত্তরা ব্যাংক, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, অগ্নি সিস্টেমস ও মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ৮২১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১৯২টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ২২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ২৬ কোটি ১৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও রবি আজিয়াটা।

স্টকমার্কেটবিডি.কম/

আইসিবির ১৫ লাখ শেয়ার বিক্রি করবে বিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১৫ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। বিডিবিএলের হাতে আইসিবির মোট ২০ কোটি ৫৪ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। এ করপোরেট পরিচালকের এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম