স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজার থেকে কোয়ালিফাইড ইনভেষ্টটর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে কৃষিবিদ সিড লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বাড়িয়ে দেখানো হয়েছে।
কোম্পানিটির এই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) আসে ১.৭৭ টাকা। কিন্তু উক্ত আর্থিক প্রতিবেদনে এ বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১.৮৭ টাকা।
এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটির এই ইপিএস ছিল ১.০৫ টাকা। বিএসইসিতে জমা দেওয়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে সেই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ৪.৭১ টাকা।
এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে ০.৬০ টাকা। এসময় কোম্পানিটির বেসিক ইপিএস হবে ০.৪৭ টাকা।
আথিক প্রতিবেদনের ৪৫ নম্বর পাতায় কৃষিবিদ সিড লিমিটেডের বিগত ৫ বছরের আয়-ব্যয় প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালে কোম্পানিটির নীট মুনাফা ছিল ১,৮৭,৩৬,৯২৭ টাকা। এসময় কোম্পানিটির মোট শেয়ার ছিল ১ কোটি ৬০ লাখ। হিসাব মতে, এ বছর কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়ায় ১.৭৭ টাকা।
আর ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ১,০৫,৭২,০২৩ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার সংখ্যা ছিল ১ কোটি । উক্ত বছর কোম্পানিটির প্রতি শেয়ারে আয় দাঁড়ানোর কথা ছিল ১.০৫ টাকা।
উক্ত ২০২০ ও ২০২১ সালে কোম্পানিটি ভুল করে প্রতি শেয়ারে আয় (ইপিএস) দেখিয়েছে যথাক্রমে ১.৮৭ টাকা ও ৪.৭১ টাকা।
এছাড়া ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতি শেয়ারে আয় (ইপিএস) ৪৭ পয়সা হওয়ার কথা থাকলেও তা কারসাজি করে ৬০ পয়সা দেখানো হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/