ইউনাইটেড ফাইন্যান্সের বাৎসরিক বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেডের সর্বশেষ বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৪ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীতে অবস্থিত কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

গত বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইউনিক হোটেলের সাথে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চুক্তি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের পরিচালনা পর্ষদ আল-আরাফাহ ইসলামী ব্যাংকের সাথে একটি চুক্তি সম্পন্ন করেছে।

সূত্র জানায়, চুক্তি অনুযায়ী ইউনিক হোটেল ব্যাংক থেকে ৫০০ কোটি টাকার ঋণ সুবিধা নিবে হোটেল ওয়েস্টিন-২ সম্প্রসারণের জন্য।

স্টকমার্কেটবিডি.কম/

স্বর্ণের দাম কমলো ভরিতে এক হাজার ১৬৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক বাজারে দাম কিছুটা নিম্নমুখী হওয়ায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

বুধবার থেকে দেশের বাজারে ভা‌লো মানের স্বর্ণের দাম ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

ফলে দে‌শের বাজা‌রে ভা‌লো মা‌নের স্বর্ণ প্রতি ভ‌রির দাম ক‌মে দাঁড়াচ্ছে ৭৮ হাজার ১৫৯ টাকা। বুধবার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হবে।

মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে বুধবার থেকে খরচ পড়বে ৭৮ হাজার ১৫৯ টাকা। মঙ্গলবার পর্যন্ত এই মানের স্বর্ণ প্রতি ভরি বিক্রি হচ্ছিল ৭৯ হাজার ৮২৫ টাকায়।

২১ ক্যারেটের স্বর্ণের দাম ১০৫০ টাকা ক‌মি‌য়ে ৭৪ হাজার ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। যা মঙ্গলবার পর্যন্ত ৭৫ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছিল।

এছাড়া ১৮ ক্যারেটের ৯৩২ টাকা ক‌মে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে ৬৪ হাজার ৩৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ৭০০ টাকা ক‌মি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫৩ হাজার ৩৬৩ টাকা।

স্বর্ণের দাম কমালেও রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

এর আগে গত ৮ মার্চ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস।

স্টকমার্কেটবিডি.কম/

কাট্টালী টেক্সটাইলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানি কাট্টালী টেক্সটাইল লিমিটেড চলতি বছরের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ২য় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৩৯ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.২৭ টাকা।

আর ৬ মাসে (জুলাই-ডিসেম্বর, ২১) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮৬ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৬৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৭.৫৬ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ১৬.৭১ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/

উত্তরা ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১৪ শতাংশ নগদ ও ১৪ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩২.৮৩ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

কৃষিবিদ সিডের ইপিএস কারসাজি!

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে কোয়ালিফাইড ইনভেষ্টটর অফারের (কিউআইও) মাধ্যমে অর্থ উত্তোলনের অনুমোদন পেয়েছে কৃষিবিদ সিড লিমিটেড। নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিকট জমা দেওয়া আর্থিক প্রতিবেদনে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) বাড়িয়ে দেখানো হয়েছে।

কোম্পানিটির এই নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত আয় (ইপিএস) আসে ১.৭৭ টাকা। কিন্তু উক্ত আর্থিক প্রতিবেদনে এ বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ১.৮৭ টাকা।

এর আগের বছর ২০২০ সালে কোম্পানিটির এই ইপিএস ছিল ১.০৫ টাকা। বিএসইসিতে জমা দেওয়া কোম্পানিটির আর্থিক প্রতিবেদনে সেই বছর শেয়ার প্রতি আয় (ইপিএস) দেখানো হয়েছে ৪.৭১ টাকা।

এছাড়া চলতি বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির ইপিএস দেখানো হয়েছে ০.৬০ টাকা। এসময় কোম্পানিটির বেসিক ইপিএস হবে ০.৪৭ টাকা।

আথিক প্রতিবেদনের ৪৫ নম্বর পাতায় কৃষিবিদ সিড লিমিটেডের বিগত ৫ বছরের আয়-ব্যয় প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, গত ৩০ জুন শেষ হওয়া ২০২১ সালে কোম্পানিটির নীট মুনাফা ছিল ১,৮৭,৩৬,৯২৭ টাকা। এসময় কোম্পানিটির মোট শেয়ার ছিল ১ কোটি ৬০ লাখ। হিসাব মতে, এ বছর কোম্পানিটির প্রতি শেয়ারে আয় (ইপিএস) দাঁড়ায় ১.৭৭ টাকা।

আর ৩০ জুন শেষ হওয়া ২০২০ সালে কোম্পানিটির কর পরবর্তী মুনাফা ছিল ১,০৫,৭২,০২৩ টাকা। এসময় কোম্পানিটির শেয়ার সংখ্যা ছিল ১ কোটি । উক্ত বছর কোম্পানিটির প্রতি শেয়ারে আয় দাঁড়ানোর কথা ছিল ১.০৫ টাকা।

উক্ত ২০২০ ও ২০২১ সালে কোম্পানিটি ভুল করে প্রতি শেয়ারে আয় (ইপিএস) দেখিয়েছে যথাক্রমে ১.৮৭ টাকা ও ৪.৭১ টাকা।

এছাড়া ৩০ সেপ্টেম্বর শেষ হওয়া চলতি বছরের প্রথম প্রান্তিকে প্রতি শেয়ারে আয় (ইপিএস) ৪৭ পয়সা হওয়ার কথা থাকলেও তা কারসাজি করে ৬০ পয়সা দেখানো হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

মার্কেন্টাইল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৪৬ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২৩.৯১ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর

ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ব্র্যাক ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ৭.৫০ শতাংশ নগদ ও ৭.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.৯৩ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৪১.০৮ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২৮ এপ্রিল। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর