কাল থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় যাওয়া যাবে ভারতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা মহামারি জন্য প্রায় দুই বছর বন্ধ থাকার পর গত ১৫ নভেম্বর থেকে ভারতের ট্যুরিস্ট ভিসা চালু করা হয়। তবে সেটা ছিল শুধুমাত্র আকাশপথে ভ্রমণের জন্য। এবার স্থলপথেও ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশিরা যেতে পারবেন।

আগামীকাল বুধবার থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগুলো দিয়ে যাত্রী পারাপারে ভারতীয় হাইকমিশনের ই-মেইল কনফার্মেশন প্রয়োজন হবে না।

ভারতীয় ভিসা অ্যাপলিকেশন সেন্টার সূত্র জানায়, যাদের ভারতে যাওয়ার জন্য ট্যুরিস্ট ভিসায় শুধু বাই এয়ার (আকাশপথে ভ্রমণ) অনুমোদন ছিল, তারা সেই ভিসা কনভার্ট করে বাই রোডে ভারত যেতে পারবেন।

এছাড়া এখন থেকে নতুন করে বাই রোডে ট্যুরিস্ট ভিসা নেওয়া যাবে। তবে এক্ষেত্রে বেনাপোল ও আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রবেশ করতে হবে। যেসব বাংলাদেশি নাগরিক আকাশপথে ভ্রমণের জন্য ভারতীয় ভিসার অনুমোদন পেয়েছেন, তারা নির্ধারিত ফি দিয়ে ওই ভিসার পরিবর্তে সড়কপথে ভ্রমণের অনুমোদন নিতে পারবেন। একইসঙ্গে আকাশপথের পাশাপাশি সড়কপথেও ভ্রমণের অনুমোদন সংযোজন করাতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/

ইউরোপে গ্যাস বন্ধ করে দেওয়ার হুমকি রাশিয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেন সামরিক অভিযানের জেরে রাশিয়ার ওপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো ছাড়াও আরও বেশ কয়েকটি দেশ।

এতে আন্তর্জার্তিক বাণিজ্যের ক্ষেত্রে ডলার ও ইউরো দিয়ে মূল্য পরিশোধ নিয়ে বিপাকে পড়েছে রাশিয়া।

এরপর ইউরোপ গ্যাস রফতানির ক্ষেত্রে ক্রেতা দেশগুলোর প্রতি রুশ মুদ্রা ‘রুবল’ এ মূল্য পরিশোধের আহ্বান জানায় রাশিয়া। কিন্তু জি-৭ভুক্ত দেশগুলো রাশিয়ার এই সিদ্ধান্ত মানতে নারাজ।

এতে হুঁশিয়ারি উচ্চারণ করল রাশিয়ার। দেশটির মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “মস্কো তাদেরকে ফ্রিতে গ্যাস দেবে না।”

তিনি বলেন, ইউরোপীয় দেশগুলো রুবলে রাশিয়ান গ্যাস রফতানির জন্য অর্থ প্রদান করতে অস্বীকার করলে কীভাবে প্রতিক্রিয়া জানাবে সে বিষয়ে যদিও রাশিয়া এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, তবে মনে রাখা উচিত মস্কো এই মহাদেশে বিনামূল্যে জ্বালানি সরবরাহ করবে না।

তিনি আরও বলেন, “আমরা বিনামূল্যে গ্যাস সরবরাহ করতে যাচ্ছি না, এটি পরিষ্কার। বর্তমান পরিস্থিতিতে দাতব্য কাজ করা অসম্ভব এবং অযৌক্তিক।” সূত্র: আল-জাজিরা

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকায় তিন দিনের পর্যটন মেলা শুরু হচ্ছে বুধবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটন ঘুরে দাঁড়াতে শুরু করেছে। এই সুযোগ কাজ লাগাতে ঢাকায় তিন দিনের পর্যটন মেলা করতে যাচ্ছে ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব)।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিসিআইসি) আগামী বুধবার ‘দশম মাস্টারকার্ড বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ২০২২’ শীর্ষক এই মেলা শুরু হবে। এতে আটটি প্যাভিলিয়নসহ ১০০টির মতো স্টল থাকবে।

রাজধানীর সোনারগাঁও হোটেলে আজ সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় টোয়াব নেতারা। তাঁরা জানান, মেলায় দেশি–বিদেশি পর্যটন সংস্থা, ট্যুর অপারেটরস, ট্রাভেল এজেন্টস, ট্যুরিজম প্রতিষ্ঠান, এয়ারলাইনস, হোটেল, রিসোর্ট, অ্যামিউজমেন্ট পার্ক, পরিবহন কোম্পানিসহ পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পণ্য ও সেবা তুলে ধরবে।

টোয়াবের সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, ‘করোনার কারণে চলতি বছর বিদেশিদের অংশগ্রহণ সীমিত পর্যায়ে থাকলেও ইস্টার্ন হিমালয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন এবং ভারত, মালদ্বীপ ও শ্রীলঙ্কার ট্যুর অপারেটর ও ট্রাভেল এজেন্টরা যোগ দেবে। তবে আমাদের লক্ষ্য অভ্যন্তরীণ পর্যটনকে সচল রাখা। দেশের ১ হাজার ১৯২টি ভ্রমণ গন্তব্যে সবার জন্য যাতায়াতের ব্যবস্থা করা।’

আগামী ঈদুল ফিতর ও ঈদুল আজহার সময়ে পর্যটকদের নিরবচ্ছিন্ন ভ্রমণসুবিধা নিশ্চিত করাকে এই মেলার অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করে রাফেউজ্জামান বলেন, ‘বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও পর্যটন করপোরেশনের মতো প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে আমরা দেশে বিকল্প ভ্রমণ গন্তব্য প্রতিষ্ঠা করতে চাই। টোয়াব পর্যটকদের দেশে ভ্রমণের উৎসাহ দিয়ে থাকে।’

ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জাবেদ আহমেদ বলেন, ‘মহামারিতে ক্ষতিগ্রস্ত হয়েছে, এমন খাতের মধ্যে অন্যতম পর্যটন। আমাদের অভ্যন্তরীণ পর্যটন ভালো অবস্থায় থাকায় এ ক্ষতি অনেকাংশে পুষিয়ে নেওয়া শুরু হয়েছে। বেসরকারি প্রতিষ্ঠানগুলো এই প্রক্রিয়ায় সম্পৃক্ত হওয়ার ফলে এটা সম্ভব হয়েছে।’

অনুষ্ঠানে জানানো হয়, মেলার সমাপনী দিনে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তত্ত্বাবধানে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হবে ‘মুজিবস বাংলাদেশ নাইট’। এতে সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ড ও টোয়াবের কার্যক্রম তুলে ধরা হবে। এর আগে থাকবে বিজনেস টু বিজনেস (বিটুবি) সেশন, সেমিনার, কান্ট্রি প্রেজেন্টেশন ও নতুন উদ্যোক্তা সম্মেলন। মেলা উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পর্যটন মেলা। দর্শনার্থীদের জন্য মেলায় প্রবেশমূল্য ৩০ টাকা। তবে শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা মূল্যে প্রবেশ করতে পারবেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশের (আটাব) সভাপতি এস এন মঞ্জুর মোর্শেদ, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি খবির উদ্দিন আহমেদ, ইউএস-বাংলা এয়ারলাইনসের জনসংযোগ মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম, টোয়াবের সহসভাপতি শিবলুল আজম কোরেশি, পরিচালক মো. আনোয়ার হোসেন প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম/

সিএন্ডএ টেক্সটাইলের ইজিএমের সময় পূণ:নির্ধারণ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা বোর্ড কোম্পানিটির অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। মূলধন বাড়ানোর জন্য শেয়ারহোল্ডারদের সমর্থন নিতে এ সংক্রান্ত একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহবান করেছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই জানায়, ইজিএমটি আগামী ৩০ মার্চ বেলা ৩ টায় অনলাইনে অনুষ্ঠিত হবে।

সূত্র মতে, কোম্পানিটির মূলধন বাড়ানোর জন্য শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা সংগ্রহ করবে। এ কারণে একটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয় ৯ মার্চ।

এর আগে এই বিশেষ সাধারণ সভাটি (ইজিএম) গত ৩০ মার্চ বেলা ১১ টায় আহবান করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/

গোল্ডেন হার্ভেষ্ট এগ্রোর শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আহমেদ রাজিব সামদানী নামে কোম্পানির এই পরিচালক ২০ হাজার শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে।

ঘোষণার পর ও ডিএসইর নীতিমালা মেনে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

এ পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

প্রিমিয়ার ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১৫ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ২১.২৪ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১৭ মে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ এপ্রিল।

স্টকমার্কেটবিডি.কম/আর