সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় জেএমআই হসপিটাল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৪৯ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৬০ কোটি ৮৪ লাখ টাকার।

আইপিডিসি লিমিটেড ১৬০ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ১৩৬ কোটি ৩৯ লাখ, বিএসসির ১২৬ কোটি ৯৮ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ড মিলসের ১২৬ কোটি ৪৬ লাখ, ইউনিক হোটেল এন্ড রিসোর্টের ১০৯ কোটি ৫৩ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৭৮ কোটি ২৬ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৬৭ কোটি ১০ লাখ ও ডরিন পাওয়ার জেনারেশন লিমিটেডের ৬৬ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ডিএসইতে ৫ দিনে মূলধন বেড়েছে ১৩’শ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ১৩’শ কোটি টাকা বেড়েছে। তবে এসময় সেখানে সূচক কমেছে। গত সপ্তাহে ডিএসইতে লেনদেন আগের সপ্তাহের চেয়ে ৪৭.৮৭ শতাংশ বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৪ হাজার ৫৭ কোটি ৯১ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ২ হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪৭.৮৭ শতাংশ বেড়েছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৮১১ কোটি ৫৮ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৫৪৮ কোটি ৮৫ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৪৭.৮৭ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬.৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৫৫ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৭.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৬০ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৭.৬৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৪৬ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৫৫টির, কমেছে ১৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৫ হাজার ৬১৮ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩৬ হাজার ৯৬১ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ১,৩৪৩ কোটি টাকা বা ০.২৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

ড. রুমানা ইসলাম বিএসইসির নতুন কমিশনার হচ্ছেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধ্যাপক ড. রুমানা ইসলাম। এরইমধ্যে তার নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদন পেয়েছে। তবে এখনো তার নিয়োগের বিষয়ে সরকারি আদেশ (জিও) জারি করা হয় নি।

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ও বিএসইসি সূত্রে জানা গেছে, ঈদের ছুটি শেষে ড. রুমানা ইসলামকে কমিশনার হিসেবে নিয়োগের বিষয়ে জিও জারি হবে। এর পরপরই তিনি বিএসইসির আইন বিভাগের কমিশনার হিসেবে যোগ দিবেন।

ড. রুমানা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সালে স্নাতক ও ২০০৪ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০৬ সালে যুক্তরাজ্যের ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্য আইন বিষয়ে স্নাতকোত্তর ও ২০১৫ সালে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বিনিয়োগ আইনের উপর পিএইচডি করেছেন।

তিনি ২০০৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদে সহকারি অধ্যাপক হিসেবে যোগ দেন। ড. রুমানাকে গত বছরের এপ্রিলে বাংলাদেশ সরকার বিশ্বব্যাংকের ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অব ইনভেস্টমেন্ট ডিসপিউটস-এ (আইসিএসআইডি) প্যানেল আরবিট্রেটর হিসেবে মনোনীত করে।

স্টকমার্কেটবিডি.কম/

সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত নেই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শুক্রবার গভীর রাতে ঢাকায় ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন।

দীর্ঘদিন তিনি নানা ধরনের জটিল রোগে ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।

২০০৮ সালে নির্বাচনে জয়লাভের পর শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার গঠন করলে মি. মুহিতকে অর্থমন্ত্রীর দায়িত্ব দেয়া হয়।

এরপর তিনি টানা ১০ বছর অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশের ইতিহাসে মি. মুহিতই সবচেয়ে বেশি সময় যাবত অর্থমন্ত্রী ছিলেন।

শনিবার সকাল সাড়ে ১০টায় গুলশান আজাদ মসজিদে তাঁর প্রথম জানাজা, সকাল সাড়ে ১১টায় সংসদ প্লাজায় দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

দুপুর ১২টায় তাঁর মরদেহ সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য শহিদ মিনারে নেয়া হবে এবং এরপর দাফনের জন্য মরদেহ সিলেটে নেয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে

স্টকমার্কেটবিডি.কম/জেড