গণবিজ্ঞপ্তি দিয়ে ই-কমার্সের টাকা ফেরত দেওয়া হবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিভিন্ন ই-কমার্স প্রতিষ্ঠানে আটকে থাকা গ্রাহকদের টাকা ফেরত দিতে গণবিজ্ঞপ্তি দেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের ই-কমার্স সেলের প্রধান এ এইচ এম সফিকুজ্জামান। তিনি বলেন, গণবিজ্ঞপ্তি দেওয়ার পর শুনানি হবে। শুনানি শেষে যেখানে যে টাকা আটকে আছে, তা গ্রাহকদের ওয়ালেটে ফেরত দেওয়া হবে।

বৃহস্পতিবার সচিবালয়ে অনুষ্ঠিত ডিজিটাল কমার্সের মাধ্যমে সংঘটিত ব্যবসা-বাণিজ্যের লেনদেনে সৃষ্ট ভোক্তা বা বিক্রেতা অসন্তোষ ও প্রযুক্তি সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত কারিগরি কমিটির চতুর্থ বৈঠক শেষে সফিকুজ্জামান এসব কথা বলেন।

ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর সংগঠন হচ্ছে ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইক্যাব)। ইক্যাবকে সাত দিনের মধ্যে তালিকা দিতে বলা হয়েছে জানিয়ে সফিকুজ্জামান বলেন, তারা তালিকা না দিলেও গ্রাহকদের ওয়ালেটে টাকা ফেরত দেওয়া হবে।

এ পর্যন্ত ১২টি ই-কমার্স প্রতিষ্ঠানের লেনদেন পরিশোধকারী প্রতিষ্ঠানে (পেমেন্ট গেটওয়ে) আটকে থাকা ৭৩ কোটির বেশি টাকা ফেরত দেওয়া হয়েছে বলে জানান সফিকুজ্জামান। তিনি বলেন, ‘এর বাইরে দু-একটি প্রতিষ্ঠান ইতিবাচকভাবে যোগাযোগ করেছে। এমনও হয়েছে যে আমাদের সঙ্গে যোগাযোগের পর হারিয়ে গেছে কেউ কেউ। ইক্যাবের কাছে সেসব প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ তালিকা চাওয়া হয়েছে। ইক্যাব যাচাই-বাছাই করে তালিকা দেবে, যা পরে পুলিশের কাছে হস্তান্তর করবে বাণিজ্য মন্ত্রণালয়। ’

স্টকমার্কেটবিডি.কম/

সিটি ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি সিটি ব্যাংক লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ ও ১২.৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে ব্যাংকটি।

এ সময়ে ব্যাংকটির কনসোলিডেটেড শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫.১৫ টাকা। একই সময়ে কনসোলিডেটেড শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩০.৩৮ টাকা।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ১২ জুন। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৫ মে।

স্টকমার্কেটবিডি.কম/আর

১০ টাকার নতুন নোট বাজারে পাওয়া যাবে রবিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে ১০ টাকা মূল্যমানের নতুন নোট ছাপাতে শুরু করেছে সরকার। আগামী রোববার থেকে নতুন নোট বাজারে পাওয়া যাবে। আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, নতুন নোটটিতে বিদ্যমান ১০ টাকার নোটের মূল রঙ, নকশা ও আকার অপরিবর্তিত রয়েছে। তবে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষর সম্বলিত নতুন নোটে বাজারে বিদ্যমান নোটের সম্মুখভাগের ইন্টাগ্লিও বা অসমতল ছাপ থাকবে না। নোটের সম্মুখভাগে উপরের বাম কোণায় মুদ্রিত ‘১০’ ও মাঝখানে ‘বাংলাদেশ ব্যাংক’ লেখাটি ‘লালচে’ রঙের পরিবর্তে ‘সাদা’ এবং গভর্নরের স্বাক্ষর কালো রঙের পরিবর্তে লালচে-খয়েরি রঙে মুদ্রিত হয়েছে।

নতুন এই নোটের পাশাপাশি বর্তমানে প্রচলিত ১০ টাকার নোটও বৈধ ব্যাংক নোট হিসেবে একইসঙ্গে চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

১০ লাখ মানুষ এ বছর হজ করতে পারবেন: সৌদি আরব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্বের ১০ লাখ মানুষ এ বছর হজ পালন করতে পারবে বলে জানিয়েছে সৌদি আরব।

শনিবার এক বিবৃতিতে জানানো হয়, এ বছর করোনা মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় সৌদি আরব ও দেশটির বাইরের মোট ১০ লাখ মানুষ এবার হজের অনুমতি পাবেন। করোনার কারণে গত দুই বছর স্বল্প সংখ্যক হজযাত্রী হজের সুযোগ পেয়েছিলেন।

বিবৃতিতে বলা হয়, হজপালনকারীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে এবং তাদের অবশ্যই পূর্ণ ডোজ টিকা নেওয়া থাকতে বলে বলে জানিয়েছে হজ মন্ত্রণালয়। এছাড়াও সৌদি আরবের বাইরে থেকে যারা হজ পালনে যাবেন তাদের ভ্রমণের ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ থাকতে হবে বলে জানানো হয়েছে।

ইসলামের ৫ স্তম্ভের মধ্যে একটি হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশের মধ্যে অন্যতম। ২০১৯ সালে ২৫ লাখ হজযাত্রী হজ পালন করেন।

তবে ২০২০ সালে করোনা মহামারি শুরু হওয়ার পর ১ হাজার হজযাত্রীকে হজ পালনের অনুমতি দেয় সৌদি আরব। পরের বছর টিকার পূর্ণ ডোজ নেওয়াদের মধ্য থেকে ৬০ হাজার হজযাত্রীকে লটারির মাধ্যমে বাছাই করা হয় হজের জন্য।

স্টকমার্কেটবিডি.কম/

জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রমজানে এ বছর বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বোচ্চ ২ হাজার ৩১০ টাকা ও সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর সর্বনিম্ন ছিল ৭৫ টাকা। তবে সর্বোচ্চ ছিল ২ হাজার ৩১০ টাকা।

আজ শনিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এ পরিমাণ নির্ধারণ করা হয়।

সভায় বলা হয়, দেশের সব বিভাগ থেকে সংগৃহীত আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের সর্বোচ্চ বাজারমূল্যের ভিত্তিতে এই ফিতরা নির্ধারণ করা হয়েছে। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এসব পণ্যের যেকোনো একটি পণ্য বা এর বাজারমূল্য দিয়ে ফিতরা আদায় করা যাবে। পণ্যগুলোর স্থানীয় মূল্যে পরিশোধ করলেও ফিতরা আদায় হবে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভাপতি ও বায়তুল মুকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন।

স্টকমার্কেটবিডি.কম/

এশিয়ার প্রবৃদ্ধির হার কমতে পারে : বিশ্বব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য একদিকে ধাক্কা খাচ্ছে পণ্য সরবরাহ, অন্যদিকে বাড়ছে দ্রব্যমূল্য। সেই সঙ্গে দেশে দেশে চলছে আর্থিক সংকট। এই ত্রিমুখী সংকটে চলতি বছর এশিয়া মহাদেশের আর্থিক বৃদ্ধির গতি শ্লথ হতে পারে বলে সতর্ক করল বিশ্বব্যাংক।

সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, এ বছর এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রবৃদ্ধির পূর্বাভাস ৫ শতাংশে নামিয়েছে তারা। এর আগে যা ৫ দশমিক ৪ শতাংশ হবে বলে জানানো হয়েছিল। তারা বলেছে, পরিস্থিতি আরও খারাপ হলে এশিয়ার প্রবৃদ্ধির হার ৪ শতাংশেও নামতে পারে।

এই যুদ্ধ যে সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে, তা এর আগেই জানিয়েছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল থেকে শুরু করে বিভিন্ন উপদেষ্টা ও মূল্যায়ন সংস্থা। যেসব দেশ প্রয়োজনীয় জ্বালানির বড় অংশ বিদেশ থেকে কেনে, তাদের জন্য পরিস্থিতি আরও শোচনীয় হতে পারে, এই হুঁশিয়ারিও দিয়েছিল একাংশ।

বিশ্বব্যাংকের ধারণা, মহামারিতে এশিয়ার যে ৮০ লাখ পরিবার আবার দারিদ্র্যসীমার নিচে নেমেছে, মূল্যস্ফীতির কারণে তাদের জীবনযাপন আরও কষ্টকর হবে। ধাক্কা খাবে ব্যবসা-বাণিজ্য।

স্টকমার্কেটবিডি.কম/

অনুমোদন ছাড়াই ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংক সম্প্রতি লভ্যাংশ ঘোষণা করেছে। এ জন্য ব্যাংকটির বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়ে চিঠি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গত ১৬ মার্চ ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালককে ওই চিঠি পাঠায় বাংলাদেশ ব্যাংক। এরপর ব্র্যাক ব্যাংক অবশ্য দুঃখ প্রকাশ করে কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দিয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, নির্দেশনা অনুযায়ী ২০২১ সালের লভ্যাংশ ঘোষণার আগে তাদের অনুমোদন নেওয়া আবশ্যক। কিন্তু ঢাকা স্টক এক্সচেঞ্জসহ (ডিএসই) বিভিন্ন সংবাদমাধ্যমে দেখা যাচ্ছে, কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্র্যাক ব্যাংক সাড়ে ৭ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে, যা নির্দেশনার লঙ্ঘন। এ জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের চিঠির জবাবে ব্র্যাক ব্যাংকের প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও) মাসুদ রানার সই করা এক চিঠিতে এ বিষয়ে ভুল–বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে। পরবর্তী সময়ে নির্দেশনা অনুসরণ করে সিদ্ধান্ত গ্রহণের নিশ্চয়তা দেওয়া হয়েছে চিঠিতে।

স্টকমার্কেটবিডি.কম/

সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ১.৫৪ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে (০৩ থেকে ০৭ এপ্রিল) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দেড় শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৫.৬৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৫.৩৯ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.২৪ পয়েন্ট বা ১.৫৪ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৯৭ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৫৬ কোটি ৫৬ লাখ টাকার।

লাফার্জ হোলসিম বিডি লিমিটেড ১৩৭ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ভিএফএস থ্রেডসের ৭৭ কোটি ৮০ লাখ, জিএসপি ফাইন্যান্সের ৭৬ কোটি ৮২ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ৬০ কোটি ৬২ লাখ, জেনেক্স ইনফোসিসের ৫৩ কোটি ১ লাখ, প্রভাতী ইন্স্যুরেন্সের ৪৯ কোটি ৭২ লাখ, ইয়াকিন পলিমারের ৪৯ কোটি টাকা ও সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেডের ৪৭ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ কার্যদিবসে বাজার মূলধন কমেছে ৬৮৭৬ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৬৮৭৬ কোটি টাকা কমেছে। এসময় সেখানে মোট লেনদেন ও সবগুলো সূচক কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৩৯ কোটি ৩৪ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে হয়েছিল ৪ হাজার ৬৮৩ কোটি ৩৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৩৫.১০ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৬০৭ কোটি ৮৫ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৯৩৬ কোটি ৬৬ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৩৫.১০ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১১৬.৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ৬৪১ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ২২.৪১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৪৫১ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ১৪.৫১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৫১টির, কমেছে ৩২৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১০টির শেয়ার ও ইউনিটের দর। আর ৮টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৩৯ হাজার ৪১৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৩২ হাজার ৫৩৯ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৬৮৭৬ কোটি টাকা বা ১.২৭ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/