স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে অনেক কাজ করছে। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারা বেশি বেশি আয় করছে। দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বছরে ৫০ কোটি ডলার রেমিট্যান্স দেশে আনছে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখছে।
তাদের উপার্জিত অর্থে আমাদের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধি হচ্ছে। যার অবদান সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। ’
আজ সোমবার রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সােসাইটি’ (বিএফডিএস) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে।
বিশ্ববাজারে বাংলাদেশের ছেলেমেয়েরা স্বাধীনভাবে কাজ করছে- এটা বড় অর্জন। বর্তমান সরকার এ ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী, স্মার্ট, তারা সহজেই ফ্রিল্যান্সিং কাজটি করতে পারবে। সরকারের দায়িত্ব তরুণদের কাজের সুযােগ করে দেওয়া।
ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এখন গ্রামে বসেই তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। ’
স্টকমার্কেটবিডি.কম/জেড