ফ্রিল্যান্সাররা বছরে ৫০ কোটি ডলার রেমিট্যান্স আনছে : পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গঠনে অনেক কাজ করছে। এর ধারাবাহিকতায় ফ্রিল্যান্সারা বেশি বেশি আয় করছে। দেশের সাড়ে ছয় লাখ ফ্রিল্যান্সার বছরে ৫০ কোটি ডলার রেমিট্যান্স দেশে আনছে। দেশের উন্নয়নে তারা অনেক অবদান রাখছে।

তাদের উপার্জিত অর্থে আমাদের রেমিট্যান্স দিন দিন সমৃদ্ধি হচ্ছে। যার অবদান সরাসরি দেশের অর্থনীতিতে পড়ছে। ’
আজ সোমবার রাজধানীর গুলশানে ‘বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সােসাইটি’ (বিএফডিএস) আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘ডিজিটাল বাংলাদেশ গঠনে সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে।

বিশ্ববাজারে বাংলাদেশের ছেলেমেয়েরা স্বাধীনভাবে কাজ করছে- এটা বড় অর্জন। বর্তমান সরকার এ ব্যবস্থা করে দিয়েছে। আমাদের দেশের ছেলেমেয়েরা অনেক মেধাবী, স্মার্ট, তারা সহজেই ফ্রিল্যান্সিং কাজটি করতে পারবে। সরকারের দায়িত্ব তরুণদের কাজের সুযােগ করে দেওয়া।
ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে সর্বাত্মক প্রয়াস চালিয়েছে সরকার। ব্রডব্যান্ড ইন্টারনেট এখন ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এখন গ্রামে বসেই তরুণদের কর্মসংস্থান তৈরি হচ্ছে। এটাই আমাদের জন্য সবচেয়ে বড় কাজ ছিল। ’

স্টকমার্কেটবিডি.কম/জেড

মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বাড়ল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মোবাইলের মাধ্যমে আর্থিক সেবা (এমএফএস) বা মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের লেনদেনের সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখন বিকাশ, রকেট, নগদের মতো আর্থিক সেবার গ্রাহকেরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

সোমবার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপন অনুযায়ী, বিকাশ-নগদ গ্রাহকেরা দিনে এজেন্ট থেকে ৩০ হাজার টাকা ও ব্যাংক হিসাব বা কার্ড থেকে ৫০ হাজার টাকা জমা করতে পারবেন। পাশাপাশি অন্যান্য এমএফএস হিসাবে টাকা পাঠানোর সীমাও বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।

এর আগে কার্ড থেকে টাকা জমার সীমা নির্দিষ্ট না থাকলেও দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

নতুন নির্দেশনা অনুযায়ী, গ্রাহকেরা দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম/জেড

সোনার দাম কমছে ভরিতে ১১৬৬ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারে সোনার দরপতন হওয়ায় দেশেও ভরিতে ১ হাজার ১৬৬ টাকা দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। এতে ভালো মানের; অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার তৈরি করতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা।

সর্বশেষ ১২ এপ্রিল সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে সোনার দাম ইতিমধ্যে প্রতি আউন্সে (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৭১ মার্কিন ডলার কমেছে।
সোনার নতুন এই দর আগামীকাল মঙ্গলবার থেকে কার্যকর হবে।

জুয়েলার্স সমিতি আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়। সর্বশেষ ১২ এপ্রিল সোনার দাম ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৭৫০ টাকা বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে সোনার দাম ইতিমধ্যে প্রতি আউন্সে (৩১.১০৩৪৭৬৮ গ্রাম) ৭১ মার্কিন ডলার কমেছে। সেই হিসাবে ভরিতে দাম কমার কথা কমপক্ষে ২ হাজার টাকা। অথচ দেশে প্রতি ভরিতে দাম কমানো হয়েছে সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা।

এ বিষয়ে জানতে চাইলে বাজুস সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলোন, ‘বিশ্ববাজারে সোনার দাম বেশ উত্থান-পতনের মধ্যে রয়েছে। আগের দফায় আমরা যখন মূল্যবৃদ্ধি করেছিলাম, তখন বিশ্ববাজারের দর অনুযায়ী আড়াই হাজার টাকা বাড়ানোর দরকার ছিল। কিন্তু হঠাৎ করে দাম বেশি বাড়ালে বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে, সেই বিবেচনায় কম বাড়ানো হয়েছিল। বিশ্ববাজারে আবার যদি দাম কমে, তাহলে দেশেও আবার দাম সমন্বয় করা হবে।’

দাম কমায় মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা।
দাম কমায় মঙ্গলবার থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৭ হাজার ৬৮২ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ১৮৩ টাকা, ১৮ ক্যারেট ৬৩ হাজার ৫৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৭১ টাকায়।

সোমবার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৮ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেট ৭৫ হাজার ৩৪৯ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ৫৬০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫৩ হাজার ৮২৯ টাকায়। মঙ্গলবার থেকে ২২ ও ২১ ক্যারেটে ১ হাজার ১৬৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৯১ ও সনাতন পদ্ধতির সোনার ভরিতে ৭৫৮ টাকা দাম কমছে।
সোনার দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। আর সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/জেড

শ্রীলংকাকে সহায়তা দেবে বিশ্বব্যাংক ও আইএমএফ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), ভারতসহ বন্ধুপ্রতিম দেশ ও বিভিন্ন সংস্থার সঙ্গে কয়েকদিনের অব্যাহত আলোচনা শ্রীলংকার জন্য অবশেষে কিছুটা স্বস্তি নিয়ে এসেছে। আইএমএফ জানিয়েছে, সংকটে পড়া শ্রীলংকার জন্য সহায়তার ব্যাপারে ইতিবাচক আলোচনা হয়েছে।

বিশ্বব্যাংকের পর বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠান আইএমএফের এমন ঘোষণা অর্থনৈতিক সংকটে জর্জরিত দেশটির জন্য একটি ইতিবাচক খবর। খবর রয়টার্স।

খবরে বলা হয়েছে, শনিবার আইএমএফ জানিয়েছে, ঋণ অনুরোধের ব্যাপারে শ্রীলংকার প্রতিনিধিদের সঙ্গে ফলপ্রসূ কৌশলগত আলোচনা সম্পন্ন হয়েছে। এর আগে বিশ্বব্যাংক ঘোষণা দেয়, তারা প্রবল সংকটে থাকা দেশটির জন্য জরুরি সহায়তা প্যাকেজ প্রস্তুত করছে।

২ কোটি ২০ লাখ জনসংখ্যার দ্বীপরাষ্ট্র শ্রীলংকা ঋণ সংকট ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের কারণে জরুরি আমদানি কার্যক্রম চালাতে পারছে না। দেশটিতে মুদ্রাস্ফীতি তুঙ্গে। প্রকট হয়ে উঠেছে বিদ্যুৎ ও জ্বালানির সংকট, অভাব দেখা দিয়েছে খাবার ও ওষুধের। এসব কারণে এখন দেশজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।
৫১ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণের কিস্তি পরিশোধ স্থগিত ঘোষণা করার পর শ্রীলংকার অর্থমন্ত্রী আলি সাবরি চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফ, বিশ্বব্যাংক, ভারত এবং অন্যান্য সহমর্মী দেশের সঙ্গে জরুরি অর্থসহায়তার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র জানিয়েছেন, জরুরি সহায়তা তহবিলের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে চলমান কভিড হেলথ সহায়তা প্যাকেজের তহবিল স্থানান্তর করে দেয়া ১০ মিলিয়ন ডলারও। বিশ্বব্যাংক এ অর্থ জরুরি ওষুধ কেনার জন্য বরাদ্দ দেয়। বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি চলতি সপ্তাহে আইএমএফের সঙ্গে বসন্তকালীন বৈঠক করলেও সহায়তার মোট পরিমাণ সম্পর্কে জানায়নি। তবে শুক্রবার লংকান অর্থমন্ত্রী আলি সাবরি জানিয়েছেন, প্রায় ৫০০ মিলিয়ন ডলার সহায়তার বিষয়টি তারা বিবেচনা করছে।

স্টকমার্কেটবিডি.কম/জেড

১২৯ কোটি টাকায় বিদ্যুৎকেন্দ্র বিক্রি করবে কেপিসিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক :
১১০ মেগাওয়াট বার্জ মাউন্টেড বিদ্যুৎকেন্দ্র বিক্রি করে দিচ্ছে তালিকাভুক্ত খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড (কেপিসিএল)। এজন্য যুক্তরাষ্ট্রের কোম্পানি এক্সিলারেট গ্লোবাল অপারেশনস এলএলসির সঙ্গে সম্পদ ক্রয় চুক্তি (এপিএ) করেছে বিদ্যুৎ খাতের কোম্পানিটি। ১৫ মিলিয়ন ডলার বা ১২৯ কোটি টাকায় (ডলারপ্রতি ৮৬.২০ টাকা ধরে) এ বিদ্যুৎকেন্দ্র বিক্রি করবে প্রতিষ্ঠানটি। তবে দেশের বাইরে বিদ্যুৎকেন্দ্রটি পুনঃরফতানি করার আগে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন বা অনাপত্তি নিতে হবে। এজন্য এরই মধ্যে আবেদন করেছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে গতকাল এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি বাণিজ্যিক উৎপাদনের বিষয়ে নো ইলেকট্রিসিটি নো পেমেন্টের ভিত্তিতে বিপিডিবির আনুষ্ঠানিক সম্মতি পেয়েছে কেপিসিএলের দুটি বিদ্যুৎকেন্দ্র। কেন্দ্র দুটি হলো খুলনার কেপিসি ইউনিট ২-এর ১১৫ মেগাওয়াট প্লান্ট ও যশোরের নওয়াপাড়া কেপিসি ৪০ মেগাওয়াট প্লান্ট।

এর আগে টানা কয়েক মাস বন্ধ থাকার পর বিপিডিবির মৌখিক সম্মতি পেয়ে গত ২৪ মার্চ বিকাল থেকে বিদ্যুৎকেন্দ্র দুটির উৎপাদন পুনরায় শুরু করেছিল কোম্পানিটি। গত বছরের ২৯ মে নওয়াপাড়া বিদ্যুৎকেন্দ্র ও ১ জুন কেপিসি ইউনিট-২-এর কার্যক্রম বন্ধ করা হয়। বিপিডিবির সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি অনুযায়ী (পিপিএ) কেন্দ্র দুটির মেয়াদ শেষ হওয়ায় কেপিসিএলকে বিপিডিবির পক্ষ থেকে চিঠি দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে উৎপাদন বন্ধ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

হাওয়েল টেক্সটাইলের বোর্ড সভা ৩০ এপ্রিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হাওয়েল টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিক বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর বসুন্ধরায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি