এস এস স্টিলের আর্থিক প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এস এস স্টিল লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (১৭ মে) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ০.৬৩ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (ইপিএস) হয়েছিল ০.৬৯ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি সমন্বিতভাবে আয় (ইপিএস) হয়েছিল ২.১৩ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২৩.৭১ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ২৩.৫৮ টাকা।

স্টকমার্কেটবিডি/

খোলা বাজারে ডলারের দাম সর্বোচ্চ ১০২ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাত্র এক দিনের ব্যবধানে খোলা বাজারে মার্কিন ডলারের দাম ৪ টাকা বেড়ে ১০২ টাকা হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর বিভিন্ন এলাকায় মানি এক্সচেঞ্জে প্রতি ডলার সর্বোচ্চ ১০২ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। তারপরও পর্যাপ্ত ডলার সরবরাহ করতে পারছে না মানি এক্সচেঞ্জগুলো।

রাজধানীতে গতকাল সোমবারও প্রতি ডলারের বিনিময় মূল্য ছিল ৯৮ টাকা। ধারণা করা হচ্ছিল, আজ ডলারের দামে সেঞ্চুরি হবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। মতিঝিলের পাশাপাশি পল্টন ও গুলশানের মানি এক্সচেঞ্জে প্রতি ডলার ১০১ থেকে ১০২ টাকা দরে বিক্রি হয়েছে।

মতিঝিলের খোলা বাজারের ডলার ব্যবসায়ীরা বলেন, আজ বাজারে ডলার নেই বললেই চলে। আজ ১০১ টাকা ৫০ পয়সায় বিক্রি হচ্ছে।

চাহিদা বৃদ্ধি ও সংকটের কারণে এক সপ্তাহের ব্যবধানে বাংলাদেশ ব্যাংক গতকাল মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমায়। প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ৮০ পয়সা বাড়িয়ে ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়।

জানা যায়, গত জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। আর ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল বাড়ানো হয় ২৫ পয়সা। তাতে ১ ডলারের বিনিময়মূল্য দাঁড়ায় ৮৬ টাকা ৪৫ পয়সায়। সর্বশেষ ৯ মে ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশি পণ্য প্রচারে আগ্রহী আলিবাবা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

আলিবাবা বাংলাদেশে যে পরিমাণ চীনা পণ্য বিক্রি করছে, তার ১ শতাংশ বাংলাদেশি পণ্যও তারা বিশ্ববাজারে বিক্রি করছে না।

বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণ এসএমই পণ্য আন্তর্জাতিক বাজারে বিক্রি করতে চায় বৈশ্বিক ই-কমার্স জায়ান্ট আলিবাবা ডট কম। বাংলাদেশি পণ্যের প্রচারে আলিবাবা ডট কমের প্লাটফর্মে বাংলাদেশি পণ্যের জন্য পৃথক অনলাইন প্যাভিলিয়ন করার প্রস্তাব করেছে চীনভিত্তিক কোম্পানিটি।

গত এপ্রিলে চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও কমার্শিয়াল কাউন্সিলরের সঙ্গে বৈঠকে এসব প্রস্তাব করার পর গত ১০ মে দূতাবাসে পাঠানো এক চিঠিতেও এমন আগ্রহের কথা জানিয়েছে আলিবাবা ডট কম। এজন্য চিঠিতে বাংলাদেশ দূতাবাসের সহায়তা চেয়েছে কোম্পানিটি।

আলিবাবা ডট কমের এই আগ্রহের কথা বাণিজ্য মন্ত্রণালয়কে লিখিতভাবে জানিয়েছেন চীনে নিযুক্ত বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ মনসুর উদ্দিন।

“ট্রাডেশি লিমিটেডের মতো স্থানীয় চ্যানেল পার্টনারের সহযোগিতায় আমরা বাংলাদেশে এসএমই’র জন্য রপ্তানির সুযোগ তৈরি করেছি এবং তাদের রপ্তানি সংহত করতে সাহায্য করেছি,” চিঠিতে বলেছে আলিবাবা।

স্টকমার্কেটবিডি.কম

গোল্ডেন হার্ভেষ্টের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের প্রতিষ্ঠান গোল্ডেন হার্ভেষ্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান ‘এ+’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন এন্ড সার্ভিস লিমিটেড।

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের মার্চ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ক্রেডিট রেটিং এজেন্সি।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

পদ্মা সেতুর টোল নির্ধারণ করে প্রজ্ঞাপন প্রকাশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতু দিয়ে পারাপারের জন্য অনুমোদিত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। এতে সেতু পার হতে বড় বাসকে দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। আর থ্রি-এক্সেল ট্রাকে লাগবে পাঁচ হাজার ৫০০ টাকা। এছাড়া ১০০ টাকা টোল পরিশোধ করে সেতু পার হতে পারবে মোটরসাইকেল।

মঙ্গলবার (১৭ মে) সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে এ টোল হার নির্ধারণ করা হয়।

সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার ও জিপে ৭৫০ টাকা, পিকআপে এক হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) দুই হাজার টাকা, বড় বাস (থ্রি-এক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি ও সর্বোচ্চ আট টন পর্যন্ত) দুই হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি ও সর্বোচ্চ ১১ টন) দুই হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রি-এক্সেল পর্যন্ত) পাঁচ হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোর-এক্সেল পর্যন্ত) ছয় হাজার টাকা। আর ট্রেইলার (ফোর-এক্সেলের অধিক) ছয় হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য এক হাজার ৫০০ টাকা যুক্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম/এস

আইএফআইসি ব্যাংক এ থেকে বি ক্যাটাগরিতে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি আইএফআইসি ব্যাংক লিমিটেড সর্বশেষ বছরে লভ্যাংশ কম দেওয়ায় ‘এ’ থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামানো হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

আগামীকাল ১৮ মে থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করবে উভয় শেয়ারবাজারে।

জানা গেছে, আইএফআইসি ব্যাংক লিমিটেড সর্বশেষ অর্থ বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এর আগে কোম্পানিটি লেনদেন এ ক্যাটাগতি লেনদেন হয়।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় শাইনপুকুর সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৭ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ১৫ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড ৩৭ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- সালভো কেমিক্যালসের ২৫ কোটি ৪৪ লাখ, ফুয়াং সিরামিকসের ১৮ কোটি ৭৮ লাখ, লাফার্জ হোলসিম বিডির ১৮ কোটি ৩৯ লাখ, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ৪৭ লাখ, এসিআই ফরমুলেশনের ১৫ কোটি ৮৪ লাখ, ফরচুন সুজের ১৫ কোটি ৭২ লাখ ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেডের ১২ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. শাইনপুকুর সিরামিকস
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. সালভো কেমিক্যালস
  5. ফুয়াং সিরামিকস
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. ওরিয়ন ফার্মা
  8. ফরচুন সুজ
  9. এসিআই ফরমুলেশন
  10. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।

দুই এক্সচেঞ্জেই কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সবগুলো সূচকের পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

আজ মঙ্গলবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৭.৪২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৪০৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.২৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩৬৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৭৯ কোটি ৭৬ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১০২৪ কোটি ১৫ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৮৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৪৫টির, আর দর অপরিবর্তিত আছে ৪৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, সালভো কেমিক্যালস, ফুয়াং সিরামিকস, লাফার্জ হোলসিম বিডি, ওরিয়ন ফার্মা, ফরচুন সুজ, এসিআই ফরমুলেশন ও ইউনিক হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১২১.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৭৪৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৬টির, কমেছে ১৯৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৩ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছে ৪৩ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনিয়ন ব্যাংক ও ইউসিবি লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/