শনিবার ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে যুক্ত ব্যাংকের শাখা আগামীকাল শনিবার খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ জন্য ব্যাংকের প্রধান প্রধান শাখা এবং জেলা ও উপজেলা পর্যায়ের প্রয়োজনীয় শাখা পূর্ণ দিবস খোলা রাখতে হবে। বাংলাদেশ ব্যাংক শুক্রবার রাতে এক প্রজ্ঞাপনে এই তথ্য জানিয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের চিঠির পরিপ্রেক্ষিতে এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

এর আগে একই কারণে গত শনিবারও ব্যাংকের কিছু শাখা খোলা ছিল। ওই সময় প্রজ্ঞাপনে বলা হয়েছিল, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট ব্যাংকের শাখা/উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সাপ্তাহিক ছুটির দিনে পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হলো।

সাধারণত ব্যাংকের বৈদেশিক বাণিজ্যের সঙ্গে যুক্ত শাখা শনিবার অর্ধদিবস খোলা থাকে। এখন এই নির্দেশনার কারণে শনিবার কোন কোন শাখা খোলা থাকবে, ব্যাংকগুলোকে রাতের মধ্যে সেই সিদ্ধান্ত নিতে হবে। তবে হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভ জানিয়েছেন ব্যাংকাররা।

স্টকমার্কেটবিডি.কম//

ডিএসইতে পিই রেশিও কমেছে ০.৬৩ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২২ থেকে ২৬ মে) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে ০.৬৩ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৪.৩৮ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.২৯ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৯ পয়েন্ট বা ০.৬৩ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিলো ১৫.০৪ পয়েন্টে। আর সপ্তাহ শেষে ডিএসইর পিই রেশিও অবস্থান করছে ১৪.৩৮ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.৬৬ পয়েন্ট বা ৪.৩৯ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২৩০ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৩৪ কোটি ৬১ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং লিমিটেড ১১০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- শাইনপুকুর সিরামিকসের ১০০ কোটি ৩৪ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৯০ কোটি ৯৮ লাখ, সাউথইষ্ট ব্যাংকের ৭৮ কোটি ৩০ লাখ, ফরচুন সুজের ৭৪ কোটি ৯৩ লাখ, জিএসপি ফাইন্যান্সের ৭০ কোটি ৭৫ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ৬৬ কোটি ৮৩ লাখ ও এসিআই ফরমুলেশন লিমিটেডের ৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সপ্তাহের ব্যবধানে কমেছে মূলধন, লেনদেন ও সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন কমেছে। এসময় সূচক ও লেনদেনও কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বিদায়ী সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৩ হাজার ৫৪ কোটি ২৩ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৪ দিনে হয়েছিল ৩ হাজার ২৩৫ কোটি ৭৩ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৫.৬১ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ৬১০ কোটি ৮৪ লাখ টাকার হয়েছে। যা আগের সপ্তাহ থেকে ২৪.৪৯ শতাংশ কমেছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৮০৮ কোটি ৯৩ লাখ টাকার উপরে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২০.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৩৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৯.২৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২৩০৭ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৯.৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩৭৩ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ১৬১টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির শেয়ার ও ইউনিটের দর। আর ৬টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ৯ হাজার ৮৭২ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ৮ হাজার ২ কোটি টাকা। এই হিসাবে গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধন ১৮৭০ কোটি টাকা বা ০.৩৭ শতাংশ কমেছে।

স্টকমার্কেটবিডি.কম/