‘পদ্মা সেতু’ নাম চূড়ান্ত করে প্রজ্ঞাপন জারি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মাওয়া থেকে জাজিরা পর্যন্ত নদীর ওপর নির্মিত সেতুর নাম ‘পদ্মা সেতু’ নামকরণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। রবিবার সেতু বিভাগের উন্নয়ন অধিশাখার এক প্রজ্ঞাপনে পদ্মা সেতু নামটি চূড়ান্ত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সেতু বিভাগের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন ‘পদ্মা বুহুমুখী সেতু নির্মাণ প্রকল্প’র আওতায় মুন্সিগঞ্জ জেলার মাওয়া এবং শরীয়তপুর জেলার জাজিরা প্রান্ত সংযোগকারী পদ্মা নদীর ওপর নির্মিত সেতুটি সরকার ‘পদ্মা সেতু’ নামে নামকরণ করলো।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম//

ডলারের দাম আরেক দফা বেড়ে হলো ৮৯ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডলারের দাম বাড়াতে ব্যাংকগুলোর প্রস্তাব আংশিক মেনে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো আজ দুপুরে প্রস্তাব দিয়েছিল আন্তব্যাংক লেনদেনে প্রতি ডলারের বিনিময় মূল্য ৮৯ টাকা ৮০ পয়সা নির্ধারণের। বর্তমানে আন্তব্যাংক লেনদেনে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা। ব্যাংকগুলোর প্রস্তাবের পর আজ সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির প্রতি ডলারের দাম ৮৯ টাকা নির্ধারণের সিদ্ধান্ত জানান।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ডলারের নতুন এ দাম আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে। কাল থেকে ব্যাংকগুলোর কাছে এ দামে ডলার বিক্রি করবে বাংলাদেশ ব্যাংক।

ডলারের সংকট কাটাতে গত বৃহস্পতিবার ব্যাংকের শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) নেতাদের সঙ্গে এক সভা করে কেন্দ্রীয় ব্যাংক। সভায় প্রতি ডলারের বিনিময় মূল্য কত হবে, তা নির্ধারণের জন্য ব্যাংকগুলোকে প্রতিদিন প্রস্তাব দিতে বলা হয়।

সেই অনুযায়ী, ব্যাংকগুলো আজ রবিবার প্রস্তাব দেয়, রপ্তানি বিল নগদায়নে ডলারের দাম হবে ৮৮ টাকা ৯৫ পয়সা। আর প্রবাসী আয় আনতে ডলারের সর্বোচ্চ দাম ধরা হবে ৮৯‍ টাকা ৭৫ পয়সা। আর আন্তব্যাংকে ডলার কেনাবেচা হবে ৮৯ টাকা ৮০ পয়সায় ও আমদানিকারকদের কাছে বিক্রি করা হবে ৮৯ টাকা ৯৫ পয়সায়।

ব্যাংকগুলোর এ প্রস্তাবের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আজ সন্ধ্যায় আন্তব্যাংক কেনাবেচার ক্ষেত্রে ডলারের দাম নির্ধারণ করে দেন ৮৯ টাকা। পাশাপাশি আমদানিকারকদের কাছে বিক্রির ক্ষেত্রে প্রতি ডলারের দাম ৮৯ টাকা ১৫ পয়সা নির্ধারণ করেন।

স্টকমার্কেটবিডি.কম//

বিএসইসির নতুন কমিশনারকে ডিএসইর ফুলেল শুভেচ্ছা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জের (বিএসইসি) নবনিযুক্ত কমিশনার অধ্যাপক ড.রুমানা ইসলামকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার (২৯ মে) ডিএসইর পক্ষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তারিক আমিন ভূইয়া অধ্যাপক ড. রুমানা ইসলামকে শুভেচ্ছা জানান।

এ সময় তিনি ভবিষ্যত ব্লকচেইন ডিজিটাল এ্যাসেট এর প্রোডাক্টের আইনি কাঠামো তৈরীর বিষয়ে আলোচনা করেন এবং সকল ক্ষেত্রে তথ্য প্রযুক্তি সমৃদ্ধ একটি শক্তিশালী শেয়ারবাজার গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন৷

বিএসইসির নবনিযুক্ত কমিশনার অধ্যাপক ড. রুমানা ইসলাম ঢাকা স্টক এক্সচেঞ্জ কতৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগীতার কামনা করেন৷

স্টকমার্কেটবিডি.কম/

ইসলামী ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য ১২.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২১ অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ ঘোষণা করেছে বিমাটি।

এ সময়ে বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.১১ টাকা। একই সময়ে শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ১৭.৫১ টাকা।

বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ৬ আগষ্ট। এর জন্য রেকর্ড নির্ধারণ করা হয়েছে ২০ জুন।

স্টকমার্কেটবিডি.কম/এ

হজের ফ্লাইট ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি বছর পবিত্র হজের জন্য আগামী ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত সৌদি আরবে হজফ্লাইট পরিচালনা করা হবে। জাতীয় সংসদের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে ৷

রবিবার (২৯ মে) কমিটির সভাপতি র, আ, ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে কমিটির সদস্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মো. মাহবুব আলী, সৈয়দা রুবিনা আক্তার ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।

বৈঠকে আসন্ন পবিত্র হজ পালন উপলক্ষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীদের পরিবহন বিষয়ে আলোচনা হয়। এসময় আগামী ৫ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত হজযাত্রীদের জন্য বিশেষ ফ্লাইট কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানানো হয়।

কমিটি হজ পালন শেষে হাজীদের সুষ্ঠুভাবে দেশে ফিরয়ে আনার জন্য বিমানের সিডিউল রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে।

পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন সব কার্যক্রম সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার সুপারিশও করা হয়।

বৈঠকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কমকর্তারা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম/

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময়: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশে বিনিয়োগের এখনই সময় জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের অবকাঠামো সেক্টরে বিনিয়োগ প্রয়োজন। যোগাযোগব্যবস্থার আধুনিকায়নে দেশব্যাপী কাজ চলছে। তাই এখনই সময় বাংলাদেশে শিল্প সেবা অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগের।

তিনি বলেন, বাংলাদেশ প্রায় ১৭ কোটি মানুষের একটি বড় বাজার। এরমধ্যে প্রায় ৪৫ ভাগ মানুষের ক্রয় ক্ষমতা বেশ ভালো। পার্শ্ববর্তী ভারত এবং চীন দুটি বড় বাজার। বাংলাদেশে প্রচুর দক্ষ জনশক্তি রয়েছে। এখানে বিনিয়োগের সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সরকার বিশেষ সুযোগ- সুবিধা প্রদান করছে।

রবিবার ঢাকার একটি অভিজাত হোটেলে নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে ডেনমার্ক, নরওয়ে, সুইডেনের দূতাবাস এবং ইউরোপিয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশনের সহযোগিতায় ‘ফরেন ডাইকেন্ট ইনভেস্টমেন্ট ফর লজিস্টিক সেক্টর’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে কম খরচে পণ্য উৎপাদন করে সহজেই অন্য দেশে রফতানি করা সম্ভব। বাংলাদেশ এখন শক্ত অর্থনৈতিক শক্তির ওপর দাঁড়িয়ে আছে। দেশে উন্নয়ন এখন দৃশ্যমান। আগামী ২০৩০ সালে এসডিজি অর্জনের মাধ্যমে ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় এবং সময়োপযোগী জাতীয় লজিস্টিক নীতিমালা গ্রহণ করেছে। লজিস্টিক সেক্টর দেশের আমদানি ও রফতানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেশে বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধির জন্য সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং ব্যবসাবান্ধব টেকসই পরিবেশ সৃষ্টির জন্য কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে ভার্চুয়ালি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া।

স্টকমার্কেটবিডি.কম/

‘থ্রিজি সিমে ফোরজি আপগ্রেডের উপায় বের করার নির্দেশ’

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নিবন্ধিত থ্রিজি মোবাইল সিম যারা আপগ্রেড করে ফোরজি সেবা নিতে পারছেন না তাদের জন্য উপায় বের করার নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।

রোববার (২৯ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশ দেন মন্ত্রী।

‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২২’ উপলক্ষে অনুষ্ঠানটি আয়োজিত হয়। বিটিআরসি চেয়ারম্যান ও মোবাইল অপারেটরদের শীর্ষ কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চতুর্থ প্রজন্মের মোবাইল সেবা চালুর পর গ্রাহকরা স্বাচ্ছন্দ্যে বিভিন্ন সেবা ব্যবহার করতে পারছেন। কিন্তু সিমের ‘মালিকানা জটিলতায়’ ব্যবহারকারীর অনেকেই ফোরজি সেবা আপগ্রেড করতে পারছেন না। তাই চতুর্থ প্রজন্মের মোবাইল সেবাও নিতে পারছেন না তারা।

মন্ত্রী বলেন, ফোরজির জন্য চাহিদা যাচাই করার দরকার নাই। ফোরজির প্রধান সংকট ডিভাইস এবং সিম আপগ্রেড করতে হবে।

তিনি বলেন, আমি একটা বিষয় লক্ষ্য করেছি, একটা অদ্ভুত ডাটা আমার কাছে এসেছে, আমাদের যারা সিম ব্যবহার করি তার ১৫-২০ শতাংশ আপগ্রেড করার ক্ষমতা পায় না। তার কারণ, যার নামে সিমটা নিবন্ধন করা আছে সে লোক হয়তো বিদেশে থাকে। বউয়ের জন্য একটা সিম কিনে দিয়ে গেছেন। এখন তার তো আর ফিঙ্গার প্রিন্ট নেওয়া যায় না। সিমও আপগ্রেড করা যায় না।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমানের সভাপতিত্বে বিভাগের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলম, বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিন বক্তব্য দেন।

স্টকমার্কেটবিডি.কম/

কেউ চালের বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে ব্যবস্থা : খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ধান কিনে মজুত করার অসুস্থ প্রতিযোগিতা লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায়ীদের মাঝে। সবাই প্রতিযোগিতা করে ধান কিনছে, ভাবছে ধান কিনলেই লাভ। এ অসুস্থ প্রতিযোগিতা ভালো পরিণতি আনবে না বলে সতর্ক করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

রবিবার সচিবালয়ে তার অফিস কক্ষে ‘বোরো ২০২২ মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ ও বাজার মনিটরিং সংক্রান্ত অনলাইন মতবিনিময় সভায়’ ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী বলেন, অধিকাংশ মিল মালিক বাজার থেকে ধান কিনলেও তারা উৎপাদনে যাচ্ছেন না।

বাজারে নতুন চাল এখনও আসছে না উল্লেখ করে তিনি বলেন, এখন বাজারে যে চাল পাওয়া যাচ্ছে তা গত বছরের পুরাতন চাল। তাহলে নতুন ধান যাচ্ছে কোথায়? মিল মালিকদের প্রতি এ প্রশ্ন রাখেন মন্ত্রী।

এ অবস্থা চলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, কে কত পরিমাণ ধান কিনছেন এবং কে কত পরিমাণ চাল ক্রাসিং করে বাজারে ছাড়ছেন তা খাদ্য বিভাগের কর্মকর্তাদের রিপোর্ট আকারে প্রেরণ করতে হবে।

বিভিন্ন কর্পোরেট হাউস ধান চালের ব্যবসা শুরু করেছে। তারা বাজার থেকে ধান কিনে মজুত করছেন এবং প্যাকেটজাত করছেন। প্যাকেটজাত চাল বেশি দামে বাজারে বিক্রি হচ্ছে। এ সময় ধান চালের ব্যবসায় সম্পৃক্ত কর্পোরেট হাউসগুলোর সাথে দ্রুততম সময়ে বৈঠক করতে খাদ্য অধিদপ্তরের কর্মকর্তাদের নির্দেশ দেন মন্ত্রী।

ভারত থেকে গম দেওয়া বন্ধ হচ্ছে গুজব ছড়িয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অথচ শুধু ভারত নয় বিশ্বের অনেক দেশ বাংলাদেশকে গম দিতে আগ্রহ প্রকাশ করে চিঠি পাঠিয়েছে বলে উল্লেখ করেন সাধন চন্দ্র মজুমদার।

তিনি বলেন, বোরো সংগ্রহ সফল করতে হবে, পাশাপাশি বাজার মনিটরিং চালিয়ে যেতে হবে। কেউ যাতে বাজার অস্থিতিশীল করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে উল্লেখ করে মিন্ত্রী বলেন, কে কোন দল করে সেটি বিবেচ্য নয়। কেউ চালের বাজার অস্থিতিশীলের চেষ্টা করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

উত্তরাঞ্চলে ঝড় ও বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে। কোন জেলায় কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তার সঠিক হিসাব জানা জরুরি। উৎপাদন হিসাব ও ক্ষতির পরিমাণ নিরূপণ করা না গেলে সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে না। এসময় সঠিক তথ্য প্রেরণের জন্য কৃষি বিভাগের কর্মকর্তাদের নির্দেশনা দেন মন্ত্রী।

নওগাঁ ধান ও চাউল আড়ৎদার সমিতির সভাপতি নিরোদ বরণ সাহা চন্দন বলেন, ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য সংকট তৈরি হবে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচার হয়েছে। যার কারণে অনেকেই ভাবছেন আমাদের দেশে চালের ক্রাইসিস তৈরি হবে। সেকারণে অনেকেই অবৈধ মজুত করছেন। এ ধরনের অবৈধ মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম/

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আইপিডিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৫৭ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আইপিডিসি লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৪৩ কোটি ৩ লাখ টাকার।

বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড ৩২ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জিএসপি ফাইন্যান্সের ৩০ কোটি ৮২ লাখ, রংপুর ডেইরি ফুডসের ৩০ কোটি ৪ লাখ, ফরচুন সুজের ২৮ কোটি ১৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৩ কোটি ৩৬ লাখ, এসিআই ফরমুলেশনের ২২ কোটি ৮৮ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ১৯ কোটি ৫১ লাখ ও শাইনপুকুর সিরামিকস লিমিটেডের ১৭ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আইপিডিসি
  3. বাংলাদেশ ফাইন্যান্স
  4. জিএসপি ফাইন্যান্স
  5. রংপুর ডেইরি ফুডস
  6. ফরচুন সুজ
  7. বাংলাদেশ শিপিং করপোরেশন
  8. এসিআই ফরমুলেশন
  9. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  10. শাইনপুকুর সিরামিকস লিমিটেড।