সাইফ মেরিটাইমকে অধিগ্রহণ করবে সাইফ পাওয়ারটেক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সেবা ও রিয়েল এস্টেট খাতের কোম্পানি সাইফ পাওয়ারটেক লিমিটেড জাহাজ চলাচল কোম্পানি সাইফ মেরিটাইম এলএলসির শতভাগ মালিকানা অধিগ্রহণ করবে।

আজ বৃহস্পতিবার (১৬ জুন) অনুষ্ঠিত সাইফ পাওয়ারটেকের বোর্ড সভায় অধিগ্রহণের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফ মেরিটাইমকে অধিগ্রহণে সাইফ পাওয়ারটেকের ৫ লাখ দিরহাম ব্যয় হবে, বাংলাদেশী মুদ্রায় এর পরিমাণ এক কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা (১ দিরহাম সমান ২৫ টাকা ৩৮ পয়সা ধরে)।

সাইফ মেরিটাইম এলএলসি ভারী ট্রাক দ্বারা কার্গো পরিবহন, হালকা ট্রাক দ্বারা কার্গো পরিবহন, মালবাহী ও যাত্রী পরিবহনের শিপিং লাইন, সমুদ্রের মালবাহী ও যাত্রী চার্টার, কাস্টমস ব্রোকার, কার্গো লোডিং এবং আনলোডিং পরিষেবা, সি কার্গো কনটেইনারস, শিপিং সার্ভিস, শিপিং সার্ভিস লোডিং এবং আন লোডিং পরিষেবা, সি শিপিং লাইন এজেন্ট, মালবাহী ব্রোকার সার্ভিসের ব্যবসা পরিচালনা করবে।

এই ব্যবসায় বছরে কোম্পানির আনুমানিক ২৫ কোটি ৯৯ লাখ টাকার রাজস্ব আয় করতে পারবে। এতে কোম্পানিটির নিট মুনাফা ৩ কোটি ৮৯ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

রাজধানীতে আন্তর্জাতিক টেক্সটাইল মেলা শুরু

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার, বসুন্ধরায় তিনদিনের আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুন) এ প্রদর্শনীর উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বস্ত্র মন্ত্রণালয়ের সচিব উপেন্দ্র প্রাসাদ সিংহ, বিজিএমইএর সভাপতি ফারুক হাসান, বাংলাদেশ বায়িং হাউজ অ্যাসোসিয়েশনের সভাপতি কে আই হোসেন, বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।

ওয়ার্লডেক্স ইন্ডিয়া এক্সিবিশন অ্যান্ড প্রমোশন প্রাইভেট লিমিটেড আয়োজিত এ প্রদর্শনী চলবে ১৮ জুন পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলা চলবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, দেশের টেক্সটাইল শিল্প দিন দিন সমৃদ্ধ হচ্ছে। গুণগতমান বিচারে আমাদের দেশের টেক্সটাইল পণ্য আন্তর্জাতিকভাবেও সমাদৃত। এ শিল্পটির উন্নয়নে সরকার বিভিন্ন নীতি হাতে নিয়েছে।

পাটমন্ত্রী আরও বলেন, এ ধরনের প্রদর্শনীর গুরুত্ব রয়েছে। ফলে বাংলাদেশের ফ্যাশন বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত হচ্ছে, যা বিশ্বমণ্ডলে আমাদের সংস্কৃতিরও প্রতিনিধিত্ব করছে।

আয়োজকরা জানান, বাংলাদেশের টেক্সটাইল খাত বিশ্বে এক বিশ্বস্ত নাম। করোনার সংকটপূর্ণ সময়ে বাংলাদেশ বস্ত্র খাতের বৈশ্বিক চাহিদা পূরণ করেছে। এরই ধারাবাহিকতায় ২০২১ সাল থেকে বাংলাদেশ ক্রমবর্ধমান হারে আন্তর্জাতিক ক্রেতাদের কাছ থেকে কাজ পাচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম//

মোবাইল ব্যাংকিংয়ে ৯৩ হাজার কোটি টাকা লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শহর বা গ্রাম, দেশের যে কোনো অঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানোর অন্যতম একটি মাধ্যম মোবাইল ব্যাংকিং। শুধু টাকা পাঠানো নয়, দৈনন্দিন কেনাকাটা, গ্যাস-বিদ্যুৎ-পানিসহ বিভিন্ন বিল পরিশোধও করা যাচ্ছে। এছাড়া অনেক প্রতিষ্ঠান কর্মীদের বেতনও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিচ্ছে।

আর এসব কারণে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আর্থিক সেবার পরিধি বাড়ছে। বর্তমানে বিকাশ, নগদ, রকেট, এমক্যাশসহ মোট ১৩টি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিংয়ে আর্থিক সেবা দিচ্ছে।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্য বলছে, টাকা জমা-উত্তোলন, স্থানান্তর, বিল পরিশোধ মিলে চলতি বছরের এপ্রিল মাসে মোবাইল ব্যাংকিং সেবায় লেনদেন হয়েছে ৯৩ হাজার ৩২ কোটি টাকা। যা গত বছরে (২০২১ সাল) একই সময়ের (এপ্রিল) চেয়ে ৪৬ দশমিক ৬৪ শতাংশ বেশি। গতবছর এপ্রিলে এ সেবায় লেনদেন হয়েছিল ৬৩ হাজার ৪৪১ কোটি টাকা।

চলতি বছরের এপ্রিল মাসের এ লেনদেন একক মাস হিসেবে অতীতের যে কোনো সময়ের চেয়ে বেশি। এর আগে একক মাস হিসেবে চলতি বছরের মার্চে সর্বোচ্চ লেনদেন হয়েছিল ৭৭ হাজার ৩০২ কোটি টাকা।

চলতি বছরের এপ্রিল শেষে এ খাতে নিবন্ধিত গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৩৩০, যা ২০২১ সালের একই সময়ে ছিল ৯ কোটি ৬৪ লাখ ৭৬ হাজার ৪৭২ জন।

এসব নিবন্ধিত গ্রাহকের মধ্যে পুরুষ ৬ কোটি ৪১ লাখ ৭৬ হাজার এবং নারী ৪ কোটি ৬৩ লাখ ৬৩ হাজার ২৪৮ জন। আর মোবাইল ব্যাংকিং এজেন্টের সংখ্যা ১১ লাখ ৭৭ হাজার ১৫২টি।

আলোচিত সময়ে মোবাইল ব্যাংকিং সেবায় ক্যাশ ইন অর্থাৎ টাকা পাঠানো হয়েছে ২৭ হাজার ৭৪০ কোটি টাকা এবং ক্যাশ আউট বা উত্তোলন হয়েছে ২৫ হাজার ৬৩৩ কোটি টাকা।

ব্যক্তি থেকে ব্যক্তি হিসাবে ২৬ হাজার ২৬৯ কোটি টাকা লেনদেন হয়, বিভিন্ন প্রতিষ্ঠানের বেতন-ভাতা বাবদ ৫ হাজার ৩১ কোটি টাকা, বিভিন্ন পরিষেবার বিল পরিশোধ ১ হাজার ৩৩০ কোটি টাকা এবং কেনাকাটার ২ হাজার ৬৬৮ কোটি টাকা লেনদেন হয়েছে মোবাইল ব্যাংকিংয়ে।

স্টকমার্কেটবিডি.কম//

শেয়ারবাজারে কেউ সহজে খুশি হয় না : বিএসইসি চেয়ারম্যান

বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে কেউ সহজে খুশি হয় না জানিয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, কিছু কঠোর হলেই আমাদের চরিত্রহননের কাজ শুরু করে দেয়। এ জন্য সবকিছু মিলে আমরা খুব বিপদে থাকি।

বৃহস্পতিবার (১৬ জুন) বিএসইসির মাল্টিপারপাস হলরুমে ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’ শীর্ষ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

বিএসইসির চেয়ারম্যান বলেন, এমারেল্ড অয়েল কোম্পানিটা বন্ধ হয়ে গিয়েছিল। বিনিয়োগকারীরা সেখানে বিপদে পড়ে গিয়েছিল। আপনারা জেনে খুশি হবেন, তারা এখন প্রডাক্টশন ভালো করছে এবং আগামী ২৮ তারিখে তারা আনুষ্ঠানিকভাবে পরিপূর্ণ উৎপাদন শুরু করতে যাচ্ছে।

‘যে তেল নিয়ে আমাদের অর্থনীতিতে বিভিন্ন রকমের কথাবার্তা, তেলের দাম বেড়ে যাচ্ছে এটা-সেটা। সেখানে তারা এখন ধানের কুঁড়া থেকে দৈনিক কয়েক টন তেল উৎপাদন করবে। সেটা দিয়ে আমাদের দেশের বিরাট উপকার হবে। সেটা যারা করছেন, তারা জাপানের সঙ্গে জড়িত এবং জাপানে তারা নিয়ে যেতে চায় রপ্তানি করার জন্য। আমরা বলেছি- আগে বাংলাদেশের বাজারে ভালো করে সরবরাহ করো, তারপর জাপানে নিয়ে যাও। তার মানে একটা এক্সপোর্ট মার্কেট অলরেডি ওপেন’— যোগ করেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

তিনি বলেন, সেই জাপানি কোম্পানি আবার এখন ফু-ওয়াং ফুড টেক ওভার করার কাজ করছে। ফু-ওয়াং ফুড দুর্বল অবস্থায় চলে গিয়েছিল। বিনিয়োগকারীরা বিপদে পড়ে গিয়েছিল। এখন আমরা এটাকে… বের করে আনার কাজ করছি।

পুঁজিবাজারে লোকসান হলেই আমাকে এসএমএস, কল দিয়ে বলে স্যার লস হয়েছে, কিন্তু লাভ হলে কেউ বলে না। তখন আমি তাদের বলি যে আপনার পোর্টফোলিও কীভাবে ম্যানেজ করবেন, কোনোটা কিনবেন বা বিক্রি করবেন সেটা আমি কী করে বলবো। সেটা আপনাকেই ভেবেচিন্তে করতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী চেয়ারম্যান মাহমুদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসইসির কমিশনার অধ্যাপক ড. শেখ শামসুদ্দিন আহমেদ, ক্যাপিটাল মার্কেট স্থিতিশীল তহবিলের (সিএমএসএফ) চেয়ারম্যান নজিবুর রহমান রহমান প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম//

স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন পেল সিএএল সিকিউরিটিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সিএএল সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১০ মে সিএএল সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সিএএল সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি CAL। আর সিক্স ডিজিটের আইডি 200297 ।

স্টকমার্কেটবিডি.কম/বি

সিটি ব্যাংকের পারপেচ্যুয়াল বন্ডের লেনদেন শুরু ২০ জুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ২০ জুন থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা বন্ডটির ট্রেডিং কোড- “CBLPBOND” এবং ডিএসইতে বন্ড কোড নাম্বার- ২৬০১১ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি বন্ডটি তালিকাভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া ইউনিট সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় শাইনপুকুর সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিস আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫২ কোটি ৩১ লাখ টাকার।

আরএকে সিরামিকস লিমিটেড ৩৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আইপিডিসির ৩৫ কোটি ৮৬ লাখ, মুন্নু ফেব্রিকসের ৩৫ কোটি ৯ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ৩৪ কোটি ৩২ লাখ, সাইফ পাওয়ারটেকের ২১ কোটি ৬১ লাখ, ইউনিক হোটেলের ২০ কোটি ৬৩ লাখ, ওরিয়ন ফার্মার ১৭ কোটি ১৫ লাখ ও এইচ আর টেক্সটাইল লিমিটেডের ১৬ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. শাইনপুকুর সিরামিকস
  3. আরএকে সিরামিকস
  4. আইপিডিসি
  5. মুন্নু ফেব্রিকস
  6. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  7. সাইফ পাওয়ারটেক
  8. ইউনিক হোটেল
  9. ওরিয়ন ফার্মা
  10. এইচ আর টেক্সটাইল লিমিটেড।

ব্যাংকের জন্য কেনাকাটা পরিচালকদের প্রতিষ্ঠান নয়

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রয়োজনীয় পণ্য কেনাকাটায় কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায়। আর তাই ব্যাংকের প্রয়োজনীয় কেনাকাটা পরিচালক বা পরিচালকের স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বুধবার (১৫ জুন) দেওয়া নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি পরিচালনার স্বার্থের সংঘাত পরিহার ও সুশাসন নিশ্চিতকরণে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ এর ১৮(২) ধারার বিধান পরিপালনের লক্ষ্যে ২০২১ সালে সার্কুলারের মাধ্যমে প্রত্যেক ব্যাংক-কোম্পানির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও তার নিম্নতর দুইস্তর পর্যন্ত কর্মকর্তাদের এবং পারিবারিক ব্যবসায়িক স্বার্থ সংশ্লিষ্টতার বিবরণ বার্ষিক ভিত্তিতে পর্ষদে দাখিলের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক অবহিত হয়েছে যে, আলোচ্য বিধানের ব্যত্যয় ঘটিয়ে ব্যাংকের জন্য প্রয়োজনীয় পণ্য, সেবা ইত্যাদি ক্রয় ও সংগ্রহ সম্পর্কিত কার্যক্রমে কোনো কোনো ব্যাংকের পরিচালক বা পরিচালকের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যা ব্যাংকে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় সৃষ্টি করছে।

স্টকমার্কেটবিডি.কম//