ডলারের বিপরীতে টাকার মান আবারো কমলো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দাম নির্ধারণের এখতিয়ার ব্যাংকগুলোর হাতে ছাড়ার পরই বাড়ছে ডলারের দাম। বিপরীতে মান হারাচ্ছে দেশীয় মুদ্রা টাকা। এরই ধারাবাহিকতায় আবারও ডলারের বিপরীতে টাকার মান ১০ পয়সা কমিয়ে ৯২ টাকা ৯০ পয়সা করেছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংকে প্রতি ডলার ৯২ টাকা ৯০ পয়সা দরে বিক্রি করছে কেন্দ্রীয় ব্যাংক। গতকাল সোমবার প্রতি ডলারের দাম ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

এ নিয়ে গত দুই মাসে ডলারের বিপরীতে টাকার মান প্রায় ৬ টাকা ৭০ পয়সা কমেছে। আর চলতি বছরে শুধু ডলারের বিপরীতে অন্তত ১৩ বার মান হারিয়েছে টাকা।

গতকাল সোমবার বাণিজ্যিক ব্যাংকগুলো ৯৪ থেকে ৯৫ টাকার মধ্যে ডলার কেনাবেচা করেছে। খোলা বাজারে প্রতি ডলারের দাম ছিল ৯৯ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে মঙ্গলবার (২১ জুন) আন্তঃব্যাংক প্রতি ডলার বিক্রি করছে ৯২ টাকা ৯০ পয়সা দামে। যা গতকাল ছিল ৯২ টাকা ৮০ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/////

বেপজায় ডাচ কোম্পানির ১০.৫২ মিলিয়ন ডলার বিনিয়োগ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নেদারল্যান্ডের প্রতিষ্ঠান চেকপয়েন্ট সিস্টেমস বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি গার্মেন্টস অ্যাক্সেসরিজ সামগ্রী উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে।

আজ মঙ্গলবার ঢাকায় বেপজার সদস্য (বিনিয়োগ ও উন্নয়ন) আলী রেজা মজিদ এবং চেকপয়েন্ট সিস্টেমসের দক্ষিণ এশীয় মহাব্যবস্থাপক কুমুদু আথুরুলিয়া এ সংক্রান্ত একটি চুক্তি সই করেছেন।

চুক্তির অধীনে প্রতিষ্ঠানটি ১০ দশমিক ৫২ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করে প্রতি বছর ১৩১৯ মিলিয়ন ইউনিট হ্যাং ট্যাগ, টিকেট, স্টিকার, লেবেল উৎপাদন করবে।

কারখানাটিতে ২৭৪ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেপজা কর্তৃপক্ষ।

চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড ইউনিট ২ হবে বেপজার অধীনে পরিচালিত শিল্পাঞ্চলে একই মালিকানাধীন দ্বিতীয় প্রতিষ্ঠান।

চেকপয়েন্ট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড এর আগে ২০০৯ সাল থেকে আদমজী ইপিজেডে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম/////

পদ্মা সেতুর জন্য জিডিপিতে যোগ হবে ১০ বিলিয়ন ডলার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পদ্মা সেতুর কারণে দেশজ উৎপাদনে (জিডিপি) অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার যোগ হবে। যা পদ্মা সেতুর ব্যয়ের প্রায় তিনগুণ বেশি।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর সোনারগাঁও হোটেলে এক সংলাপে এ কথা বলেন গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ড. মুস্তাফিজুর রহমান। জাতীয় অর্থনীতিতে পদ্মা সেতুর গুরুত্ব শীর্ষক এই সংলাপে অংশ নেন অর্থনীতিবিদরা।

ড. মুস্তাফিজুর রহমান বলেন, পদ্মা সেতু আমাদের গর্বের বিষয়। এটি শুধু সেতুই নয়, পদ্মা সেতু হবে অর্থনীতির মূল চালিকাশক্তি।

সংলাপে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, পদ্মা ছিল কীর্তিনাশা পদ্মা, এখন হয়ে যাবে কীর্তিমান পদ্মা। এর ওপর দিয়ে আমাদের নতুন সফলতা গাঁথা হবে। তৈরি হবে নতুন ইতিহাস।

পদ্মা সেতুর নামকরণ নিয়ে তিনি বলেন, পাথরে না লিখে হৃদয়ে লেখা হোক না শেখ হাসিনার নাম। পদ্মা সেতু যতদিন থাকবে, আমরা এই নাম হৃদয়ে নিয়েই চলে যাবো।

টিপু মুনশি আরও বলেন, বঙ্গবন্ধু বলেছিলেন, দাবায় রাখতে পারবা না। তার উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একই সুরে বলেছিলেন, ‘বন্ধ করতে পারবা না। বিশ্ব ব্যাংক অনেক কথা বললো, টাকা দিলা না তোমরা। কিন্তু আমরা অতিক্রম করবোই।’ সেই সাহস, তেজদীপ্ত ঘোষণাই আজকের পদ্মা সেতু।

সংলাপ সঞ্চালনা করেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। এতে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প বাণিজ্যবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক এফবিসিসিআই সভাপতি ও বর্তমান আলমগীর মহিউদ্দিন, বিটিএমইএ সভাপতি ও সংসদ সদস্য সালাম মুর্শেদী এবং আওয়ামী লীগের শিল্প বাণিজ্যবিষয়ক সম্পাদক ও বিজিএমইএ’র সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান।

সংলাপে প্যানেলিস্ট আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ড. জায়েদ বখত, ড. জামালউদ্দীন আহমেদ, যোগাযোগ বিশেষজ্ঞ, বুয়েটের অধ্যাপক ড. শামসুল হক।

স্টকমার্কেটবিডি.কম/////

রিজার্ভ চুরির মামলার প্রতিবেদন ৬৪ দফা পিছালো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে অর্থ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়েছে।

মঙ্গলবার (২১ জুন) এই মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল।

তবে এদিন সিআইডির তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকীব আগামী ১৭ আগস্ট প্রতিবেদন দাখিলের জন্য পরবর্তী দিন ধার্য করেন।

২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরি হয়ে যায়। পরে হ্যাকার গ্রুপ অর্থপাচারের মাধ্যমে ওই টাকা ফিলিপাইনে পাঠিয়ে দেয়।

২০১৬ সালের ১৫ মার্চ বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্টের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ মামলা করেন। পরদিন মামলাটি তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন আদালত।

সেই থেকে চার বছরে ৬৪বার সময় নিয়েও প্রতিবেদন দাখিল করতে পারেনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

স্টকমার্কেটবিডি.কম/

ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার বন্ড অনুমোদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত ওয়ান ব্যাংকের ৪০০ কোটি টাকার নন-কনভারটেবল সাবর্ডিনেটেড বন্ড প্রস্তাব অনুমোদন দিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

মঙ্গলবার (২১ জুন) বিএসইসির চেয়ারম্যান ড. খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮২৮তম কমিশন সভায় এসব বন্ডের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

এটি একটি নন কনভার্টেবল, তালিকাভুক্ত হবে না, সম্পূর্ণ অবসায়ন যোগ্য, ফ্লটিং রেটেড, সাবওর্ডিনেটেড বন্ড। বন্ডটি ৭ বছর পরে সম্পূর্ণ অবসায়ন হবে। এই বন্ডটি ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে টায়ার টু ক্যাপিটাল বেইজের শর্ত পূরণ করা হবে।

স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, করপোরেট প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, ফান্ড এবং যে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন।

বন্ডটির ট্রাষ্টি হিসেবে কাজ করবে সেনা কল্যাণ ইন্স্যুরেন্স লিমিটেড। আর লিড এরেঞ্জার হিসাবে রয়েঠে স্ট্যান্ডার্ড চ্যাটির্ড ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

গত সপ্তাহে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার পর মঙ্গলবার দাম ১ শতাংশ বেড়েছে। আজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। মন্দার কারণে অপরিশোধিত তেল ও জ্বালানি পণ্যে চাহিদা কমার চেয়ে বিনিয়োগকারীরা এর সরবরাহ সংকুচিত হওয়ার বিষয়টি নিয়ে বেশি উদ্বিগ্ন।

প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৫.২১ ডলারে। এর আগে সোমবার বেড়েছিল ০.৯ শতাংশ। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম কমেছিল ৭.৩ শতাংশ।

যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড প্রতি ব্যারেলের দাম ২.২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১২.০১ ডলার। গত সপ্তাহে এর দাম কমেছিল ৯.২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////

আর্থিক প্রতিষ্ঠানের সিইও-এমডি নিয়োগে বাংলাদেশ ব্যাংকের শর্ত

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী হতে হলে ব্যাংক বা এনবিএফআইতে কমপক্ষে ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আজ সোমবার বাংলাদেশ ব্যাংক আজ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, কোনো বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী বা এর আগের পদে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা কিংবা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে সক্রিয় কর্মকর্তা হিসেবে ন্যূনতম ২০ বছরের অভিজ্ঞতা থাকলে আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা বা এমডি হওয়া যাবে।

এছাড়া, স্থিতিপত্রের আকার ১ হাজার কোটি টাকার বেশি নয় এমন আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে রাষ্ট্রয়াত্ব ব্যাংকের মহাব্যবস্থাপক এবং বেসরকারি ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্টরা এমডি হতে পারবেন।

তবে তাদের ব্যাংকের কোনো শাখার ব্যবস্থাপক হিসাবে ৫ বছরসহ মোট ২০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রধান নির্বাহী বা এমডিকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রীধারী হতে হবে। অর্থনীতি, ব্যাংকিং ও ফিন্যান্স কিংবা ব্যবসায় প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রী থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।

কোনো কোম্পানির চেয়ারম্যান বা পরিচালক বা কর্মকর্তা থাকাকালে বরখাস্তকৃত কেউ আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী হিসেবে যোগ্য বিবেচিত হবেন না।

এছাড়া, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কোনো পরিচালক বা ওই আর্থিক প্রতিষ্ঠানে ব্যবসায়িক স্বার্থ আছে, এমন কেউ প্রধান নির্বাহী বা এমডি পদের জন্য যোগ্য বিবেচিত হবেন না।

নিয়োগের ক্ষেত্রে এনবিএফআইগুলোকে দুটি ইংরেজি এবং দুটি বাংলা জাতীয় দৈনিকে বিজ্ঞাপন প্রকাশ করতে হবে।

এছাড়াও, তাদের নিজ নিজ ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি দিতে হবে যেন যোগ্য ও স্বচ্ছ ব্যক্তিদের নিয়োগ দেওয়া যায়।

প্রধান নির্বাহী পদের জন্য আবেদনগুলো থেকে যোগ্যতম প্রার্থীকে নিয়োগ দিতে স্বচ্ছতার সঙ্গে আবেদনপত্র মূল্যায়নের জন্য প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের অনুমোদিত একটি মূল্যায়ন প্রক্রিয়া থাকতে হবে বলেও এতে উল্লেখ করা হয়।

আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সুশাসন নিশ্চিত করা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষার নিশ্চিত করে কেন্দ্রীয় ব্যাংক এসব সিদ্ধান্ত নিয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/////

যমুনা ব্যাংককে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারের অনুমোদন দেওয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২১ এপ্রিল যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডকে স্টক ব্রোকার ও ডিলারে অনুমোদন প্রদান করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যমুনা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের থ্রি ডিজিটের আইডি JBS। আর সিক্স ডিজিটের আইডি 200255 ।

স্টকমার্কেটবিডি.কম/বি

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় আনোয়ার গ্যালভানাইজিং

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিসে মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৮ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৯৭ লাখ টাকার।

ফুয়াং ফুডস লিমিটেড ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- জেএমআই হসপিটাল রিকুইজিটির ১৯ কোটি ৮ লাখ, শাইনপুকুর সিরামিকসের ১৫ কোটি ৯০ লাখ, আরএকে সিরামিকসের ১৩ কোটি ৭১ লাখ, ন্যাশনাল ব্যাংকের ১৩ কোটি ১ লাখ, এইচ আর টেক্সটাইলের ১২ কোটি ৩৫ লাখ, প্রাইম ইন্স্যুরেন্সের ১২ কোটি ২৪ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ৯ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. আনোয়ার গ্যালভানাইজিং
  3. ফুয়াং ফুডস
  4. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  5. শাইনপুকুর সিরামিকস
  6. আরএকে সিরামিকস
  7. ন্যাশনাল ব্যাংক
  8. এইচ আর টেক্সটাইল
  9. প্রাইম ইন্স্যুরেন্স
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।