স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কার্যদিসে মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩১১ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৯.১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯৫ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭২৫ কোটি ৮৮ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৮২২ কোটি ৩৯ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৫৭টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৮২টির, আর দর অপরিবর্তিত আছে ৪৩টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং, ফুয়াং ফুডস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, শাইনপুকুর সিরামিকস, আরএকে সিরামিকস, ন্যাশনাল ব্যাংক, এইচ আর টেক্সটাইল, প্রাইম ইন্স্যুরেন্স ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৩৭.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪টির, কমেছে ২১১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৫৬ কোটি ২৭ লাখ টাকা। গতকাল সোমবার লেনদেন হয়েছিল ৫৭ কোটি ৫৮ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ওরিয়ন ফার্মা ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//