৩ মাসে কোটিপতি হিসাবধারী বেড়েছে ১৬২১ জন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মহামারি করোনাভাইরাসের প্রকোপ কমার সঙ্গে বিশ্ব অর্থনীতিতে ফের চাঙ্গাভাব ফিরে এসেছে। শিল্প-কারখানার চাকাও ঘুরছে আগের মতো। এতে দেশের অর্থনীতিও ঘুরে দাঁড়াচ্ছে। দেশের রপ্তানি আয়ের ৮৪ ভাগ নেতৃত্ব দেওয়া তৈরিপোশাক খাতের রপ্তানি আদেশ আবারও আগের অবস্থানে। অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে বাড়ছে কোটিপতির সংখ্যাও। চলতি বছরের প্রথম তিন মাসে দেশে কোটিপতি আমানতকারীর সংখ্যা নতুন করে বেড়েছে এক হাজার ৬২১টি।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে, গত ২০২০ সালের মার্চ মাসে দেশে করোনাভাইরাস প্রকোপ শুরুর সময় দেশের ব্যাংকগুলোতে এক কোটি টাকার বেশি থাকা হিসাবধারীর সংখ্যা ছিল ৮২ হাজার ৬২৫টি। ২০২১ সালের সেপ্টেম্বরে সে সংখ্যা এক লাখ ছাড়িয়ে যায়। ২০২২ সালের মার্চ প্রান্তিক শেষে দেশে কোটিপতি হসাবধারীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৩ হাজার ৫৯৭টিতে। এর আগে ২০২১ সালের ডিসেম্বরের শেষে কোটিপতি হিসাবধারীর সংখ্যা ছিল এক লাখ এক হাজার ৯৭৬টি। সে হিসাবে তিস মাসের ব্যবধানে কোটিপতি হিসাবধারীর (ব্যক্তি-প্রতিষ্ঠান) সংখ্যা বেড়েছে এক হাজার ৬২১টি।

এসব হিসাবে (মার্চ প্রান্তিক শেষে) আমানতের পরিমাণ ছয় লাখ ৬৩ হাজার ৫০৫ কোটি টাকা। যা গত ডিসেম্বর শেষে আমানতের পরিমাণ ছিল ছয় লাখ ৫৩ হাজার ৮৫৮ কোটি টাকা। সে হিসাবে তিন মাসে এসব হিসাবে আমানত বেড়েছে নয় হাজার ৬৪৭ কোটি টাকা।

চলতি বছরের মার্চ মাস শেষে ব্যাংকিংখাতে মোট হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৩ লাখ। এসব হিসাবে আমানতের পরিমাণ ১৫ লাখ ১৪ হাজার ৮৯৫ কোটি টাকা।

স্টকমার্কেটবিডি.কম//

৬৫৩ কোটি টাকা অনুদান এডিবির

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উন্নয়নে নানা ধরনের সহায়তা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রোহিঙ্গাদের জন্য নতুন করে ৭ দশমিক ১ কোটি মার্কিন ডলার অনুদান দেবে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় যা ৬৫৩ কোটি ২০ লাখ টাকা (প্রতি ডলার সমান ৯২ টাকা ধরে)।

স্বাস্থ্য সেবা, সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা নিশ্চিতে দুটি খাতে এ অনুদান অনুমোদন করেছে সংস্থাটি। প্রথম খাতে চার দশমিক ১৪ কোটি ডলার ও দ্বিতীয় খাতে দুই দশমিক ৯৬ কোটি ডলার অনুমোদন করেছে। বুধবার (২২ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এডিবির চলমান জরুরি সহায়তা প্রকল্পের আওতায় এ অনুদান দেওয়া হচ্ছে। যা ২০১৮ সালে অনুমোদিত ১০০ মিলিয়ন ডলারের অনুদানের আওতায় অনুমোদন দেওয়া হলো।

বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিন্টিং বলেন, ‘নতুন স্বাস্থ্য সেবা, সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা উন্নতি করা হবে। এর মাধ্যমে কোভিড-১৯ এবং ভবিষ্যতের যেকোনো মহামারির বিরুদ্ধে টেকসই উন্নয়ন শক্তিশালী করবে। এসব সহায়তা দুর্যোগের ঝুঁকি কমিয়ে রোহিঙ্গাদের মানবিক চাহিদা পূরণ করবে।’

স্টকমার্কেটবিডি.কম//

ঈদে রাত ১০টা পর্যন্ত খােলা থাকবে মার্কেট-বিপণিবিতান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ০১ থেকে ১০ জুলাই মোট ১০ দিন দোকানপাট, মার্কেট, বিপণিবিতান রাত ৮টার পরিবর্তে ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে ১০ জুলাইয়ের পর থেকে আবার রাত ৮টায় দোকানপাট বন্ধ হবে।

বুধবার (২২ জুন) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, আসন্ন পবিত্র ঈদুল আজহা-২০২২ উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে সরকার বিশেষ অবস্থা বিবেচনায় আগামী ০১ থেকে ১০ জুলাই দোকানপাট, মার্কেট, বিপণিবিতান বন্ধের সময় সাময়িক পরিবর্তন করে রাত ৮টার পরিবর্তে ১০টা করা হয়েছে। বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ১১৪ এর ৪ উপধারার ক্ষমতাবলে একই আইনের ৩ উপধারার পরিবর্তে সাময়িক এ পরিবর্তন আনা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১০ জুলাই এর পর থেকে রাত ৮টায় দোকানপাট, বিপণিবিতান বন্ধের বিষয়ে বাংলাদেশ শ্রম আইনের ১১৪ এর উপধারা ৩ কঠোরভাবে প্রতিপালন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় শাইনপুকুর সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতূর্থ কার্যদিসে বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৪ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা শাইনপুকুর সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ২৫ কোটি ৯৫ লাখ টাকার।

জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেড ১৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিজের ১৭ কোটি ৮৮ লাখ, সোনালী পেপার এন্ড বোর্ডের ১৫ কোটি ৬৬ লাখ, স্কয়ার ফার্মার ১৪ কোটি ৬৬ লাখ, আইপিডিসির ১১ কোটি ৫০ লাখ, ব্র্যাক ব্যাংকের ১১ কোটি ১৭ লাখ, ফুয়াং ফুডসের ১০ কোটি ৯৮ লাখ ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেডের ১০ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. শাইনপুকুর সিরামিকস
  3. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  4. আলিফ ইন্ডাস্ট্রিজ
  5. সোনালী পেপার এন্ড বোর্ড
  6. স্কয়ার ফার্মা
  7. আইপিডিসি
  8. ব্র্যাক ব্যাংক
  9. ফুয়াং ফুডস
  10. বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান দেখা গেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিসে বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৩১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৮১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১.৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯৪ কোটি ৩৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭২৫ কোটি ৮৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৯৩টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২৩টির, আর দর অপরিবর্তিত আছে ৬৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, শাইনপুকুর সিরামিকস, জেএমআই হসপিটাল রিকুইজিটি, আলিফ ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার এন্ড বোর্ড, স্কয়ার ফার্মা, আইপিডিসি, ব্র্যাক ব্যাংক, ফুয়াং ফুডস ও বাংলাদেশ শিপিং করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১১.১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৬০২ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, কমেছে ১১৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৭টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩৮ কোটি ২৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার লেনদেন হয়েছিল ৫৬ কোটি ২৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক ও উত্তরা ব্যাংকলিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

নাভানা ফার্মাসিউটিক্যালসের বিডিং শুরু ৪ জুলাই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে অর্থ সংগ্রহের অনুমোদন পাওয়া নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাট-অব প্রাইস নির্ধারণের জন্য বিডিং (নিলাম) আগামী ৪ জুলাই বিকাল ৫টায় শুরু হবে। আর তা ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলবে।

বুধবার (২২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা যায়।

গত ৮ জুন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৮২৬তম কমিশন সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে এই আইপিওটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট হতে দর প্রস্থাব আহবান করবে।এই বিডিংয়ের পরে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণ করা হবে। আর সাধারণ বিনিয়োগকারীরি এই কাট অফ প্রাইসের ২০ শতাংশ কম দরে কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে পারবেন।

সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ১ জুলাই ২০২১ হতে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৩.৫৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ১৯.০২ টাকা দেখিয়েছে। আর এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৯ টাকা হয়েছে। আর বিগত ৫ বছরের ভারিত গড় হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখানো হয়েছে ২.৫১৬ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

গতবছর ২১ ডিসেম্বর রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জমকালো রোড শো অনুষ্ঠিত হয়। এরোড শোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির বিভিন্ন দিক এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

শেয়ার বিক্রি করবে বিডি মনোস্পুলের উদ্যোক্তা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডি মনোস্পুল পেপারের উদ্যোক্তা পার্ল পেপার অ্যান্ড বোর্ড মিলস শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে। এই উদ্যোক্তা কোম্পানির ১৫ হাজার শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পার্ল অ্যান্ড পেপারের কাছে কোম্পানির মোট ২ লাখ ১৮ হাজার ৫২৬টি শেয়ার আছে।

এর মধ্যে থেকে ৫৫ হাজার শেয়ার আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক মার্কেটে বেচতে পারবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম////

খাদ্যমূল্য কিছুটা বেড়েছে, চেষ্টা করে যাচ্ছি নিয়ন্ত্রণ করতে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খাদ্যমূল্য কিছুটা বেড়েছে। আমরা চেষ্টা করে যাচ্ছি এটা নিয়ন্ত্রণ করতে। মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার, সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নই আমাদের সরকারের লক্ষ্য।

আজ বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে করা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।

মুদ্রাস্ফীতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, মে মাসে ব্রিটেনে মুদ্রাস্ফীতি ছিল ৯ শতাংশ, যুক্তরাষ্ট্রে ৮ শতাংশ, ভারতে ৭ দশমিক ৯ শতাংশ এবং তুরস্কে ৫৪ দশমিক ৮ শতাংশ। বাংলাদেশেও এটা বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে গত মাসে মুদ্রাস্ফীতি বেড়ে হয়েছে ৭ দশমিক ৪২ শতাংশ। বাংলাদেশে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ২ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম////