সিটি গ্রুপের চেয়ারম্যানকে গ্রেফতারের নির্দেশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ভোজ্যতেলসহ ভোগ্যপণ্য বিপণনকারী দেশের শীর্ষ প্রতিষ্ঠান সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম আদালতের চতুর্থ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম এ পরোয়ানা জারি করেন।

২০১৯ সালের ২০ অক্টোবর চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে দায়ের হওয়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) একটি মামলায় অভিযোগ গঠন শেষে বিচারক এ আদেশ দেন।

বিএসটিআইয়ের আইনজীবী অ্যাডভোকেট আশরাফ খন্দকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, চট্টগ্রামে কয়েকটি বিপণনকারী প্রতিষ্ঠানের ভোজ্যতেল সংগ্রহ করে ল্যাবে পরীক্ষা করে বিএসটিআই। পরীক্ষায় সিটি গ্রুপের ভোজ্যতেলে সরকারের নির্ধারিত মানমাত্রায় ভিটামিন ‘এ’ পাওয়া যায়নি। পাশাপাশি সিএম লাইসেন্স ব্যতিরেকে প্রতিষ্ঠানটি ভোজ্যতেল বাজারজাত করছিল। যে কারণে ২০১৯ সালের ২০ অক্টোবর বিএসটিআইয়ের পক্ষ থেকে মামলা করা হয়। মামলায় সিটি গ্রুপের চেয়ারম্যানকে আসামি করা হয়।

তিনি বলেন, মামলার পর সিটি গ্রুপের চেয়ারম্যান উচ্চ আদালত থেকে জামিন নেন। কিন্তু উচ্চ আদালত স্বল্পসময়ের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দিয়ে তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন নেওয়ার বিষয়ে নির্দেশনা দেন। এরপর থেকে সিটি গ্রুপের চেয়ারম্যান নিম্ন আদালতে (চট্টগ্রাম মহানগর হাকিম আদালত) হাজির হননি। সূত্র : জাগো নিউজ

স্টকমার্কেটবিডি.কম///

ইআরকিউ হিসাবে ৫০ শতাংশ নগদায়নের নির্দেশ ব্যাংকগুলোকে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক:

রপ্তানিকারকের রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে জমাকৃত বৈদেশিক মুদ্রার ৫০ শতাংশ অনতিবিলম্বে নগদায়ন করতে সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক আজ পরিপত্র জারি করেছে।

প্রচলিত ব্যবস্থায় প্রত্যাবসিত রপ্তানি আয়ের নির্দিষ্ট অংশ ইআরকিউ হিসাবে জমা রাখা যায়। স্থানীয় মূল্য সংযোজনের মাত্রা অনুযায়ী রিটেনশন কোটার হার ১৫ শতাংশ কিংবা ৬০ শতাংশ হতে পারে। তবে তথ্যপ্রযুক্তি খাতে এই হার ৭০ শতাংশ।

একই পরিপত্রে রিটেনশন কোটা হিসাবে বৈদেশিক মুদ্রা জমার মাত্রা ৫০ শতাংশ কমিয়ে যথাক্রমে ৭ দশমিক ৫০, ৩০ ও ৩৫ শতাংশ করা হয়েছে, যা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে।

স্টকমার্কেটবিডি. কম/////

আরএকে সিরামিকসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিরামিকস শিল্প খাতের কোম্পানি আরএকে সিরামিকস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

  1. তিতাস গ্যাস
  2. বেক্সিমকো লিমিটেড
  3. কেডিএস এক্সেসরিজ
  4. আইপিডিসি
  5. জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং
  6. পাওয়ার গ্রিড কোম্পানি
  7. ফুয়াং ফুডস
  8. সান লাইফ ইন্স্যুরেন্স
  9. ফরচুন সুজ
  10. মতিন স্পিনিং মিলস লিমিটেড।

ডিএসইতে সূচক স্থিতিশীল; লেনদেন ৫’শ কোটির ঘরে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের স্থিতিশীল দেখা গেছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমে ৫’শ কোটির ঘরে নেমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ঈদের ছুটির পরে তৃতীয় কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ০.৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৭৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৮৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৭৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৮০ কোটি ৬৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭০২ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৯৮টির, আর দর অপরিবর্তিত আছে ৫৫টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – তিতাস গ্যাস, বেক্সিমকো লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, আইপিডিসি, জেএমআই হসপিটাল রিকুইজিটি ম্যানুফেকচারিং, পাওয়ার গ্রিড কোম্পানি, ফুয়াং ফুডস, সান লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ ও মতিন স্পিনিং মিলস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৯.৭৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৫৯৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৭৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ২২ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে পদ্মা লাইফ ইন্স্যুরেন্স ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

আছিয়া সী ফুডসের লেনদেন শুরু ১৮ জুলাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে এসএমই ফ্লাটফর্মে সদ্য তালিকাভুক্ত আছিয়া সী ফুডস লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে আগামী ১৮ জুলাই থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন দেশের উভয় শেয়ারবাজারের এসএমই ফ্লাটফর্মে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এ কোম্পানির লেনদেন।

‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা কোম্পানিটির ট্রেডিং কোড- “ACHIASF” এবং ডিএসইতে কোম্পানি কোড নাম্বার- ৭৪০০২ নির্ধারণ করা হয়েছে।

সম্প্রতি কোম্পানিটি কিউআইও প্রক্রিয়া সম্পন্ন করে। ইতোমধ্যে বরাদ্দ পাওয়া শেয়ার সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে জমা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

ইসলামিক ফাইন্যান্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেণ্ট  লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২২ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৩টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির দ্বিতীয়  প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রভাতী ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রভাতী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেসিআই ঢাকা হেরিটেজের ক্যারিয়ার বিষয়ক সেমিনার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চাকরি বা ব্যবসার পাশাপাশি কিভাবে উচ্চশিক্ষা গ্রহণ করা যায় সে বিষয়ে এক বিশেষ সেমিনার ও সাধারণ সদস্যদের নিয়ে জেনারেল মিটিং করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) এর লোকাল অর্গানাইজেশন ঢাকা হেরিটেজ। ১ জুলাই ২০২২ ঢাকার অদূরে একটি রিসোর্টে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারের পাশাপাশি সাধারণ সদস্যদের নিয়ে ২য় সাধারণ সভা ও ডে-আউট পর্ব অনুষ্ঠিত হয়।

“স্টাডি এন্ড ক্যারিয়ার কন্টিনিয়েশন” উচ্চশিক্ষা বিষয়ক সেমিনারটির মেন্টর ছিলেন ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপাক ও সফট্ওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান জনাব ড. ইমরান মাহমুদ। ২০২২ সালের লোকাল প্রেসিডেন্ট মো. ফজলে মুনিমের সভাপতিত্বে পরিচালিত জিএমএম এ আরও উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশ-এর ন্যাশনাল কমিটির সদস্য আইপিএলপি নাহিদা আক্তার ও চেপ্টারের অন্যান্য সদস্যবৃন্দ। লোকাল প্রেসিডন্ট মো. ফজলে মুনিম, দক্ষতা উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে কাজ করতে গিয়ে জেসিআই ঢাকা হেরিটেজ বিভিন্ন কার্যক্রম ও প্রকল্প বাস্তবায়নের চিত্র তুলে ধরেন ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের অলাভজনক সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশে এর কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ২৬টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এরমধ্যে জেসিআই ঢাকা হেরিটেজ সবচেয়ে বড় এবং পুরোনো।

স্টকমার্কেটবিডি.কম////

লিব্রা ইনফিউশনের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি লিব্রা ইনফিউশন লিমিটেডের বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এই বোর্ড সভাটি আগামী ২১ জুলাই আহবান করা হয়েছে।

সূত্র থেকে জানা যায়, ১৪ জুলাই বেলা ৪টায় কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী গত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

এর আগের বছর ২০১৯ সালে কোম্পানিটি ৫ শতাংশ বোনাস লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/