প্রগতি ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪টায় রাজধানীর কাকরাইলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩০ জুন শেষ হওয়া ২০২২ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

লাফার্জ হোলসিম বিডির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট শিল্প খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বিডি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২০ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ২০২১ সালের ২য় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৪টায় রাজধানীতে কোম্পানির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির ২য় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

মার্কেন্টাইল ব্যাংকের ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৫ লাখ শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, বিলকিস বেগম নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৫ লাখ শেয়ার বিক্রি করবেন। ঘোষণার সময় তার হাতে কোম্পানিটির ১৫,৯১,৯৮২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

শান্তা ফার্ষ্ট ইনকাম ফান্ডের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শান্তা ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ড লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ফান্ড ব্যবস্থাপক সূত্রে এ তথ্য জানা গেছে।

গতকাল বুধবার অনুষ্ঠিত ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে ফান্ডটির ট্রাষ্টি বোর্ড।

এ বছরে ফান্ডটির ইউনিট প্রতি আয় হয়েছে ১.১৪ টাকা। আর ফান্ডের ইউনিট প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৩.২৭ টাকা।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হাসান বলেন, “গত অর্থবছরে (২০২০-২০২১) শেয়ারবাজার খুব একটা ভালো না থাকার কারণে ফান্ড পরিচালনায় অনেক প্রতিকুলতার সম্মুখীন হয়েছি। আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করেছি বিনিয়োগকারীদের অন্যান্য বিনিয়োগ মাধ্যম থেকে ভালো রিটার্ন দেয়ার। আমি মনে করি উল্লেখিত সময়ে শেয়ারবাজারের পারফর্মেন্স পর্যালোচনা করলে রিটার্ন বিনিয়োগকারীদের আশা পূরন করবে।

স্টকমার্কেটবিডি.কম/

মেঘনা পেটের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের কোম্পানি মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে। ডিএসই সূত্রে জানা যায়।

গত ২০ জুন কোম্পানিটির শেয়ার ২৯.৩০ টাকায় সর্বশেষ লেনদেন হয়। যা গতকাল ১৩ জুলাই এই শেয়ারের দর ৩৬.৭০ টাকা ছিল। এই সময় এ কোম্পানিটির শেয়ারের দর টানা বেড়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় মেঘনা পেট লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে,সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম