স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আপনার কষ্টের টাকা বিনিয়োগের সিদ্ধান্ত অন্যের সিদ্ধান্তের উপর ছেড়ে দিবেন না বলে পরামর্শ দিয়েছেন বিএসইসি’র চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।
আজ শনিবার ময়মনসিং জেলায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ একাডেমি ফর সিকিউরিটিজ মার্কেটস (বিএএসএম) এর যৌথ উদ্যোগে দেশব্যাপী আয়োজিত ‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’ এ সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, আপনি যদি ফাইন্যান্স নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে চান তা অবশ্যই ভালো ভাবে জেনে সিদ্ধান্ত নিতে হবে। কে কি বললো আর কে কি করলো তা দেখে বিনিয়োগ করবেন না।
তিনি বলেন, যারা শেয়ারবাজারে বিনিয়োগ করতে ভয় পান তারা দুটি আইটেমে বিনিয়োগ করতে পারেন। তা হলো : মিউচ্যুয়াল ফান্ড ও বন্ড। এই দুটি আইটেমই ভালো রিটার্ন দিচ্ছে। আর বিএসইসি মিউচ্যুয়াল ফান্ডের ব্যবসাগুলো সব সময় মনিটরিং করছে।
অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত বক্তব্য রাখেন বিএসইসি’র কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ।
‘বিনিয়োগ শিক্ষা কনফারেন্স ২০২২’-এ মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসইসি’র সাবেক কমিশনার আরিফ খান। বিএসইসি’র নির্বাহী পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ‘দ্য স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট ইনভেস্টর’ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ইকরামুল হক টিটু, ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ্বাস, উপ-মহা পুলিশ পরিদর্শক(ময়মনসিংহ) দেবদাস ভট্টাচার্য, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্মসচিব কামরুল হক মারুফ, ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক এবং ময়মনসিংহের পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান।
স্টকমার্কেটবিডি.কম///