সরকারী বন্ডের ক্রয়-বিক্রয়ে সচেতনতামূলক কর্মশালা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্টক এক্সচেঞ্জে সরকারী বন্ডের লেনদেনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ডিএসই’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্রোকারেজ হাউস, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।

কর্মশালাটি সঞ্চালনা করেন ডিএসই’র স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান সৈয়দ আল আমিন রহমান। অনুষ্ঠানের শুরুতে তিনি স্টক এক্সচেঞ্জের সরকারী বন্ডের লেনদেন শুরু করার ক্ষেত্রে যে সকল সংস্থাগুলোর অবদান রয়েছে এবং তাদের কর্মকা- সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। একই সাথে সরকারী বন্ড স্টক এক্সচেঞ্জে লেনদেন হলে পুঁজিবাজার ও বিনিয়োগকারী কিভাবে উপকৃত হবে তা আলোকপাত করেন।

সিডিবিএল এর মহাব্যবস্থাপক মোঃ মনিরুল হক অনুষ্ঠানে সরকারী বন্ডের লেনদেনের পদ্ধতি উপস্থাপন করেন। ডিএসই ও সিএসই’র ট্রেডিং প্লাটফর্মে সরকারী বন্ডের লেনদেনের পদ্ধতির প্রয়োগিক প্রদর্শন করেন ডিএসই’র সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহার ও সিএসই’র সহকারী ব্যবস্থাপক সৈয়দ মুহম্মদ মঈন উদ্দিন।

অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ রুহুল আমিন সরকারী সিকিউরিটিজের মাধ্যমে সরকারের তহবিল সংগ্রহ ও এক্সচেঞ্জের লেনদেনের বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারী বন্ডের পুঁজিবাজারের অন্তর্ভূক্তিমূলক মুদ্রাবাজার ও পুঁজিবাজার উভয়কে শক্তিশালী করবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আনোয়ার হোসেন সরকারী বন্ডের ইস্যু ও হস্তান্তর প্রক্রিয়া, কূপন পেমেন্ট ও এর ইল্ড সম্পর্কে আলোকপাত করেন।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। পরিশেষে বিএসইসি’র অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির সমাপনী বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সরকারী বন্ডের লেনদেনের মাধ্যমে কিভাবে সরকার, পুঁজিবাজার ও বিনিয়োগকারী উপকৃত হবে সে বিষয়ে আলোকপাত করেন ও এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিবিএল এর মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ইনচার্জ) এম ইমাম হোসেন ও সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী।

স্টকমার্কেটবিডি.কম///

জামিন পেলেন ডেসটিনির হারুন-অর-রশিদ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের দণ্ডিত ডেসটিনির প্রেসিডেন্ট হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।

তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

এর আগে, ২৯ জুন তার মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট।

গত ৯ জুন তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তবে ওইদিন তাকে জামিন দেননি আদালত।

চলতি বছরের ১২ মে বিচারিক আদালতে এই মামলার রায় হয়। তাতে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তাদের ২ হাজার ৩শ কোটি টাকা জরিমানা। এরমধ্যে হারুন-অর-রশীদকে দেওয়া হয় চার বছরের কারাদণ্ড। সেসঙ্গে তাকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।

স্টকমার্কেটবিডি.কম//

নাভানা ফার্মার আইপিও আবেদন শুরু ১৩ সেপ্টেম্বর

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে আসার প্রক্রিয়াধীন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন ও টাকা জমা নেওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামী ১৩ সেপ্টেম্বর কোম্পানিটির আইপিওর আবেদন জমা নেওয়া শুরু হবে। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাট-অব প্রাইস ৩৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই কাট-অব প্রাইস নির্ধারণের জন্য কোম্পানিটির বিডিং (নিলাম) শুরু হয় গত ৪ জুলাই বিকাল ৫টায়। আর এই বিডিং ৭ জুলাই বিকেল ৫টা পর্যন্ত চলে।

এই বিডিংয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ারের দর প্রস্তাব করে। এসব প্রস্তাবিত দরের উপর ভিত্তি করে কাট-অব প্রাইস নির্ধারণ করা হয়।

এই বিডিংয়ে মোট ২৮১টি প্রতিষ্ঠান তাদের সুবিধা মতাে দর প্রস্তাব করে। এই বিডিংয়ে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দর আসে ৩৪ টাকা। আর একটি মাত্র প্রতিষ্ঠান ২০ টাকায় সর্বনিম্ন দর আহবান করে।

গত ৮ জুন নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার ছেড়ে ৭৫ কোটি টাকা সংগ্রহের অনুমোদন দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির ৮২৬তম কমিশন সভায় বুকবিল্ডিং পদ্ধতিতে এই আইপিওটির অনুমোদন দেওয়া হয়।

বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনুমোদন স্বাপেক্ষে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের নিকট হতে দর প্রস্থাব আহবান করবে।এই বিডিংয়ের পরে কোম্পানিটির কাট অফ প্রাইস নির্ধারণ করা হবে। আর সাধারণ বিনিয়োগকারীরি এই কাট অফ প্রাইসের ২০ শতাংশ কম দরে কোম্পানিটির আইপিও শেয়ার কিনতে পারবেন।

সূত্র মতে, কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) এর মাধ্যমে শেয়ারবাজার থেকে ৭৫ কোটি টাকায় নতুন যন্ত্রপাতি কেনা, ব্যবসা সম্প্রসারণ, আংশিক ব্যাংক ঋণ পরিশোধ এবং প্রাথমিক গণপ্রস্তাবের খরচ খাতে ব্যয় করবে।

গত ১ জুলাই ২০২১ হতে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত চলতি বছরের ৯ মাসে কোম্পানিটির আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পত্তি মূল্য (পুনর্মূল্যায়ন সঞ্চিতিসহ) ৪৩.৫৩ টাকা এবং পুনর্মূল্যায়ন সঞ্চিতি ব্যতীত শেয়ার প্রতি নিট সম্পত্তির মূল্য ১৯.০২ টাকা দেখিয়েছে। আর এ সময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ২.৩৯ টাকা হয়েছে। আর বিগত ৫ বছরের ভারিত গড় হিসাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় দেখানো হয়েছে ২.৫১৬ টাকা।

আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনার ইনভেস্টমেন্ট লিমিটেড ও ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড এবং রেজিষ্ট্রার টু দ্যা ইস্যুয়ারের দায়িত্বে রয়েছে এএফসি ক্যাপিটাল লিমিটেড।

গতবছর ২১ ডিসেম্বর রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি জমকালো রোড শো অনুষ্ঠিত হয়। এই রোড শোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির বিভিন্ন দিক এবং ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ওরিয়ন ফার্মা
  3. মালেক স্পিনিং মিলস
  4. বাংলাদেশ শিপিং কর্পোরেশন
  5. ইস্টার্ন হাউজিং
  6. লাফার্জ হোলসিম
  7. বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস
  8. আলিফ ম্যানুফ্যাকচারিং
  9. ডেল্টা লাইফ লাইফ
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৯২ কোটি ৯০ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার লেনদেন হয়েছে ৭৭ কোটি ৮৮ লাখ ৬৫ হাজার টাকার।

৫৭ কোটি ১৭ লাখ ১৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে মালেক স্পিনিং লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, ইস্টার্ন হাউজিং, লাফার্জ হোলসিম, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস, আলিফ ম্যানুফ্যাকচারিং, ডেল্টা লাইফ, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও ফরচুন সুজ লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম///

দিনশেষে বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪৩২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪ টির, দর কমেছে ১২৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৭৩টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে এক হাজার ৭৬৯ কোটি ৩০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৪ কোটি ৪৩ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল এক হাজার ৭৪৪ কোটি ৮৭ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৬৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮৯৮ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩০৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর। সিএসইতে ৪২ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বিশ্ববাজারের সঙ্গে নিয়মিত মূল্য সমন্বয় করবো : জ্বালানি প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশ্ববাজারের সঙ্গে দেশেও নিয়মিত জ্বালানি তেলের মূল্য সমন্বয় করা হবে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

মঙ্গলবার তার নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।

নসরুল হামিদ বলেন, দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমলো। আপনাদের আশ্বস্ত করতে চাই বিশ্ববাজারের সঙ্গে দেশেও আমরা নিয়মিত মূল্য সমন্বয় করবো।

জাতীয় রাজস্ব বোর্ড সোমবার এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ডিজেলের ওপর আরোপ করা সমুদয় আগাম কর থেকে অব্যাহতি এবং আমদানি শুল্ক ১০ শতাংশর পরিবর্তে ৫ শতাংশ নির্ধারণ করার ফলে ভোক্তা পর্যায় জ্বালানি তেল ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্টোলের মূল্য সমন্বয় করা হয়েছে।

সোমবার রাত ১২টার পর থেকে ডিপোর ৪০ কিলোমিটারের ভেতর ভোক্তা পর্যায়ে খুচরা মূল্য ডিজেল ১০৯ টাকা লিটার, কেরোসিন ১০৯ টাকা লিটার, অকটেন ১৩০ টাকা লিটার ও পেট্টোল ১২৫ টাকা লিটার করা হয়।

আমরা এখনো মনে করি সাধারণ মানুষের জন্য বর্তমান দামটাও একটু বেশি হয়ে যায়। সবার প্রতি অনুরোধ একটু ধৈর্য ধরুন।

আশা করি এই কঠিন সময় খুব বেশি দিন থাকবে না। জনবান্ধব আওয়ামী লীগ সরকার কোনো অবস্থায়ই জনগণের কষ্ট হয় এমন কোনো কাজ করতে চায় না। বৈশ্বিক পরিস্থিতির কারণে আমাদের নিরূপায় হয়েই জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পথ বেছে নিতে হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম////

দেশে সর্বোচ্চ পরিমাণ চাল মজুদ আছে: খাদ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে চালের কোনো অভাব নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এ যাবৎকালের সর্বোচ্চ পরিমাণ চালের মজুদ আছে।

সারা দেশে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডধারী ব্যক্তিদের মধ্যে চাল ও আটা বিতরণ উপলক্ষে মঙ্গলবার দুপুরে নওগাঁ সার্কিট হাউস মিলনায়তনে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

চাল সংগ্রহ অভিযান আরও দুই দিন চলবে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, চলতি বোরো সংগ্রহ অভিযানে গতকাল সোমবার পর্যন্ত ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ মেট্রিক টন চাল সংগৃহীত হয়েছে। চালের এই মজুত এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ।

সংগ্রহ অভিযান বুধবার পর্যন্ত চলবে। দুই দিনে লক্ষ্যমাত্রার বাকি ৫০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ হয়ে যাবে।

মানুষের কষ্ট লাঘবের জন্য ওএমএসের ডিলার প্রায় তিন গুণ বাড়ানো হয়েছে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, সম্প্রতি আমাদের হিসাবের বাইরে হঠাৎ চালের দাম পাঁচ থেকে ছয় টাকা বাড়ায় মানুষ দুর্ভোগে পড়েছেন। মানুষের কষ্ট লাঘবে প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী ১ সেপ্টেম্বর থেকে সারা দেশে এক যোগে ওএমএস ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু থাকবে।

মন্ত্রী বলেন, পূর্বে সারা দেশে থাকা ৮১৩টি ওএমএস কেন্দ্র বাড়িয়ে ২ হাজার ৩৬৩টি করা হয়েছে। আগে একজন ওএমএসের ডিলার এক টন চাল বরাদ্দ পেতেন। এখন প্রত্যেক ডিলার দুই মেট্রিক টন চাল বরাদ্দ পাবেন। এ ছাড়া সিটি শহরগুলোয় ট্রাক সেলে সাড়ে তিন মেট্রিক টন চাল বরাদ্দ পাবেন।

স্টকমার্কেটবিডি.কম///

আদানির বিদ্যুৎ আসছে সেপ্টেম্বরের শেষে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের ঝাড়খণ্ডে আদানি গ্রুপের নির্মাণ করা বিদ্যুৎকেন্দ্রটির একটি ইউনিট আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলক উৎপাদন শুরু করছে। এরই মধ্যে বিদ্যুৎকেন্দ্রটির সঙ্গে গ্রিড লাইন যুক্ত করে সম্প্রতি বাংলাদেশ থেকে সঞ্চালন লাইনে বিদ্যুৎ দিয়ে পরীক্ষার কাজ শেষ হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ও পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সব কিছু ঠিক থাকলে আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলকভাবে ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে।

দুটি সাবস্টেশনের নির্মাণকাজ শেষ হলে আরো ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ আসবে আগামী অক্টোবরে। এরপর ডিসেম্বরের মধ্যে আদানির দুটি ইউনিট থেকে মোট এক হাজার ৪৯৫ মেগাওয়াট বিদ্যুৎ দেশে আসার কথা।

বিদ্যুৎ বিভাগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আদানির এই বিদ্যুৎ দেশে এলে চলমান সংকট অনেকটাই কমে যাবে। তখন ব্যয়বহুল তেলভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো থেকে উৎপাদন বন্ধ করে দেওয়া হবে।

সূত্র বলছে, আদানির বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ নেওয়ার মতো সঞ্চালন অবকাঠামো এখনো প্রস্তুত করা যায়নি। যে কারণে প্রথম ইউনিট প্রস্তুত হলেও তার পুরো সক্ষমতা এখনই ব্যবহার করা যাচ্ছে না। বিদ্যমান সাবস্টেশনে নিয়ে এই বিদ্যুৎ দেশের উত্তরাঞ্চলে সরবরাহ করা হবে। এতে আপাতত উত্তরাঞ্চলে বিদ্যুত্সংকটের নিরসন হবে।

জানতে চাইলে পাওয়ার গ্রিড কম্পানি অব বাংলাদেশ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. ইয়াকুব ইলাহী চৌধুরী কালের কণ্ঠকে বলেন, ‘সম্প্রতি বাংলাদেশ থেকে সঞ্চালন লাইন পরীক্ষা করা হয়েছে। এই বিদ্যুৎ দেশে আনতে এখন আর গ্রিড লাইনের কোনো সমস্যা নেই। ’

বিদ্যুৎ বিভাগের নীতি ও গবেষণা শাখা পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন কালের কণ্ঠকে বলেন, ‘আমরা নিয়মিত আদানি বিদ্যুৎকেন্দ্রের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছি। বাকি কাজগুলোও কিভাবে দ্রুত সম্পন্ন করা যায়, সেই লক্ষ্য নিয়ে কাজ করছি। আশা করছি, আগামী মাসের শেষ দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদনে আসবে বিদ্যুৎকেন্দ্রটি। ’ তিনি বলেন, ‘এর ওপর ভিত্তি করেই আমরা বলছি, অক্টোবর থেকে চলমান লোড শেডিং পরিস্থিতির সার্বিক উন্নতি হবে। একই সঙ্গে চাহিদা অনুযায়ী ব্যয়বহুল বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ রেখে কম ব্যয়ের কেন্দ্রগুলো চালানো যাবে। সেই ক্ষেত্রে কয়লা দিয়ে যদি আমাদের চাহিদা পূরণ হয়ে যায়, তাহলে ডিজেলভিত্তিক কেন্দ্রগুলো আর চালানোর দরকার হবে না। ’

বিপিডিবি সূত্রে জানা যায়, বর্তমানে ভারত থেকে এক হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করছে বিপিডিবি। আদানির প্রথম ইউনিটের ৮০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে যুক্ত করা গেলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির পরিমাণ দাঁড়াবে এক হাজার ৯৬০ মেগাওয়াটে। আর বিদ্যুৎকেন্দ্রটির পুরো সক্ষমতা (১৪৯৫ মেগাওয়াট) অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ হলে আমদানির পরিমাণ বেড়ে দাঁড়াবে দুই হাজার ৬৫৫ মেগাওয়াটে, যা দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার ১০ শতাংশ। সূত্র : কালের কন্ঠ

স্টকমার্কেটবিডি.কম////

সাউথ বাংলা ব্যাংকের ২ কোটি শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাকসুদুর রহমান নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৫৮৪ শেয়ার বিক্রয় করবেন। তার হাতে ব্যাংকটির মোট ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি