- লাফার্জ হোলসিম বিডি
- বেক্সিমকো লিমিটেড
- বাংলাদেশ শিপিং করপোরেশন
- ওরিয়ন ফার্মা
- ম্যাকসন স্পিনিং মিলস
- ইষ্টার্ণ হাউজিং
- মালেক স্পিনিং মিলস
- ন্যাশনাল পলিমার
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স
- ইন্ট্রাকো রি ফুয়েলিং স্টেশন লিমিটেড।
Month: November 2024
দিনশেষে সূচকের বড় উত্থান; বেড়েছে লেনদেনও
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২৪.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৪৫৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৯৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩.৭৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৮৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২০০৫ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৬৯ কোটি ৩০ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৮০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩৫টির, আর দর অপরিবর্তিত আছে ৬৬টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাফার্জ হোলসিম বিডি, বেক্সিমকো লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ওরিয়ন ফার্মা, ম্যাকসন স্পিনিং মিলস, ইষ্টার্ণ হাউজিং, মালেক স্পিনিং মিলস, ন্যাশনাল পলিমার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও ইন্ট্রাকো রি ফুয়েলিং স্টেশন লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০৭.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৭টির, কমেছে ৯৯টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৭০ কোটি ৬৯ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছিল ৪২ কোটি ২ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও আমান কটন ফাইবার্স লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//
মার্কেন্টাইল ব্যাংকের ৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক ৬ লাখ শেয়ার বিক্রি সম্পন্ন করেছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, এ কে এম শহীদ রেজা নামে এক উদ্দ্যোক্তা পরিচালক ব্যাংকটির ৬ লাখ শেয়ার বিক্রি বিক্রি সম্পন্ন করেছেন।
ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেটে এই উদ্দ্যোক্তা পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হলো।
স্টকমার্কেটবিডি.কম/এম
ন্যাশনাল লাইফের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের দীর্ঘমেয়াদি এসেছে ঋণমান ‘এএএ’ । ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।
স্টকমার্কেটবিডি.কম/বি
ইউনিয়ন ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ঋণমান ‘এএ২’। আর স্বল্পমেয়াদি ঋণের ঋণমান এসেছে এসটি-২। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসা ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডাব্লিউসিআরসিএল)।
২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ডাব্লিউসিআরসিএল।
স্টকমার্কেটবিডি.কম/বি
ইন্ট্রাকো রি-ফুয়েলিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডর শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ২৩ আগষ্ট এ শেয়ারের দর ছিল ৩৯ টাকা এবং গত ২৮ আগষ্ট এ শেয়ারের দর দাঁড়ায় ৪৩.১০ টাকা।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/এম
এ্যাপেক্স ফুডসের মূল্য সংবেদনশীল তথ্য নেই
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি এ্যাপেক্স ফুডস লিমিটেডর শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত ১০ আগষ্ট এ শেয়ারের দর ছিল ১৭০.৪০ টাকা এবং গত ২৮ আগষ্ট এ শেয়ারের দর দাঁড়ায় ২৫৬.১০ টাকা।
শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে এ্যাপেক্স ফুডস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।
স্টকমার্কেটবিডি.কম/এম
সন্ধানী লাইফের বাৎসরিক বোর্ড সভা আজ
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বাৎসরিক বোর্ড সভা আজ ৩১ আগষ্ট অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র থেকে জানা যায়, আজ বুধবার বেলা সোয়া ২টায় রাজধানীর বাংলামোটরে বিমাটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।
আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২১ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
এ বোর্ড সভায় এজিএমের দিন ও রেকর্ড ডেট ঘোষণা করা হবে।
এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বিমাটি। গতবছর বিমাটি ১২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।
একই দিনে বিমাটি চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছিল।
স্টকমার্কেটবিডি.কম/রিমা
সরকারী বন্ডের ক্রয়-বিক্রয়ে সচেতনতামূলক কর্মশালা
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
স্টক এক্সচেঞ্জে সরকারী বন্ডের লেনদেনের লক্ষ্যে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ আগস্ট) ডিএসই’র মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত এ কর্মশালায় ব্রোকারেজ হাউস, ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান ও সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালাটি সঞ্চালনা করেন ডিএসই’র স্ট্রাটেজি অ্যান্ড প্রোগ্রাম ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান সৈয়দ আল আমিন রহমান। অনুষ্ঠানের শুরুতে তিনি স্টক এক্সচেঞ্জের সরকারী বন্ডের লেনদেন শুরু করার ক্ষেত্রে যে সকল সংস্থাগুলোর অবদান রয়েছে এবং তাদের কর্মকা- সম্পর্কে সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। একই সাথে সরকারী বন্ড স্টক এক্সচেঞ্জে লেনদেন হলে পুঁজিবাজার ও বিনিয়োগকারী কিভাবে উপকৃত হবে তা আলোকপাত করেন।
সিডিবিএল এর মহাব্যবস্থাপক মোঃ মনিরুল হক অনুষ্ঠানে সরকারী বন্ডের লেনদেনের পদ্ধতি উপস্থাপন করেন। ডিএসই ও সিএসই’র ট্রেডিং প্লাটফর্মে সরকারী বন্ডের লেনদেনের পদ্ধতির প্রয়োগিক প্রদর্শন করেন ডিএসই’র সহকারী মহাব্যবস্থাপক কামরুন নাহার ও সিএসই’র সহকারী ব্যবস্থাপক সৈয়দ মুহম্মদ মঈন উদ্দিন।
অর্থ মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ রুহুল আমিন সরকারী সিকিউরিটিজের মাধ্যমে সরকারের তহবিল সংগ্রহ ও এক্সচেঞ্জের লেনদেনের বিষয়সমূহ নিয়ে আলোচনা করেন। এছাড়াও তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারী বন্ডের পুঁজিবাজারের অন্তর্ভূক্তিমূলক মুদ্রাবাজার ও পুঁজিবাজার উভয়কে শক্তিশালী করবে, যা দেশের সামগ্রিক উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করবে। এছাড়াও বাংলাদেশ ব্যাংকের ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যুগ্ম পরিচালক আনোয়ার হোসেন সরকারী বন্ডের ইস্যু ও হস্তান্তর প্রক্রিয়া, কূপন পেমেন্ট ও এর ইল্ড সম্পর্কে আলোকপাত করেন।
পরবর্তীতে অনুষ্ঠানের প্রশ্ন-উত্তর পর্বে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেয়া হয়। পরিশেষে বিএসইসি’র অতিরিক্ত পরিচালক শেখ মোঃ লুৎফুল কবির সমাপনী বক্তব্য দেন। তিনি তার বক্তব্যে সরকারী বন্ডের লেনদেনের মাধ্যমে কিভাবে সরকার, পুঁজিবাজার ও বিনিয়োগকারী উপকৃত হবে সে বিষয়ে আলোকপাত করেন ও এ বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিসিবিএল এর মহাব্যবস্থাপক ও প্রধান প্রযুক্তি কর্মকর্তা (ইনচার্জ) এম ইমাম হোসেন ও সিএসই’র উপ মহাব্যবস্থাপক হাসনাইন বারী।
স্টকমার্কেটবিডি.কম///
জামিন পেলেন ডেসটিনির হারুন-অর-রশিদ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় চার বছরের দণ্ডিত ডেসটিনির প্রেসিডেন্ট হারুন-অর-রশিদকে ছয় মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট।
তার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন দাখিলের পর মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী রবিউল আলম বুদু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।
রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।
এর আগে, ২৯ জুন তার মেডিকেল রিপোর্ট চেয়েছিলেন হাইকোর্ট।
গত ৯ জুন তার আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। তবে ওইদিন তাকে জামিন দেননি আদালত।
চলতি বছরের ১২ মে বিচারিক আদালতে এই মামলার রায় হয়। তাতে ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং তাদের ২ হাজার ৩শ কোটি টাকা জরিমানা। এরমধ্যে হারুন-অর-রশীদকে দেওয়া হয় চার বছরের কারাদণ্ড। সেসঙ্গে তাকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাস কারাদণ্ড দেওয়া হয়।
স্টকমার্কেটবিডি.কম//