মিউচুয়াল ফান্ডগুলোকে করমুক্ত চায় বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মিউচুয়াল ফান্ডে কোনোরকম কর চায় না। এ খাতকে সম্পূর্ণরূপে করমুক্ত রাখতে জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করবে বিএসইসি।

নিয়ন্ত্রক সংস্থাটি মনে করে, মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডে কর আরোপ এই খাতের বিকাশে সমস্যা তৈরি করবে। এ জন্য জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআরকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

বিএসইসি কমিশনার মিজানুর রহমান সংবাদ মাধ্যমকে জানান, বিএসইসি মনে করছে এনবিআর যে পরিকল্পনা করছে, সেটি তাদের বিধানের সঙ্গেই সাংঘর্ষিক।
তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিক চিঠি দেব। এটা নিয়ে কাজ করছি আমরা। এটা এনবিআরের এসআরও বা বিধানের সঙ্গে সাংঘর্ষিক।’

সংবিধিবদ্ধ নিয়ম এবং নির্দেশনা (স্ট্যাচুটোরি রুলস অ্যান্ড অর্ডার-এসআরও) অনুযায়ী, মিউচুয়াল ফান্ডের আয় করমুক্ত। ফান্ডের ডিভিডেন্ডের ২৫ হাজার টাকা পর্যন্ত কোনো কর দিতে হয় না। তবে একটি চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ফার্মের পরামর্শে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ডের ওপর উৎসে কর কর্তনের (ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স-টিডিএস) পরিকল্পনা করছে এনবিআর।

এই বিষয়ে বিএসইসি কমিশনার মিজানুর রহমান বলেন, ‘২০১১ সাল থেকে মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড করমুক্ত। এখন আবার কর আরোপ করার কোনো যৌক্তিকতা নেই।’

বিষয়টি ব্যাখ্যা করে মিজানুর রহমান বলেন, ‘কোম্পানি যখন ডিভিডেন্ড দেবে, তখন ট্যাক্স ডিডাক্ট করবে। ট্যাক্স ডিডাক্ট করা মানেই তো ট্যাক্স হয়ে গেল। মিউচুয়াল ফান্ডের ট্যাক্স এক্সেম্পট হওয়ায় আবার যদি টিডিএস করে তাহলে এটাকে আবার রিফান্ড করতে হবে। তাহলে এই জটিলতায় যাওয়ার মানে কী?’

বিএসইসি কমিশনার মিজানুর রহমান মনে করেন, এনবিআর করারোপ করলে এই খাতের বিকাশ বাধাগ্রস্ত হবে। তিনি বলেন, ‘আমরা এগুলোকে ইম্প্রুভ করতে চাই। ট্যাক্স এক্সেম্পট স্ট্যাটাসটা ইমপর্টেন্ট।’

তিনি বলেন, ‘এখন ভালো ভালো মিউচুয়াল ফান্ড রয়েছে। যেগুলো বিনিয়োগকারীদের যথেষ্ট স্ট্যাবিলিটি দিচ্ছে। মানে ভালো রিটার্ন দিচ্ছে এবং ক্যাপিটাল মেইনটেন্যান্স করছে। ২০২০ সালের আগে থেকে কিছু খারাপ মিউচুয়াল ফান্ড ছিল, সেগুলো রিকভার করছে।’

বাংলাদেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে মিউচুয়াল ফান্ডের অবদান কেবল শূন্য দশমিক ৫৩ শতাংশ, যা উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে সবচেয়ে কম।
জিডিপির অনুপাতে ভারতে এই হার ১১ শতাংশ, মালয়েশিয়া ৩২, পাকিস্তানে ১ দশমিক ৫১, যুক্তরাজ্যে ৭৩ এবং যুক্তরাষ্ট্রে ১১৮ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম///

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতি বদলে দিয়েছে: প্রতিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতি বদলে দিয়েছে বলে মনে করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, ‘ভবিষ্যৎ সম্ভাবনা কী, তা–ও অনুমান করা যাচ্ছে না। আমরা কষ্ট করছি, বিশ্বের অনেক দেশ আরও বেশি কষ্ট করছে। জ্বালানি তেলের মূল্য সমন্বয় সবাইকে পীড়া দিচ্ছে। এখান থেকে দ্রুত বের হওয়ার চেষ্টা করা হচ্ছে।’

নারায়ণগঞ্জে বর্জ্য থেকে ৬ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। আজ বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এতে প্রতিমন্ত্রী বলেন, ‘কেউ চায় না ইচ্ছা করে মূল্যস্ফীতি বাড়াতে। অনেক দেশে মূল্যস্ফীতির হার ১০ থেকে ২০ শতাংশ হয়ে গেছে। দেশে এটি এখন ৮ শতাংশের কাছাকাছি। আর কয়টা মাস ধৈর্য ধরুন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে।’

একই অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম বলেন, কিছু লোক ও গণমাধ্যম নেতিবাচক বার্তা দিচ্ছে। বৈশ্বিক পরিস্থিতিতে অনেক দেশ নানা পরিবর্তন আনছে। এত কিছুর মধ্যেও বাংলাদেশ ভালো আছে, এটা কেউ বলবে না। সবার তুলনায় বাংলাদেশ ভালো আছে। শ্রীলঙ্কা, পাকিস্তানের সঙ্গে তুলনা করার মতো বাংলাদেশের কোনো বিষয় নেই।

ধীরে ধীরে দেশের সব সিটি করপোরেশনে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে বলে জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী। এরপর স্থানীয় সরকারমন্ত্রী জানান, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার এবং পরিবেশ সুরক্ষার মতো দুটি বিষয় কাজ করে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে আগামী এক মাসের মধ্যে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হবে। গাজীপুরেও সব প্রক্রিয়া শেষ। ঢাকা দক্ষিণেও শিগগিরই শুরু হবে। চট্টগ্রামে প্রক্রিয়াধীন।

স্টকমার্কেটবিডি.কম///

নৌযানের যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

নৌযানের যাত্রী ভাড়া হ্রাস করে পুনর্নির্ধারণ করা হয়েছে। আজ রাত ১২টার পর থেকে এটি কার্যকর হবে।

নৌপরিবহণ মন্ত্রণালয় বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

নৌযানের যাত্রীভাড়া হ্রাসের ফলে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে ৩ টাকা হতে ১৫ পয়সা হ্রাস করে ২.৮৫ টাকা এবং প্রথম ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারে জনপ্রতি যাত্রীভাড়া ২.৬০ টাকা থেকে ১৫ পয়সা হ্রাস করে ২.৪৫ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। জনপ্রতি যাত্রীভাড়া সর্বনিম্ন ৩৩ টাকা থেকে ৩ টাকা হ্রাস করে ৩০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে।

গত মাসে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণের ফলে বর্তমানে ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য জনপ্রতি যাত্রীভাড়া প্রতি কিলোমিটারে রয়েছে ৩ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া রয়েছে ২.৬০ টাকা। জনপ্রতি যাত্রীভাড়া রয়েছে সর্বনিম্ন ৩৩ টাকা।

২০২১ সালে নৌযানে যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করায় ১০০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২.৩০ টাকা। ১০০ কিলোমিটারের অধিক দূরত্বের জন্য প্রতি কিলোমিটারের যাত্রীভাড়া ছিল ২ টাকা। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ছিল ২৫ টাকা।এর আগে ২০১৩ ও ২০১২ সালে নৌযানের যাত্রীভাড়া পুনর্নির্ধারণ করা হয়।

স্টকমার্কেটবিডি.কম///

ডিজেলে ভর্তুকির বিষয় বিবেচনা করছে সরকার: কৃষিমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বোরো মৌসুমে কৃষকদের কথা চিন্তা করে সারের মতো ডিজেলেও ভর্তুকি দেওয়ার বিষয়টি সরকার গভীরভাবে বিবেচনা করছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।

তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ না হলে এবং আন্তর্জাতিক বাজারে ডিজেলের দাম না কমলেও আমাদের কিছু একটা করতে হবে, যাতে কৃষকের উৎপাদন খরচ কমে। বর্তমানে ডিজেলের দাম অনেক বেশি। এতে বোরো মৌসুমে উৎপাদন খরচ বেড়ে যাবে। আমরা সারে যেমন ভর্তুকি দিই, তেমনি বোরোতেও প্রয়োজনে ডিজেলে ভর্তুকি দেওয়া হবে। সরকার গভীরভাবে বিষয়টি বিবেচনা করছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) রাজধানীর ব্র্যাক সেন্টারে বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে ‘খাদ্য নিরাপত্তায় ভূ-গর্ভস্থ পানি ব্যবস্থাপনা’ শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও অস্ট্রেলিয়ার কমনওয়েলথ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশনের সহযোগিতায় ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ে কর্মশালার আয়োজন করে।

কৃষিমন্ত্রী বলেন, অনাবৃষ্টির জন্য আমন ধান রোপণ ব্যাহত হচ্ছে। এখন বৃষ্টির মৌসুম, সাধারণ নিয়মানুযায়ী বৃষ্টি হওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এটাই আমাদের জন্য কনসার্ন। প্রত্যেকদিনই আমরা ভাবছি বৃষ্টি হবে, কিন্তু হচ্ছে না। বৃষ্টি না হলে হয়তো আমনের উৎপাদন কম হবে।

অন্যদিকে, আমনের টাকা দিয়ে কৃষকরা অনেকসময় বোরোতে বিনিয়োগ করে। সার, ডিজেল কিনে ও সেচ খরচসহ অন্যান্য খরচ মেটায়। কাজেই, বৃষ্টি না হওয়ার জন্য আমন উৎপাদন ব্যাহত হলে কৃষকের ওপর এর প্রভাব পড়বে।

আব্দুর রাজ্জাক বলেন, খাদ্যের জন্য আমরা কারো ওপর নির্ভরশীল হতে চাই না। কারণ, আন্তর্জাতিক বাজারে খাদ্যের দাম বাড়লে বা বাজার অস্থিতিশীল থাকলে টাকা বা ডলার থাকা সত্ত্বেও খাদ্য পাওয়ার নিশ্চয়তা থাকবে না। সেজন্য, আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ থাকতে চাই। সেই লক্ষ্যেই কাজ করছে বর্তমান সরকার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার নাদরিয়া সিম্পসন। গবেষণার সারসংক্ষেপ তুলে ধরেন কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ (সিএসআইআর) বিশেষজ্ঞ ড. মোহাম্মদ মাইনুদ্দিন। সভাপতিত্ব করেন ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিংয়ের (আইডব্লিউএম) নির্বাহী পরিচালক আবু সালেহ খান।

এসময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ইমেরিটাস অধ্যাপক ড. এম এ সাত্তার মণ্ডল, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. দেবাশীষ সরকার, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্পের নির্বাহী পরিচালক মো. আব্দুর রশিদসহ সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য বিশেষজ্ঞরা বক্তব্য উপস্থাপন করেন।

স্টকমার্কেটবিডি.কম///

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আজম আলী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন বিটিসিএলের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (প্ল্যানিং এন্ড ডেভেলপমেন্ট) আজম আলী। এছাড়া বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিনকে টেলিযোগাযোগ অধিদফতরে জিএম পদে বদলি করা হয়েছে।

গতকাল বুধবার প্রকাশিত উপসচিব এস. এম. তারিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও জানানো হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো এবং অবিলম্বে এ আদেশ কার্যকর হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

ন্যাশনাল টীর শেয়ার দর বৃদ্ধির কারণ নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক শিল্প খাতের কোম্পানি ন্যাশনাল টী কোম্পানি লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো কারণ বা তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় ন্যাশনাল টী লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য কোম্পানিটির কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এম

দিনশেষে সূচকের বড় উত্থান হলে কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬৫০৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২২.৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৩০৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৮৯ কোটি ৫২ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২০০৫ কোটি ৬৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৩১টির, আর দর অপরিবর্তিত আছে ৭৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ইষ্টার্ণ হাউজিং, ওরিয়ন ইনফিউশন, ওরিয়ন ফার্মা, ন্যাশনাল পলিমার, লাফার্জ হোলসিম বিডি, ফরচুন সুজ, জেএমআই হসপিটাল রিকুইজিটি, বাংলাদেশ শিপিং করপোরেশন ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৫০.২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৫৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩১১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০টির, কমেছে ১০৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৫৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬৫ কোটি ৬০ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছিল ৭০ কোটি ৬৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো ও স্কয়ার ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ইষ্টার্ণ হাউজিং

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১২৪ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ইষ্টার্ণ হাউজিং লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৭৪ কোটি ৫৫ লাখ টাকার।

ওরিয়ন ইনফিউশন লিমিটেড ৫৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ফার্মার ৫৪ কোটি ৪২ লাখ, ন্যাশনাল পলিমারের ৫৩ কোটি ৭৫ লাখ, লাফার্জ হোলসিম বিডির ৫০ কোটি ৪৮ লাখ, ফরচুন সুজের ৪৭ কোটি ৪৫ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটির ৪২ কোটি ৭৩ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৪১ কোটি ৮১ লাখ ও সাইফ পাওয়ারটেকের ৪১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ইষ্টার্ণ হাউজিং
  3. ওরিয়ন ইনফিউশন
  4. ওরিয়ন ফার্মা
  5. ন্যাশনাল পলিমার
  6. লাফার্জ হোলসিম বিডি
  7. ফরচুন সুজ
  8. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  9. বাংলাদেশ শিপিং করপোরেশন
  10. সাইফ পাওয়ারটেক লিমিটেড।

১৪ মাসের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে জুলাইয়ে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের রেমিট্যান্স প্রবাহ বেড়েছে চলতি অর্থবছরের জুলাই মাসে। গত বছরের জুলাই মাসের তুলনায় ১১ দশমিক ৭৬ শতাংশ বেড়ে ২.০৯ ট্রিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। দেশের বর্তমান বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট মোকাবিলায় নিঃসন্দেহে এটা স্বস্তির খবর।

গত বছর জুলাই মাসে অভিবাসী শ্রমিকরা ১ দশমিক ৮৭ বিলয়ন ডলার দেশে পাঠান। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্যমতে, গত ১৪ মাসের মধ্যে জুলাইয়ে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে এবং সেটা আগের মাসের তুলনায় ১৪ শতাংশ বেশি।

গত মাসে রেমিট্যান্স প্রবাহ বাড়ার পেছনে ঈদুল আজহার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করা হচ্ছে। গত ৬টি অর্থ বছরের মধ্যে ২০২১-২২ সালে প্রথমবারের মতো রেমিট্যান্স প্রবাহ কমে গিয়েছিল। তার কারণ ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিলের পর অনেকে অনানুষ্ঠানিক প্রক্রিয়ায় তাদের টাকা দেশে পাঠান।

গত অর্থবছরের প্রথম ১১ মাসে ৮ লাখ ৭৭ হাজার শ্রমিক কাজের জন্য বিদেশ যাওয়ার কারণে সামনের দিনগুলোতে রেমিট্যান্সের প্রবাহ বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০২১ অর্থবছরে যেখানে ২ লাখ ৩১ হাজার শ্রমিক বিদেশে গিয়েছিলেন।

সম্প্রতি কয়েকমাস ধরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমে গেছে। তবে, বর্তমানে দেশে মার্কিন ডলার পাঠানোর ক্ষেত্রে গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি সুবিধা দেওয়া হচ্ছে।

গত সপ্তাহে দেশে প্রতি ডলারের সর্বোচ্চ বিনিময় হার দাঁড়িয়েছে ১১২ টাকা।

এ ছাড়া গত সপ্তাহে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৯ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। যেটা গত ডিসেম্বরে ছিল ৪৬ দশমিক ১৫ বিলিয়ন ছিল।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, জুলাই মাসে, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকের মাধ্যমে ৩৩০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩২ দশমিক ৪২ মিলিয়ন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৬ দশমিক ৬৪ মিলিয়ন ডলার।

স্টকমার্কেটবিডি.কম////