আর্থিক স্বচ্ছতায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি : মার্কিন প্রতিবেদন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক স্বচ্ছতার আন্তর্জাতিক প্রয়োজনীয়তা পূরণের দিক বিবেচনায় বাংলাদেশ সরকার উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। তবে এটির ন্যূনতম মানদণ্ডে পৌঁছার ক্ষেত্রে এখনো ঘাটতি আছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যুরো অব ইকোনোমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ‘ফিসকাল ট্রান্সপারেন্সি ২০২২’ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

বাংলাদেশসহ ১৪১টি দেশের অবস্থা নিয়ে শুক্রবার এ প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর। প্রতিবেদনে বলা হয়েছে, আর্থিক স্বচ্ছতার ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করেছে ৭২টি দেশ। আর আর্থিক স্বচ্ছতার ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণ করেনি ৬৯টি দেশ। তবে এ ৬৯টি দেশের মধ্যে ২৭টি দেশ আর্থিক স্বচ্ছতার ন্যূনতম প্রয়োজনীয়তা পূরণের দিকে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে।

প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়েছে, ‘বাংলাদেশ সরকার একটি যুক্তিসংগত সময়ের মধ্যে বছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। প্রস্তাবিত নির্বাহী বাজেটও অনলাইনসহ জনসাধারণের কাছে ব্যাপকভাবে পৌঁছাতে পেরেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন উদ্যোগে আর্থিক বরাদ্দ এবং আয় সর্বজনীনভাবে বাজেট নথিতে অন্তর্ভুক্তও ছিল।’

এই প্রতিবেদনে বাংলাদেশের রাজস্ব খাতের স্বচ্ছতায় অগ্রগতি আনতে বেশ কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে। তা হলো :

১. আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতি অনুযায়ী বাজেট নথি প্রস্তুত করা;
২. সর্বোচ্চ নিরীক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতার আন্তর্জাতিক মান পূরণ করা এবং তাদের পর্যাপ্ত সম্পদ রয়েছে তা নিশ্চিত করা;
৩. যথাসময়ে নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা, যাতে মূল অনুসন্ধান, সুপারিশ ও বর্ণনা থাকে;
৪. প্রাকৃতিক সম্পদ আহরণ পুরস্কার সম্পর্কে মৌলিক তথ্য সর্বজনীনভাবে ও ধারাবাহিকভাবে উপস্থাপন করা।

উল্লেখ্য, রাজস্বখাতে স্বচ্ছতা আনতে, কর ও রাজস্ব কীভাবে ব্যয় করা হয় এবং কার্যকর সরকারি আর্থিক ব্যবস্থাপনার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ২০০৮ সাল থেকে প্রতি বছর বৈশ্বিক আর্থিক স্বচ্ছতা প্রতিবেদন প্রকাশ করে আসছে।

স্টকমার্কেটবিডি.কম///

আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে: বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি ভারত সফর প্রসঙ্গে বলেছেন, বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন ভারতের ব্যবসায়ীরা। তারা প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলে বিনিয়োগের জন্য নানা দাবি উত্থাপন করেছেন। প্রধানমন্ত্রী সেই দাবিগুলো শুনেছেন। তারা বাংলাদেশে জ্বালানী, ট্রান্সপোর্ট ও এগ্রো প্রসেসিং কার্যক্রমে বিনিয়োগে আগ্রহী হয়েছেন। এছাড়া আদানী গ্রুপ সাড়ে ৪ হাজার কোটি টাকা বাংলাদেশে বিনিয়োগ করতে চাচ্ছে। ভারতের প্রধানমন্ত্রীর সাথে আমাদের ফলপ্রসূ আলোচনা হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী তাদের এগিয়ে যাওয়ার সাথে বাংলাদেশকে পাশে চেয়েছেন। তিস্তা নদীর পানি চুক্তি নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের ইতিবাচক সাড়া রয়েছে।

শনিবার সকালে রংপুরে দু’দিনের সফরে এসে নগরীর সেন্ট্রাল রোডস্থ বাসভবনে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভোজ্য তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্ব বাজারে সয়াবিন তেলের দাম কমেছে, কিন্তু দেশে ডলারের দাম বেড়েছে। ডলারের দামের সাথে বিশ্ব বাজারে তেলের দাম সমন্বয় করা হচ্ছে। এতে করে দু’মাসের মধ্যে আরও এক ধাপ সয়াবিন তেলের দাম কমবে আশা করছি।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ইউক্রেন-রাশিয়া থেকে খাবার, চাল আমদানী করার উদ্যোগ নেয়া হয়েছে। এতে করে দেশে নিত্য পণ্যের দাম কমে আসবে। এছাড়া টিসিবি’র মাধ্যমে এক কোটি অস্বচ্ছল পরিবারকে সাশ্রয়ী দামে খাদ্য সামগ্রী বিক্রির মাধ্যমে দেশের ৫ কোটি মানুষ এর সুবিধা পাচ্ছে। খোলা বাজারে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি হচ্ছে। দেশের মানুষের যেন কষ্ট না হয়, সেদিকে সরকারের লক্ষ্য রয়েছে।

এ সময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি, মাহিগঞ্জ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ টিটুসহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্টকমার্কেটবিডি.কম///

যুক্তরাষ্ট্র আরও ৯ বিলিয়ন ডলার দিচ্ছে ইউক্রেনকে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ইউক্রেনকে সহায়তা হিসেবে আরও ৯ বিলিয়ন ডলার দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

হোয়াইট হাউজ শুক্রবার জানিয়েছে, এ অর্থ ছাড় দেওয়ার জন্য কংগ্রেসকে অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর আনাদোলুর।

এ অর্থ দিয়ে সমরাস্ত্র ও জ্বালানি ছাড়াও সামরিক গোয়েন্দা খাতে ব্যয় করবে ইউক্রেন।

গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। রুশ হামলা প্রতিহত করতে ইউক্রেনকে আর্থিক ও সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো।

সর্বশেষ গত সপ্তাহে ৪৫০ কোটি মার্কিন ডলারে আর্থিক সহায়তা দিয়েছিল যুক্তরাষ্ট্র।

স্টকমার্কেটবিডি.কম/

ডলারের এক রেট নির্ধারণের সিদ্ধান্ত আসছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

প্রবাসীদের কাছ থেকে রেমিট্যান্স (ডলার) কেনার ক্ষেত্রে ব্যাংকগুলোর মধ্যে প্রতিযোগিতা লক্ষ্য করা যায়। যে ব্যাংক বেশি দাম দিতে পারে তারা রেমিট্যান্স পায়। এ সমস্যা সমাধানে রেমিট্যান্স কেনার ক্ষেত্রে এক দাম নির্ধারণের সুপারিশ করেছে ব্যাংকগুলো।

বৃহস্পতিবারের প্রাথমিক বৈঠকে কোনো সিদ্ধান্ত না হলেও আগামী রবিবার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) বৃহস্পতিবার বৈঠক হয়।

ডলার সংকট নিরসনে ডাকা বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল। এতে বাফেদার চেয়ারম্যান আফজাল করিম, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে বাফেদার চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, ডলারের দাম যাতে আর না বাড়ে সে ধরনের উদ্যোগ আমরা নিতে যাচ্ছি। বাজারকে স্থিতিশীল করার জন্য যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার তা নেওয়া হবে। এজন্য আরও সপ্তাহখানেক সময়ের প্রয়োজন। শিগগিরই ডলার সংকট কেটে যাবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাশরুর আরেফিন বলেন, ত্রিপক্ষীয় বৈঠক আরও কয়েক দিন চলবে। বাস্তবে মার্কেটের অবস্থা কী তা বোঝার চেষ্টা করছি।

এবিবির চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সেলিম আর এফ হোসেন বলেন, ডলার মার্কেট নিয়ে আগামীতে কী ধরনের নীতিমালা করা যেতে পারে সে বিষয়ে আলোচনা হয়েছে। আগামী রোববারের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে।

তিনি আরও বলেন, দেশের চলতি হিসাব ভারসাম্য (কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স) অনেকটাই ইতিবাচক (পজিটিভ)। পার্থক্যটা অনেকাংশে কমে এসেছে। ভবিষ্যতে এ ঘাটতি আরও কমে আসবে। সুতরাং ডলার সংকট খুব বেশি দিন থাকবে না।

প্রসঙ্গত, ডলার বিক্রি করে অতিরিক্ত মুনাফা করায় কিছু দিন আগে ছয়টি ব্যাংকের কাছে ব্যাখ্যা তলব করা হয়েছিল। নতুন করে আরও ছয়টি ব্যাংককে ব্যাখ্যা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কারণ কোনো কোনো ব্যাংক ডলার বিক্রিতে ৭৭০ শতাংশ পর্যন্ত মুনাফা করেছে।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ২৪ শতাংশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কিছুটা বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহের শুরুতে ডিএসইর পিই ছিল ১৪.৫৩ পয়েন্টে। যা সপ্তাহ শেষে ১৪.৫৬ পয়েন্টে অবস্থান করছে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.২৪ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ওরিয়ন ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৬৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫৯৫ কোটি ৫০ লাখ টাকার।

লাফার্জ হোলসিম বিডি লিমিটেড ৩৬৫ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  জেএমআই হসপিটাল রিকুইজিটির ২৯৪ কোটি ৫৩ লাখ, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেলের ২৪৩ কোটি ৫১ লাখ, ইষ্টার্ণ হাউজিংর ২৩৪ কোটি ৯ লাখ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ১৯৫ কোটি ২০ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ১৮৬ কোটি ৪২ লাখ, ন্যাশনাল পলিমারের ১৬৭ কোটি ৪৭ লাখ ও ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ১৬৩ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

৫ দিনে বাজার মূলধন বেড়েছে ৭৮০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সর্বশেষ সপ্তাহে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বাজার মূলধন ৭৮০ কোটি টাকা বেড়েছে। এসপ্তাহে সেখানে লেনদেন ও সূচকের বেড়েছে।ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা গেছে, গত সপ্তাহে মোট ৫ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট লেনদেন হয়েছে ৯ হাজার ৯১ কোটি ২২ লাখ টাকার। যা আগের সপ্তাহের ৫ দিনে ৯ হাজার ৫১৪ কোটি ৫৪ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ৪.৪৫ শতাংশ কমেছে।

ডিএসইতে সর্বশেষ সপ্তাহে গড় লেনদেন ১,৮১৮ কোটি ২৪ লাখ টাকার হয়েছে। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ১,৯০২ কোটি ৯০ লাখ টাকার উপরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন ৪.৪৫ শতাংশ কমেছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৫১.৪১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৬০ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৭০.৫২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২৩৭৬ পয়েন্টে। আর শরিয়াহ সূচক ৩২.০৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪৪১ পয়েন্টে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে শেয়ার দর বেড়েছে ৬৮টির, কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির শেয়ার ও ইউনিটের দর। আর ৭টি শেয়ারের কোনো লেনদেন হয়নি।

গত সপ্তাহের প্রথম দিন ডিএসইতে বাজার মূলধন ছিল ৫ লাখ ২১ হাজার ৮৮৫ কোটি টাকা। আর সপ্তাহের শেষ দিনে এই মূলধন দাঁড়িয়েছে ৫ লাখ ২২ হাজার ৬৬৪ কোটি টাকা। এই হিসাবে সপ্তাহের ব্যবধানে ডিএসইতে বাজার মূলধন ৭৮০ কোটি টাকা বা ০.১৫ শতাংশ বেড়েছে।

স্টকমার্কেটবিডি.কম///